মিথ্যা ঈশ্বরের প্রতিনিধি: দেবতা দাগোন
#ভূমিকা :
প্রেরিত পৌল করিন্হীয় মন্ডলীর কাছে মিথ্যা দেবতা ও সত্য ঈশ্বর সম্পর্কে বলতে গিয়ে লিখেছিলেন "কেননা কি স্বর্গে কি পৃথিবীতে যাহাদিগকে দেবতা বলা যায়, এমন কতকগুলি যদিও আছে- বাস্তবিক অনেক দেবতা ও অনেক প্রভু আছে-তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাঁহা হইতে সকলই হইয়াছে, ও আমরা যাঁহারই জন্য; এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রীষ্ট, যাঁহার দ্বারা সকলই হইয়াছে, এবং আমরা যাঁহারই দ্বারা বিদ্যমান আছি।" [১ করি: ৮:৫-৬ ]।
এই সম্পর্কে John Macarthur তাঁর বাইবেল টীকায় বলেছেন ,
" Some were outright fakes and some were manifestation of demons , but
none were truly gods( Ps.115: 4-7, Acts 19:26). অর্থ করলে দাঁড়ায়, "কিছু দেবতা সন্দেহাতীত ভাবে মিথ্যা এবং কিছু দেবতা শয়তানের প্রকাশ কিন্তু কেউই সত্য দেবতা না।"
কিন্তু সত্য ঈশ্বর যিনি আমাদের পিতা ঈশ্বর ও পুত্র ঈশ্বর যা প্রেরিত পৌলের কথায় প্রমাণিত হয়েছে । আজকে আমরা এই আলোচনায় দেখব , পলেষ্টীয়দের মিথ্যা দেবতা দাগন সম্পর্কে যারা দেবতা দাগোনের মিথ্যাই প্রশংসা ও আরাধনা করেছিল যা সমস্ত মিথ্যা ঈশ্বরের উপাসনার প্রতিনিধিত্বের কথা বলে।
কিন্তু সত্য ঈশ্বর যিনি আমাদের পিতা ঈশ্বর ও পুত্র ঈশ্বর যা প্রেরিত পৌলের কথায় প্রমাণিত হয়েছে । আজকে আমরা এই আলোচনায় দেখব , পলেষ্টীয়দের মিথ্যা দেবতা দাগন সম্পর্কে যারা দেবতা দাগোনের মিথ্যাই প্রশংসা ও আরাধনা করেছিল যা সমস্ত মিথ্যা ঈশ্বরের উপাসনার প্রতিনিধিত্বের কথা বলে।
✝দেবতা দাগোনের পরিচয় :--- দাগোন ছিলেন পলেষ্টীয়দের প্রধান দেবতা । খীষ্টপূর্ব এক হাজার বছর পূর্বে থেকে তার উপাসনা করা হতো । প্রাচীন ইতিহাস থেকে জানা যায় দাগোন ছিলেন বাল দেবতার পিতা । দাগোন এর দেহের গঠন ছিল অর্ধেক মানুষ এবং অধেক মাছের মতো । এ থেকে বুঝা যায়, তার
সৃষ্টি পানি থেকে তৈরী হয়েছিল । সম্ভবত দাগোন শস্যের যোগান দেবতাও ছিলেন । বাইবেলেও দাগোন দেবতার নাম পাওয়া যায় : বিচার ১৬:২৩, ১শমুযেল ৫, ১ম বংশা: ১০:১০ পদ গুলোতে ।
।
।
#✝ঘটনার পটভূমিকা :- ইষ্রায়েল জাতির বিচারক শিমসন ঈশ্বরের অনুগ্রহে অনেক শক্তিশালী বীর ছিলেন । ঈশ্বর তাঁর চুলের মধ্যে শক্তির উৎস দিয়েছিলেন । তিনি পলেষ্টীয়দের পরাজিত করে ছিলেন ।
পরবর্তীতে দলীলা নামে পলেষ্টীয়দের অন্তর্গত সুরের উপত্যকার একটি মেয়েকে শিমসন ভালবাসতেন । যার নাম ছিলো দলীলা। পলেষ্টীয়দের ভূপালেরা সেই মেয়েকে দিয়ে শিমসনের শক্তির উৎস জানার জন্য উচ্চ মূল্যে ঘুষ দেওয়ার জন্য অঙ্গীকার করেন । দলীলা অনেক সময় শিমসনের শক্তির উৎস জানতে চাইত । প্রথমে শিমসন বলেন নাই । কিন্তুু পরবর্তীতে দলীলার উৎপাতে সত্য কথা বলে দেন । দালীলা এই কথা পলেষ্টীয়দের ডেকে ঘুমন্ত অবস্থায় ধরিয়ে দিলে তারা শিমসননের মাথা ক্ষৈরি করে দেন। এতে শিমসনের শক্তিসহ ঈশ্বরের আত্মা তাঁকে ত্যাগ করেন ( বিচার ১৬ : ২১--২২ )।
এতে করে পলেষ্টীয়রা মিথ্যা দেবতা দাগোনের উদ্দেশ্যে মহাযজ্ঞ ও আনন্দ করল
( বিচার ১৬ : ২ )।
পরবর্তীতে দলীলা নামে পলেষ্টীয়দের অন্তর্গত সুরের উপত্যকার একটি মেয়েকে শিমসন ভালবাসতেন । যার নাম ছিলো দলীলা। পলেষ্টীয়দের ভূপালেরা সেই মেয়েকে দিয়ে শিমসনের শক্তির উৎস জানার জন্য উচ্চ মূল্যে ঘুষ দেওয়ার জন্য অঙ্গীকার করেন । দলীলা অনেক সময় শিমসনের শক্তির উৎস জানতে চাইত । প্রথমে শিমসন বলেন নাই । কিন্তুু পরবর্তীতে দলীলার উৎপাতে সত্য কথা বলে দেন । দালীলা এই কথা পলেষ্টীয়দের ডেকে ঘুমন্ত অবস্থায় ধরিয়ে দিলে তারা শিমসননের মাথা ক্ষৈরি করে দেন। এতে শিমসনের শক্তিসহ ঈশ্বরের আত্মা তাঁকে ত্যাগ করেন ( বিচার ১৬ : ২১--২২ )।
এতে করে পলেষ্টীয়রা মিথ্যা দেবতা দাগোনের উদ্দেশ্যে মহাযজ্ঞ ও আনন্দ করল
( বিচার ১৬ : ২ )।
🛑#✝লক্ষণীয় :--- শিমসন প্রতারিত হয়েছে দলীলার কারণে । শিমসনও পাপে পতিত হয়েছিল ও ঈশ্বরের ব্যবস্থা পালন করতে ব্যর্থ হয়েছে । যার কারণে সেই অপরাধের প্রতিফল পেয়েছিল এবং তাঁকে চরম মূল্য দিতে হলো ।
🛑#✝পরিতাপের বিষয় :--
(১) পলেষ্টীয়রা তাদের মিথ্যা দেবতা দাগোনের উদ্দেশ্যে ঈশ্বরের বিপরীতে মাছ ও মনুষ্য সদৃশ্য একটি সৃষ্টিকে উপাসনা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছিল ।
(২) তারা তাদের সফলতার জন্য মিথ্যা দেবতা কে সাধুবাদ দিল।প্রকৃতপক্ষে তারা সত্যটা জানত যে তাদের প্রতারণার কারণে শিমসনের এই অবস্থা । তাদের ঘুষ দানের জন্য এই তাদের ক্ষণিকের বিজয় । তারপরও তারা মিথ্যা ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা করল । সমস্ত সম্মান গৌরব প্রশংসা দাগোন দেবতাকে দিল ।
🛑🌏🛑✝প্রয়োগ :-- খ্রীষ্ট ভক্তদের পতনে অবিশ্বাসীদের ক্ষণিকের বিজয় আসে । যাতে অবিশ্বাসীরা মনে করে দাগোন অর্থাৎ শক্তিশালী দেবতা । তারা মনে করে তাদের- দেবতা তাদের বিশেষ বিশেষ আশীর্বাদ করে উন্নতি করেছে । সেই কারনে তারা দাগোন রূপ ঈশ্বর কে ধন্যবাদ, প্রশংসা, বলিদানসহ আরও অনেক কিছু করেছে । প্রকৃতপক্ষে তা মিথ্যা ঈশ্বরেরই আরাধনা ।
(২) খ্রীষ্ট বিশ্বাসীদের প্রকৃত ঈশ্বর তিনি,যিনি অব্রাহামের, ইসাহাকের ও যাকোবের ঈশ্বর যিনি প্রভু যীশুর পিতা ও আমাদের পিতা ঈশ্বর। তিনিই আমাদের সমস্ত ধন্যবাদ প্রশংসা সম্মান পাওয়ার যোগ্য । পলেষ্টীয়দের চেয়ে আমাদের ধন্যবাদ দেওয়ার অনেক কিছু আছে । তিনি খীষ্টের মধ্যে দিয়ে আমাদের বিজয় দিয়েছেন ।
(৩) সর্বশেষে, দাগোনের উপাসনিকারীদের ধ্বংস নিশ্চিত হয়েছে । যদিও তারা শিমসনকে অন্ধ করে বেধে তামাসা দেখছিল । কিন্তুু ঈশ্বর শিমসনের চুলকে বৃদ্ধি দিতে ছিল। প্রকৃতপক্ষে প্রভু যীশুর সুসমাচারে যারা বাধ্য হয় না , ঈশ্বর তাদেরকে চরম শাস্তি দানের জন্য অপেক্ষায় আছেন । "
যেমন সাধুপৌল বলেছেন,
--✝"এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন।" (২ থিষলী ১:৮)
এখন আপনি যদি প্রভু যীশুর মধ্যে দিয়ে প্রকৃত ঈশ্বরের পরিচয় পেয়ে থাকেন , তাহলে আপনি খুবই ভালো । তাঁর বাধ্য হয়ে চলার চেষ্টা করেন । যদি তাঁর পরিচয় এখনও না পেয়ে থাকেন তাহলে আহবান থাকবে সত্য কে জানার ।
ঈশ্বর প্রত্যেককে দাগোন রূপ সমস্ত ভ্রান্ত দেবতার হাত থেকে আপনাকে রক্ষা করুণ কারণ তিনি ,
✝"আমি সদাপ্রভু, ইহাই আমার নাম; আমি আপন গৌরব অন্যকে, কিম্বা আপন প্রশংসা ক্ষোদিত প্রতিমাগণকে দিব না।"
[যিশাইয় ৪২:২]
ঈশ্বর প্রত্যেককে দাগোন রূপ সমস্ত ভ্রান্ত দেবতার হাত থেকে আপনাকে রক্ষা করুণ কারণ তিনি ,
✝"আমি সদাপ্রভু, ইহাই আমার নাম; আমি আপন গৌরব অন্যকে, কিম্বা আপন প্রশংসা ক্ষোদিত প্রতিমাগণকে দিব না।"
[যিশাইয় ৪২:২]
🌏#উপসংহার:
সাধু পৌল তাঁর প্রথম মিশনারী যাত্রায় লুস্ত্রাবাসীকে বলেছিলেন , 🎀"মহাশয়েরা, এই
সকল কেন করিতেছেন? আমরাও আপনাদের ন্যায় সুখদুঃখভোগী মনুষ্য; আমরা আপনাদিগকে এই সুসমাচার জানাইতেছি যে, এই সকল অসার বস্তু হইতে সেই #জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরিয়া আসিতে হইবে, যিনি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং সেই সকলের মধ্যবর্তী সমস্তই নির্মাণ করিয়াছেন।তিনি অতীত পুরুষপরমপরায় সমস্ত জাতিকে আপন আপন পথে গমন করিতে দিয়াছেন;"তথাপি তিনি আপনাকে সাক্ষ্যবিহীন রাখেন নাই, কেননা তিনি মঙ্গল করিতেছেন, আকাশ হইতে আপনাদিগকে বৃষ্টি এবং ফলোৎপাদক ঋতুগণ দিয়া ভক্ষ্যে ও আনন্দে আপনাদের হৃদয় পরিতৃপ্ত করিয়া আসিতেছেন।" (প্রেরিত ১৪:১৫-১৭)। তাই এখন সময় সত্য ঈশ্বরকে অনুসন্ধান করা, যা পবিত্র বাইবেল পৃথিবীর মানুষকে পরিচয় দান করে । ঈশ্বর সত্য ঈশ্বরকে প্রকাশ করার জন্য তাঁর পুত্র যীশুকে শেষ বাণী দিয়ে পাঠিয়েছেন ( ইব্রীয় ১:১,২)। শুধু তাই নয়, প্রভু যীশু তাঁর জীবন উৎসর্গ করেছেন যেন পাপী তাপী মানুষ অনুতাপ করে যেন জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারে মিথ্যা দেবতা বা মিথ্যা ঈশ্বরের নয়। এই সংক্ষিপ্ত বাণীর মধ্য দিয়ে ঈশ্বর যদি কথা বলে তাহলে দেরী করবেন তাঁরই অন্বেষণ করুন ও তাঁরই ভজনা করুন ।
আমেন ।।।
✝✝✝✝✝✝✝✝✝✝✝✝✝✝
✝✝✝✝✝✝✝✝✝✝✝✝✝✝
Comments
Post a Comment