উত্তর: বর্তমান সময়ে ইন্টারনেটে সবচেয়ে বেশী যে বিষয়টি খোঁজা হয় সেটি হচ্ছে পর্ণোগ্রাফী (অশ্লীল রচনা বা ছবি)। সাম্প্রতিক সময়ে এটি সারা বিশ্বব্যাপী একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সম্ভবত অন্য যে কোন বিষয়ের তুলনায় শয়তান মানুষকে যৌনতা বা অশ্লীলতার ক্ষেত্রে বিভ্রান্ত করতে ও পাপ করাতে বেশ সফল হয়েছে। যা কিছু ভাল এবং সঠিক (স্বামী ও স্ত্রীর ভালবাসাপূর্ণ যৌন সম্পর্ক) তা শয়তান ধ্বংস করে সেই স্থানে অসদিচ্ছা, পর্ণোছবি, ব্যভিচার, যৌন নিপীড়ন এবং সমকামিতার মত নোংরা বিষয়গুলো দিয়ে মানুষের জীবন ভরিয়ে তুলছে। পর্ণোছবি হচ্ছে দ্রুত গতিতে বেড়ে যাওয়া মন্দতা এবং অনৈতিকতার মত পিচ্ছিল পথে ধাবিত হওয়ার প্রথম পদক্ষেপ (রোমীয় ৬:১৯ পদ)। পর্ণোছবির প্রতি আসুক্তিমূলক স্বভাব হলো একটি সাজানো-গোছানো প্রমানিক দলিল বিশেষ। যেভাবে একজন মাদক ব্যবহারকারী মাদক গ্রহণের মাত্রা ও এর পরিমাণ দিনে দিনে বাড়িয়ে থাকে এবং “সর্বোচ্চ” সুখ উপভোগ করে, ঠিক একইভাবে পর্ণোগ্রাফিও কোন ব্যক্তিকে যথেচ্ছা যৌনাচারের প্রতি গভীর থেকে গভীরতরভাবে আসক্ত করে তোলে এবং তার মধ্যে খারাপ কিছু করার আকাংখা জাগিয়ে তোলে।
কোন পাপ কাজ করার জন্য মূলত তিনটি প্রধান মাধ্যম রয়েছে- এগুলো হলো দেহের কামনা, চোখের লোভ এবং সাংসারিক বিষয়ে অহংকার (১যোহন ২:১৬ পদ)। পর্ণোছবি সুনির্দিষ্টভাবে দেহের কামনা জাগিয়ে তোলে এবং সেই সঙ্গে চোখের লোভের কথাও অস্বীকার করা যায় না। ফিলিপীয় ৪:৮ পদ অনুসারে আমরা যে সব বিষয় নিয়ে ভাবি সুনির্দিষ্টভাবে সেগুলোর কোনটির সাথেই পর্ণোছবি তূলনীয় নয়, কারণ এটি হলো এক ধরনের আসক্তি (১করিন্থীয় ৬:১২; ২পিতর ২:১৯ পদ) এবং ধ্বংসাত্মকমূলক (হিতোপদেশ ৬:২৫-২৮; যিহিস্কেল ২০:৩০; ইফিষীয় ৪:১৯ পদ)। আমরা মনে মনে যখন অন্য কারও বিষয়ে কোন কিছু কামনা করি তখন সেটি পর্ণোগ্রাফির মত একটি বিষয়ে পরিণত হয় এবং ঈশ্বরের প্রতি আক্রমণাত্মক (মথি ৫:২৮ পদ) হয়ে দাঁড়ায়। পর্ণোগ্রাফি যখন কোন ব্যক্তির ধ্যান-জ্ঞানে পরিণত হয় তখন এই বিষয়টি প্রকাশ হয়ে পড়ে যে, ঐ ব্যক্তি পরিত্রাণপ্রাপ্ত নয় (১করিন্থীয় ৬:৯ পদ)।
আশার কথা হলো, যারা পর্ণোগ্রাফিতে বা অবৈধ যৌনাচারে লিপ্ত আছে প্রভু ঈশ্বর তাদের জন্যও কিছু করতে পারেন এবং ঐ বিষয়গুলোর উপর তাদের বিজয়ীও করাতে পারেন। আপনি কী এর সাথে জড়িত এবং জড়িত হয়ে থাকলে তা থেকে কী মুক্ত হতে চান? আপনি যাতে এর উপর বিজয় লাভ করতে পারেন সেজন্য এখানে কিছু দিক-নির্দেশনা দেওয়া হলোঃ ১) ঈশ্বরের কাছে আপনার পাপ স্বীকার করুন (১যোহন ১:৯ পদ)। ২) ঈশ্বরকে বলুন যেন তিনি আপনাকে শুচি করেন এবং পুনরায় নতুনভাবে গঠন করে আপনার অন্তরকে রূপান্তরিত করেন (রোমীয় ১২:২ পদ)। ৩) ঈশ্বরকে বলুন যেন তিনি যা সত্যি, যা উপযুক্ত, যা সৎ, যা খাঁটি, যা সুন্দর, যা সম্মান পাবার যোগ্য, মোট কথা যা ভাল এবং প্রশংসার যোগ্য তা দিয়ে আপনার অন্তর ভরিয়ে দেন (ফিলিপীয় ৪:৮ পদ)। ৪) আপনার দেহকে যাতে পবিত্রভাবে পরিচালনা করতে পারেন সেজন্য শিক্ষাগ্রহণ করুন (১থিষলনীকীয় ৪:৩-৪ পদ)। ৫) যৌনমিলনের প্রকৃত অর্থ বুঝুন এবং এ বিষয়ে আপনার স্বামী বা স্ত্রীর উপর নির্ভর করুন ও বিশ্বস্ত থাকুন (১করিন্থীয় ৭:১-৫ পদ)। ৬) এই বিষয়টি উপলব্ধি করতে চেষ্টা করুন যে, যদি আপনি আত্মার বশে চলেন তাহলে অবশ্যই আপনি আপনার দেহের কামনা-বাসনা পূরণ করবেন না (গালাতীয় ৫:১৬ পদ)। ৭) নকশাধর্মী ছবি বা আঁকাআঁকির মধ্য দিয়ে আপনার চিন্তা-ভাবনা প্রকাশ করার অভ্যাসকে কমিয়ে আনতে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করুন। পর্ণোগ্রাফি যাতে দেখা না যায় সেজন্য আপনার কম্পিউটারে প্রতিরোধমূলক প্রযু্ক্তি সংযুক্ত করুন, টেলিভিশন বা ভিডিও দেখার মাত্রা কমিয়ে দিন এবং এমন অন্য কোন খ্রীষ্টিয়ান ভাই-বোনকে খুঁজে বের করুন যিনি আপনার জন্য প্রার্থনা করবেন এবং আপনি যাতে আপনার বিষয়ে ভালভাবে জবাব দিতে পারেন সেজন্য আপনাকে সাহায্য করবেন।
আমেন।।আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.আপনার অনুদান পাঠানোর জন্য ক্লিক করুন নিচে দেওয়া Donate অপশানে ⇓
মাতৃ চরিত্র
ReplyDeleteমাতৃ চরিত্র বেঙ্গলি ল্যাঙ্গুয়ে
ReplyDeleteএটি একটি শুধু সামাজিক ব্যাধি নয়, জাতি ধর্ম্ম নির্বিশেষে এই পাপটি ভয়ংকর আকারে প্রকাশ পাচ্ছে। জীবন্ত ঈশ্বরের উপাসনা কারিরাও এই পাপে জর্জরিত। এটির প্রত্যক্ষ ও পরোক্ষ বহু প্রমান লেখা যায়। প্রভু এই ভিষন পাপ থেকে খ্রীষ্ট ভক্ত দের রক্ষা করূন ।
ReplyDeleteএটি একটি পিচ্ছিল রাস্তার মতো, দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ হঠাৎ পড়ে যাওয়ার মত পাপ। আর অধিকাংশ মানুষই এই পাপে জর্জরিত। বিশেষত যুব যুবতী সমাজ। এদের এই পাপ সমন্ধে সচেতন করতে বিশেষ পথ বা শিক্ষা চালু করা উচিত। কারণ এই পাপ ব্যভিচার করতে উৎসাহিত করে যা জীবন্ত ঈশ্বরের দৃষ্টিতে ক্ষমার যোগ্যতা হারায়। এবং প্রত্যেক খ্রীষ্টিয় মণ্ডলীর পুরোহিত দের এই বিষয়ে মণ্ডলী চলাকালীন এই বিষয়ে সারমন দেওয়া উচিত আমি মনে করি। জয় যীশু ইম্মানুয়েল 💖 💖 💖
Delete