পুরাতন সৃষ্টি থেকে নতুন সৃষ্টি
ভূমিকা:
রাজা দায়ুদ তাঁর গীতে উল্লেখ করেছেন মানুষের অস্বাভাবিক দূরাবস্থার কথা,
"দুষ্টগণ গর্ভ হইতেই বিপথগামী, তাহারা জন্মাবধি মিথ্যা কহিতে কহিতে ভ্রমপথে বেড়ায়।"
(গীতঃ৫৮:৩)
(গীতঃ৫৮:৩)
Dr. John Macarthur এই পদ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন,
" All people are born totally depraved.Without made new creatures in Christ by God's power , they are prevented by their wicked nature from pleasing God. অর্থাৎ সমস্ত মানুষ সমস্ত ধরনের ভ্রষ্টাচার স্বভাব নিয়ে জন্ম গ্রহণ করে । ঈশ্বরের শক্তির দ্বারা খ্রীষ্টেতে নতুন সৃষ্টি হওয়া ছাড়া তারা সদাই তাদের দুষ্টতার স্বভাব দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে বাধা দেয়। ( তুলনা করতে পারেন গীত ৫১:৫, রোমীয় ৩:৯-১৮, ২ করি:৫:১৭)
" All people are born totally depraved.Without made new creatures in Christ by God's power , they are prevented by their wicked nature from pleasing God. অর্থাৎ সমস্ত মানুষ সমস্ত ধরনের ভ্রষ্টাচার স্বভাব নিয়ে জন্ম গ্রহণ করে । ঈশ্বরের শক্তির দ্বারা খ্রীষ্টেতে নতুন সৃষ্টি হওয়া ছাড়া তারা সদাই তাদের দুষ্টতার স্বভাব দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে বাধা দেয়। ( তুলনা করতে পারেন গীত ৫১:৫, রোমীয় ৩:৯-১৮, ২ করি:৫:১৭)
কিভাবে নতুন সৃষ্টি হয় :
সৃষ্টির কাজ ঈশ্বরের হাতে। তিনিই প্রথম সৃষ্টি করেছেন এবং তিনিই নতুন সৃষ্টি করেন। প্রথম সৃষ্টি হয়েছে তাঁর অনন্তকালীন বাক্য দ্বারা এবং নতুন সৃষ্টিও তাঁর অনন্তকালীন বাক্য দ্বারা যিনি আমাদের প্রভু ঈশ্বর পুত্র ,যীশু খ্রীষ্ট । তাঁর পবিত্র রক্তে ( তাঁর ক্রুশীয় মৃত্যুকে বিশ্বাস) ধৌত হয়ে ও পুনরুত্থানে বিশ্বাসের মধ্য দিয়ে নতুন সৃষ্টির পথ উন্মোচন হয় যা নতুন জন্ম বা নতুন জীবন বলে। ( আরও জানতে যোহন ৩ অধ্যায় পড়ার অনুরোধ রইলো)
প্রভুর বাক্য এই কথা বলে ,
"ফলতঃ কেহ যদি খ্রীষ্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল; পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখ, সেইগুলি #নূতন হইয়া উঠিয়াছে। আর, সকলই ঈশ্বর হইতে হইয়াছে; তিনি খ্রীষ্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন,."
(২ করি:৫:১৭,১৮ক)
উপরের বাক্যটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে নিম্নলিখিত বিষয়গুলো দেখতে পাই :
প্রথমতঃ #কেহ যদি : অর্থাৎ এই প্রতিজ্ঞা যে কেউ এর জন্য। আপনি কোন সম্প্রদায়ের বা কোন শ্রেণীর , কোন ভাষা বা গোষ্ঠীর তা ব্যাপার না যে কেউই খ্রীষ্টেতে নতুন সৃষ্টি হতে পারে।
দ্বিতীয়তঃ খ্রীষ্টে থাকতে হবে : এই প্রতিজ্ঞা তাদেরই জন্য যারা খ্রীষ্টে আছে । David Guzik এ সম্পর্কে বলেছেন , "যারা নিজেদের মধ্যে আছে, বিশেষ ধর্মমতবাদে আছে , কোন বিশেষ ব্যক্তিতে আছেন বা কোন বিশেষ জায়গার সাথে আছেন তাদের জন্য এই প্রতিজ্ঞা নয়।"
তৃতীয়তঃ নতুন সৃষ্টি:যখন নতুন সৃষ্টি হয় তখন পুরাতন বিষয় অতীত হয়। এখানে প্রেরিত পৌল নতুন জন্মের মহৎ নীতিমালার কথা বলেছেন। যারা খ্রীষ্টের কাছে বিশ্বাসে আসে তাদের তিনি পরিবর্তন করেন। তারা শুধু পাপেরই ক্ষমা পায় তারা নতুন সৃষ্টি হয়।
উত্তমতা একদিনে নয় :
এখন দেখব , খ্রীষ্টেতে যারা নতুন সৃষ্টি হয় তারা একদিনেই স্বর্গদূতের মত হবে না। খ্রীষ্টেতে যারা আছে তারা দিনের পর দিন পরিবর্তিত হবে। ঈশ্বর তাঁর নতুন সৃষ্টি অর্থাৎ তাঁর সন্তানদের শাসনের মধ্য দিয়ে খ্রীষ্টের চরিত্রে নিয়ে আসেন। তা একেক জনের একেক সময়ের পরিধি প্রয়োজন। ( বিস্তারিত ইব্রীয় ১২ অধ্যায় দেখুন)
আপনার দায়িত্ব:
অন্যদিকে খ্রীষ্ট বিশ্বাসীদের দায়িত্ব হচ্ছে,
অন্যদিকে খ্রীষ্ট বিশ্বাসীদের দায়িত্ব হচ্ছে,
"যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ কর, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে।
আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশঃ নবীনীকৃত হও,
এবং সেই নূতন মনুষ্যকে পরিধান কর, যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে।" (ইফি:২২-২৪)
এখন আপনি কি চিন্তা করছেন :
ঈশ্বর আপনাকে নতুনভাবে তৈরী করতে চান। তিনি একসময় সবকিছুই নতুন করবেন;( প্রকাশিত বাক্য ২১: ৫)যেখানে নতুন সৃষ্টিই বসতি করতে পারবে কিন্তু পুরাতনকে জ্বালিয়ে দিবেন যা ক্রমাগত চলতে থাকবে। ঈশ্বর আজকে প্রতিটি মানুষকে নতুন সৃষ্টি হওয়ার জন্য আহ্বান করছেন। আপনি আপনার শক্তি দিয়ে , আদর্শ দিয়ে , ধর্মীয় অনুশাসন দিয়ে নতুন সৃষ্টি হতে পারেন না কারণ তা স্বয়ং ঈশ্বরের কাজ যা তিনি সম্পন্ন করেছেন তাঁর পুত্র যীশু খ্রীষ্টের মৃত্যু থেকে পুনরুত্থানের মধ্য দিয়ে। কেননা প্রভুর বাক্য এই কথা বলে ,
"ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা; তিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে যীশু খ্রীষ্টের পুনরুত্থান দ্বারা, জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন," (১ পিতর ১:৩)।
ঈশ্বর তাঁর প্রজাদের জন্য প্রতিজ্ঞা করেছেন,
"দেখ, আমি এক নূতন কার্য করিব, তাহা এখনই অঙ্কুরিত হইবে; তোমরা কি তাহা জানিবে না? এমন কি, আমি প্রান্তরের মধ্যে পথ, ও মরুভূমিতে নদনদী করিয়া দিব।"( যিশাইয় ৪৩:১৯)
উপসংহার :আপনার অবস্থা যাই হোক না কেন তিনি আপনাকে নতুন করে সৃষ্টি করে তাঁর উপযুক্ত প্রজা হিসাবে তৈরী করতে পারেন। কিন্তু আপনাকে তাঁর আহ্বানে সাড়া দিতে হবে , পুরাতন বিষয়গুলোর জন্য অনুতপ্ত হতে হবে যেন আপনাকে তাঁর পুত্র যীশুর রক্তে ধৌত করে নতুন সৃষ্টি করতে পারেন । তখন আপনি তাঁর গৌরব স্বীকার করতে পারবেন ও আপনার দ্বারা এই জগতে স্বর্গীয় সৎকাজ সম্পাদিত হবে। ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আপনাকে নতুন সৃষ্টির স্বাদ গ্রহণের সুযোগ দান করুন।।আমেন।।
সাহায্যকারী উৎস:
Enduring Word Commentary on 2 Cor.5:17.
Enduring Word Commentary on 2 Cor.5:17.
Dr John Macarthur's commentary on Psalm.
Comments
Post a Comment