প্রশ্ন:- বিশ্বাসীরা কি ঈশ্বর?


"যীশু তাহাদিগকে উত্তর করিলেন, তোমাদের ব্যবস্থায় কি লিখিত নাই, “আমি বলিলাম, তোমরা ঈশ্বর”?
---------- যোহন ১০:৩৪ পদ।
এই একই কথা পাওয়া যায় -
গীতসংহিতা ৮২: পদে। - "আমিই বলিয়াছি, তোমরা ঈশ্বর, তোমরা সকলে পরাৎপরের সন্তান";
Are-believers-God?

👉 প্রথমে আসি যোহন ১০:৩৪ পদ - এর ব্যাখ্যা।
এখানে যীশুর এই বাক্য দ্বারা কোনোভাবেই বুঝানো হয় নাই যে, বিশ্বাসী রা নিজেদের ঈশ্বর বলে বিবেচনা করবে। যারা নিজেদের ঈশ্বর বলে ঘোষণা করে, তারা ঈশ্বরের বিচার দন্ডজ্ঞার মধ্যে পড়বে। কারণ, তিনি ঘোষণা করেছেন - "যে দেবগণ আকাশ মন্ডল ভূমন্ডল গঠন করে নাই, তাহারা ভূমন্ডল হইতে আকাশ মণ্ডলের অধ: হইতে উচ্ছিন্ন হইবে" -- যিরমিয় ১০:১১ পদ।
() "তোমরা ঈশ্বর" কথাটি ইসরাইলের দুষ্ট শাসকদের উদ্দেশ্যে বলা হয়েছিল, যারা অন্যায় বিচার মুখাপেক্ষ করতো নিজ নিজ সন্তানদের নিষ্ঠুরভাবে শাসন করতো। (গীত সংহিতা ৮২:- পদ) এই শাসকেরা মনে করতো যে, তারা ঈশ্বর বা দেবতা তুল্য। এরা মৃত্যু দন্ডের অধীন ছিলো। (গীত সংহিতা ৮২:- পদ)
() নিজেকে ঈশ্বর বা দেবতা বলে ঘোষণা করা হলো খৃষ্টারীর মতো পাপ করা। ( থিষলনী : ১১ পদ)
👉 দ্বিতীয়তঃ গীতসংহিতা ৮২: পদ।
এখানে ঈশ্বর (হিব্রু ইলোহিম) কথাটা দ্বারা মানবিক কর্তৃত্ব ইসরাইলের বিচারকদের বুঝায়, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা, দুর্বলকে রক্ষা করা এবং তাদেরকে তাদের নির্যাতন কারীদের হাত থেকে উদ্ধার করার কাজে নিয়োজিত ঈশ্বরের প্রতিনিধি রূপে পরিচিত ছিল। এখানেও এই কথাটি দ্বারা কোনোভাবেই বুঝাই না যে, মানুষ আসলে ঈশ্বর! কিন্তু এটা দ্বারা কেবল এই বুঝায় যে, তারা বিচার নিয়ে আসবার জন্য এবং ন্যায়বিচার বাস্তবায়ন করার জন্য ক্ষমতা কর্তৃত্ব সহ ঈশ্বরের প্রতিনিধি হতে পারে।
 আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া