ব্যক্তিগত ৰাইবেল অধ্যয়ন করলে ঈশ্বরের বাক্য থেকে পাঁচটি উপকার পাওয়া যায়

১. বৃহত্তর বিশ্বাস ঃ
মন্ডলীর মহান ধর্মতত্ত্ববিদ পৌল তার নিজের সম্পর্কে বলেছেন যে ,“ যা দেখা যায় তার দ্বারা তাে আমরা চলি না , বরং বিশ্বাসের দ্বারা চলাফেরা করি ” (২করিন্থীয় ৫ঃ৭) । আমরা সকলেই অনুগ্রহ দ্বারা বিশ্বাসের মধ্যে দিয়েই পরিত্রাণের মধ্যে প্রবেশ করি ( ইফিষিয় ২ঃ৮-৯) এবং পৌলের কথা অনুসারে আমরা যেহেতু একবার পরিত্রাণের মধ্যে প্রবেশ করেছি , ফলে আমরা তাঁর সঙ্গে সঙ্গেই হাটতে পারি (কলসীয়ঃ৬-৭) ।

২. নতুন জ্ঞান অর্জন ঃ
আমরা যেহেতু "আমাদের প্রভুর অশেষ অনুগ্রহ ও জ্ঞান-প্রজ্ঞার মাধ্যমে বৃদ্ধি লাভ করতে থাকি.."(২পিতর ৩ঃ১৪-১৮ ) সেজন্য ঈশ্বরের বাক্য অধ্যয়নের মাধ্যমে আমরা অনেক নতুন নতুন জ্ঞান অঞ্জন করতে পারি । আর এই জ্ঞান আমাদেরকে তাঁর অনুগ্রহের এক মহা সান্তনা ও সম্ভাবনার দিকে নিয়ে যায় । তবে তার জ্ঞানে বৃদ্ধি লাভেরা সঙ্গে সঙ্গে আমরা যখন ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে তাঁর কণ্ঠস্বর শুনতে থাকি ও তাঁর উপর সবকিছুর জন্য অস্থাপূর্ণ নির্ভর করতে থাকি (রােমীয় ১০ঃ১৭) তখন আমাদের বিশ্বাসের শক্তিও বৃদ্ধি লাভ করতে থাকে ।

৩. আমাদের জীবনের শুচিকরণ ঃ
আমাদের জীবনের শুচিকরনের জন্য ঈশ্বরের বাক্য অনিবার্যভাবে প্রয়ােজন , কারণ তাঁর বাক্য সবসময় সত্য (যােহন ১৭:১৭) । যদিও আমরা সকলে বিশ্বস্ত , তবুও আমাদের জীবনে পাপ নিয়ে অনেক সমস্যা সবসময়ই থাকে ( ১ যােহন ১৬-১০) , এজন্য ঈশ্বরের বাক্য অধ্যয়নের মাধ্যমেই আমাদেরকে সুদৃঢ় নিশ্চয়তাসহ শিখতে হয় যে , কিভাবে এই পাপগুলি আমাদেরকে আক্রমন করে বা আমাদের সামনে আসে । আর এবিষয়ে জানা থাকলেই আমরা আমাদের বিশুদ্ধকরণ ও সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি (গীতসংহিতা ৫১ অধ্যায় ) । দয়া করে লক্ষ করুন  যে খ্রিস্টানরা সব সময়ই ঈশ্বরের বাক্যের সঙ্গে এটিকে "অতিরিক্তভাবে যুক্ত বিষয়" হিসাবে গ্রহণ করে এবং এটাকেই তাদের জীবনের সব ধার্মিকতার ভিত্তি হিসাবে গ্রহন করে  । এই প্রবণতাটিকে আমরা বলতে পারি "আইনগত বা বিধিগত বিষয়" যার অর্থ হচ্ছে, মানুষ তার নিজের ধার্মিকতার মানদণ্ড নিজেই ঠিক করে নেবার জন্য আইনকে নিজের ইচ্ছামত তৈরী করে নিয়েছে । কিন্ত আমাদের প্রভু যীশু স্পষ্ট করে এভাবে আইন নিজের জন্য ব্যবহারের বিরুদ্ধে কথা বলেছেন ( মার্ক ১ঃ২৩) । এজন্য ঈশ্বরের ঠিক করে দেওয়া ধার্মিকতার মান সম্পর্কে আমাদেরকে অবশ্যই সৰ সময় সতর্কতার সঙ্গে যে কোন বিষয় দেখা উচিত ।

৪. পরিচর্যা কাজের মধ্যে ক্ষমতা ঃ
পৰিত্ৰ আত্মা আমাদের জীবনে কাজ করার মধ্যে দিয়ে আমরা যখন “ প্রভু যীশুর মন " ( ১ করিন্থীয় ২ঃ১৪-১৬) সম্পর্কে জানতে পারি তখন আমাদের পরিচর্যা কাজেও প্রচুর ক্ষমতা থাকে ( ইফিষীয় ২ঃ১৪-১৬) । ঈশ্বরের ইচ্ছার প্রতি বাধ্যতায় জীবন যাপনের মধ্যে দিয়েই তার ক্ষমতা আমাদের মধ্যে আসে , কারণ একমাত্র ঈশ্বরই আমাদের জীবনে এমনভাবে কাজ করেন যে , “ যার ফলে তিনি যে সন্তুষ্ট হন সেই রকম কাজ করার ইচ্ছা ও ক্ষমতা তােমাদের হয় "( ফিলিপীয়া ২ঃ১৩ ) ।

৫. পরিচর্যা কাজের উপকরণ ঃ
ঈশ্বরের বাক্যের জ্ঞান - প্রজ্ঞা ব্যবহার করে আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে সত্যে জীবন যাপন করতে পারি ( কলসীয় ৩:১৬-১৭ ) , এবং হারিয়ে যাওয়া ও মৃত্যু পথযাত্রী জগতের কাছে এই পরিত্রাণের বাক্য প্রচার করতে পারি ( যােহন ১৭ঃ১৭-১৯ , ইব্রীয় ৫ঃ১২ ) । ঈশ্বরের বাকা মানুষের কাছে ঘােষণা করবার একটি বিশেষ লক্ষ্য হচ্ছে , “ যেন ঈশ্বরের সব সন্তানরা তাঁরই সেবা-কাজ করার জন্য প্রস্তুত হয় এবং এভাবে খ্রীষ্টের দেহ গড়ে ওঠে " ( ইফিষীয় ৪ঃ১১-১৩ ) । অন্যদের "প্রস্তুত" করতে হলে আগে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে ।
Studying-personal-Bibles-brings-five-benefits-from-Gods-Word

 আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া