প্রভু যীশুর জন্মের ভাববানী ও তার পূর্ণতা: (দ্বিতীয় সংস্করণ )
বড়দিনের উৎস : আটটি ভাববাণী ও পূর্ণতা ( সময় মাত্র ৩:৩০ মি:)
আসুন জেনে নেই
বড়দিনের উৎস : ভাববাণী ও পূর্ণতা
প্রথমতঃ স্ত্রীজাত ( মরিয়ম পুত্র- মার্ক ৬:৩ ) ভাববাণী : আদি ৩:১৫ ; পূর্ণতা :- গালাতীয় ৪:৪)।
দ্বিতীয়তঃ প্রভু যীশুর জন্ম হবে কুমারীর গর্ভে যেন আদিপাপ স্পর্শ করতে না পারে । তাছাড়া তিনি যেন পবিত্র বলিদান উৎসর্গ করতে পারেন : ভাববাণী : যিশাইয় ৭:১৪ ; পূর্ণতা : মথি ১:২১ -২৩ ;লূক ১:৩০-৩৪
তৃতীয়তঃ অব্রাহামের কাছে প্রতিজ্ঞাত বংশ যার মধ্য দিয়ে সমস্ত পৃথিবী আশীর্বাদ পাবে । প্রভু যীশুই সেই প্রতিজ্ঞাত বংশ যার মধ্য দিয়ে সমস্ত পৃথিবীতে স্বর্গীয় ক্ষমা , অনন্তজীবন ও ঈশ্বরের সন্তান হওয়ায় অধিকার এসেছে। ভাববাণী : আদি ২২:১৮ পূর্ণতা গালাতীয় ৩:১৬।
চতুর্থতঃ খ্রীষ্ট হবেন অনন্তকালীন রাজা। যার রাজ্যের শেষ নেই। তিনি হবেন যিহূদা বংশের বা দায়ুদের বংশজাত । ভাববাণী : আদি ৪৯:১০; যিরমিয় ৩৩:১৫-১৬ পূর্ণতা : লূক ৩:৩৩ ( প্রভু যীশু যিহূদার মধ্য দিয়ে আগত), লূক ১:৩২
পঞ্চমতঃ প্রভু যীশুর জন্মস্হান : যিহূদাল বৈৎলেহেমে । ভাববাণী মীখা ৫:২ : পূর্ণতা : লূক ২:৪-৬
ষষ্ঠতঃ প্রভু যীশুর জন্মের সময় রাজা হেরোদ কতৃক শিশুদের নিধন করেছিলেন । ভাববাণী যিরমিয় ৩১:১৫ পূর্ণতা মথি ২:১৬-১৮)
পঞ্চমতঃ প্রভু যীশুর জন্মস্হান : যিহূদাল বৈৎলেহেমে । ভাববাণী মীখা ৫:২ : পূর্ণতা : লূক ২:৪-৬
ষষ্ঠতঃ প্রভু যীশুর জন্মের সময় রাজা হেরোদ কতৃক শিশুদের নিধন করেছিলেন । ভাববাণী যিরমিয় ৩১:১৫ পূর্ণতা মথি ২:১৬-১৮)
সপ্তমতঃ প্রভু যীশুকে মিসর থেকে পুনরায় ডেকে আনা ।রাজা হেরোদের মৃত্যুর পর পিতা ঈশ্বর তাঁর পুত্রকে গালীলের নাসরতে বড় হওয়ার জন্য ব্যবস্থাপণা করেন । ভাববাণী
হোশেয় ১১:১ পূর্ণতা মথি ২:১৫ ।
হোশেয় ১১:১ পূর্ণতা মথি ২:১৫ ।
অষ্টমতঃ প্রভু যীশুর ঐশ্বরিক স্বভাব : ভাববাণী যিশাইয় ৯:৬ পূর্ণতা : লূক ১:৩২ , যোহন ১:১,১:১৪
বিস্তারিত জানতে Reference সহ পবিত্র বাইবেল পড়ুণ ও আমার অন্যান্য লেখা পড়তে পারেন । অনেক ধন্যবাদ ।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
written by Amos Deori
Comments
Post a Comment