প্রভু যীশু: কাঠমিস্ত্রি থেকে জীবন মিস্ত্রি

ভূমিকা: প্রভু যীশুর ব্যক্তিগত ও তাঁর পালক পিতা যোষেফের পেশা ছিল কাঠমিস্ত্রি। তিনি ত্রিশ বছর পর্যন্ত নিজ গ্রাম গালীলের নাসারতে নিজের মা মরিয়ম ( পালক পিতা যোষেফ হয়ত আগে মারা গেছেন) , ভাই বোনদের কাঠ মিস্ত্রির কাজ করে দেখাশুনা করেছেন। কিন্তু যখন তিনি পরিচর্যার কাজ শুরু করেন তখন নিজ এলাকাবাসী প্রভু যীশুকে গ্রহণ করেনি বরং হিংসা, ঈর্ষা ও বিরোধীতা করেছে। তাঁরা বুঝতে পারিনি প্রভু যীশু একমাত্র জীবন গঠনের মিস্ত্রি, মন্ডলী স্হাপনের কর্ণধার ও আমাদের স্বর্গের ঘরের স্থপতি । তাই আমরা সেই কাঠ মিস্ত্রিকে জানব যিনি আপনার জীবনকে পরম যত্নে গড়ে তুলেন যেন তাঁর ঘরে চিরজীবন থাকতে পারি ও তাঁর মত যেন হতে পারেন( ইফিষীয় ৪:১৩) ।
পটভূমিকা : প্রভু যীশু যখন নিজ গ্রাম নাসারতে যান তখন অনেক শিক্ষা দান করেন ও পরাক্রম কার্য সাধন করেন । কিন্ত তাঁর কাজে ও শিক্ষায় কেমন প্রতিক্রিয়া হয়েছিল তা জন মার্কের সুসমাচার এভাবে জানায় ,
"পরে তিনি তথা হইতে প্রস্থান করিয়া আপন দেশে আসিলেন, এবং তাঁহার শিষ্যেরা তাঁহার পশ্চাৎ গমন করিলেন।
বিশ্রামবার উপস্থিত হইলে তিনি সমাজগৃহে উপদেশ দিতে লাগিলেন; তাহাতে অনেক লোক তাঁহার কথা শুনিয়া চমৎকৃত হইয়া কহিল, ইহার এই সকল কোথা হইতে হইয়াছে? ইহাকে যে জ্ঞান দত্ত হইয়াছে, এবং ইহার হস্ত দ্বারা যে এইরূপ পরাক্রম-কার্য সকল সমপন্ন হয়, এই বা কি?
এ কি সেই সূত্রধরমরিয়মের সেই পুত্র এবং যাকোব, যোষি, যিহূদা ও শিমোনের ভাই নয়? এবং ইহার ভগিনীরা কি এখানে আমাদের মধ্যে নাই? এইরূপে তাহারা তাহাতে বিঘ্ন পাইতে লাগিল।"
(মার্ক ৬:১-৩)

প্রভু যীশু পরিচর্যা কাজে প্রবেশের পূর্বে নাসারত ত্যাগ করেছিলেন একজন কাঠ মিস্ত্রি বা সূত্রধর হিসাবেই । কিন্তু যখন প্রভু যীশু পুনরায় নিজ এলাকায় আসেন তাঁর শিষ্যদেরসহ তখন একজন গুরু হিসাবে। তাঁর আগমনে এলাকাবাসী অনেক আশ্চর্য হয়েছিল। তারা হয়ত প্রশ্ন করতে ছিল যীশুর কি হয়েছে?
🌎🛑🌎তারা প্রশ্ন করেছিলেন,
এ কি সেই সূত্রধর ? এই প্রশ্ন করার উদ্দেশ সম্পর্কে বলতে গিয়ে David Guzik বলেছেন ,
"This was not a compliment. It was a way of pointing out that Jesus had no formal theological training. He was never a formal disciple of a rabbi, much less a prominent rabbi."( enduring word apps)
তার অর্থ হচ্ছে , " এটি কোনও প্রশংসার বাক্য ছিল না। তারা বুঝিয়েছেন যীশুর কোন আনুষ্ঠানিক ধর্মতাত্ত্বিক প্রশিক্ষণ ছিল না । তিনি কখনই কোনও রাব্বির বা ধর্মগুরুর আনুষ্ঠানিক শিষ্য ছিলেন না, .."

শতাব্দীর পর শতাব্দী ধরে কিছু লোক চিন্তা করত প্রভু যীশুকে কাঠ মিস্ত্রি মনে করে প্রভু যীশুর বাণী অবমূল্যায়ন করত। উদাহরণস্বরূপ বলা যায় রোমান সম্রাট জুলিয়ানের কথা যার সময়ে খ্রিষ্টানদের উপরে অনেক নির্যাতন করা হয়েছিল । সেই সময়ে একজন দার্শনিক একজন খ্রীষ্টভক্তকে ব্যঙ্গ করে বলেছিল,
“What do you think the carpenter’s son is doing now?” ( তুমি কি চিন্তা কর কাঠ মিস্ত্রির ছেলে এখন কি করছে ?)
উত্তরে খ্রিষ্টান লোকটি জ্ঞানের সহিত উত্তর দিয়েছিলেন , “He is building a coffin for Julian.” ( তিনি এখন সম্রাট জুলিয়ানের জন্য কফিন বক্স [ মর দেহ রাখার বাক্স] বানাচ্ছেন ।
🌏🛑🔶️প্রভু যীশুর জাগতিক জীবনের সময় একজন কাঠ মিস্ত্রি কি কি কাজ করত :
শুধু তারা কাঠেরই কাজ করত না । তারা গাঁথকের ( builder) কাজও করত। তাই সম্ভবতঃ প্রভু যীশু কাঠের কাজের পাশাপাশি পাথরের কাজ কাজ করেছেন কারণ সেই সময়ে পাথরের কাজের ব্যবহার বেশি দেখা যায়।
প্রভু যীশু এই পেশা কেন বেছে নিয়েছিলেন ?
প্রতিটি যিহূদী সন্তানকে যেকোন ব্যবহারিক কাজ বা Trade শিখতে হত : যেমন প্রেরিত পৌল তাঁবু বানানোর কাজ জানতেন । অধিকাংশ যীশুর শিষ্যেরা জেলে ছিল যেখানে ব্যবহারিক দক্ষতা প্রয়োজন ছিল। প্রভু যীশুর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল । তিনি পালক পিতা যোষেফের পেশা বেছে নিলেন ঈশ্বর যেমন তৈরী করেন তদ্রূপ তিনি যেন তৈরীর কাজ বেছে নিলেন । প্রকৃতপক্ষে, তিনি বিশ্বাসীদের জীবন তৈরী করেন । তিনি জানেন কিভাবে আমাদের জীবন তৈরী করতে হবে কারণ তিনি জীবনের আদিকর্তা ( প্রেরিত ৩:১৫)।
প্রভু যীশু কি তৈরী করেছেন ও করেন :

🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️

প্রথমত: প্রভু যীশু সমস্ত কিছুই তৈরী করছেন : প্রকৃতি, অতিপ্রাকৃতিক,সমস্ত বস্তু ,আত্মিক ও অদৃশ্য জগতসহ সমস্ত কিছুই। কেননা পবিত্র শাস্ত্র আমাদের জানায় ,
"স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য যাহা কিছু আছে, সিংহাসন হউক, কি প্রভুত্ব হউক, কি আধিপত্য হউক, কি কর্তৃত্ব হউক, সকলই তাঁহার দ্বারা ও তাঁহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে;আর তিনিই সকলের অগ্রে আছেন, ও তাঁহাতেই সকলের স্থিতি হইতেছে।"
[কলসীয় ১:১৬,১৭]

প্রভু যীশু যা তৈরী করেছেন তা স্হিতিতে রাখছেন।
২য়তঃ এখন যীশুর কাজ আপনাকে তৈরী করা :
🌎🛑🔶️প্রভু যীশুর জন্ম হয়েছে তৈরী করার জন্য :

প্রভু যীশু কিভাবে আমাদের জীবন তৈরী করেন ?
একজন গাঁদকের কাজ পরিকল্পনা করা, furnish করা, গঠন করা , তৈরী করা ,প্রস্তুত করা , স্হাপণ করা , বিভিন্ন সৌন্দর্যে অলংকরণ করে উপস্থাপন করা । প্রভু যীশু তাঁর মন্ডলী ও তাঁর প্রজাদের জন্য আত্মিকভাবে একই কাজ করছেন ।

অধিকন্তু, আমাদের জীবনটা মরা গাছ বা পাথরের মত কারণ আমরা পাপে মৃত ছিলাম। পবিত্র বাইবেল আমাদের বলে ,
"আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদিগকেও জীবিত করিলেন;" (ইফিষীয় ২:১)।

🛑🌏🛑তা কিভাবে ?

প্রভু যীশু তাঁর মৃত্যু ও পুনরুত্থানের দ্বারা আমাদের নতুন সৃষ্টি করেছেন যেন তাঁর সাক্ষাতে অনন্তজীবন জীবিত থাকতে পারি।
ঈশ্বরের তাঁর মহা অনুগ্রহে আমাদের নতুন জীবন দিয়ে নতুন কিছু তৈরী করছেন যেন তাঁর কাজের জন্য উপযুক্ত করা হয়। জাগতিক ভাবে দেখি ঘর বা আসবাবপত্র তৈরীর জন্য অনেক মাপ আছে । তদ্রূপ তিনি জানেন আপনাকে কি বানাবেন।
তিনি আমাদের জীবন ব্যবহার উপযোগীর জন্য অনেক কিছু করেন । তিনি প্রয়োজন অনুসারে কাটেন, পরিষ্কার করেন , মসৃণ করেন যার সাথে আমাদের জীবনে তাঁর শাসন , দুঃখভোগ ও কষ্ট জড়িত যেন সেই চরিত্র ধারণ করি ।

৩য়তঃ প্রভু স্বর্গে গেছেন স্হান প্রস্তুত করতে : নিস্তার পর্বের ভোজ পালন করার সময় ক্রুশে জীবন দানের পূর্বের রাতে প্রভু যীশু শিষ্যদের বলেছিলেন ,

"আমার পিতার বাটীতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত, তোমাদিগকে বলিতাম; কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি।" (যোহন ১৪:২)। তিনি কিভাবে তা করছেন তা হয়ত জানিনা তবে তিনি তাঁর শিষ্যদের জন্য স্হান প্রস্তুত করছেন যেন তারা তাঁর সাথে অনন্তকালীন ভাবে থাকতে পারেন ।

৪র্থতঃ তিনি তাঁর কৃত মন্ডলীকে তৈরী করছেন : খ্রীষ্ট প্রতিজ্ঞা করেছেন তিনি মন্ডলী স্হাপন করবেন । ( মথি ১৬:১৮)। তিনিই মন্ডলীর কোণের পাথর ( ১ পিতর ২:৬)। খ্রীষ্ট বিশ্বাসীদের এর উপর গড়ে তুলা হচ্ছে যেন বিশ্বাসীরা আত্মিক বলি উৎসর্গ করিতে পারে। (১ পিতর ২:৫)। তিনিই মন্ডলীর মস্তক( ইফি ৪:১৬)।
প্রয়োগ : ঈশ্বর জানে কে তাঁর লোক ( ২ তীম ২: ১৯) । আপনি যদি মনে করেন আপনি তাঁর লোক মনে করেন , তাঁর নামে ডেকে থাকেন তবে নিজেকে অধার্মিকতা থেকে দূরে রাখতে হবে ও মন্দতা থেকে শূচি হতে হবে যেন তাঁর রাজ্যে ব্যবহৃত হতে পারেন। প্রভুর বাক্য এ কথা বলে ,

"অতত্রব যদি কেহ আপনাকে এই সকল হইতে শুচি করে, তবে সে সমাদরের পাত্র, পবিত্রীকৃত, কর্তার কার্যের উপযোগী, সমস্ত সৎক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে।" ( ২ তীমঃ২:২১)। এখন নিজেকে এখন প্রশ্ন করা উচিত আমরা কোন অবস্থানে আছি । যদি কোন বাধাজনক পাপ থাকে তা ফেলে সামনে যেতে হবে( ইব্রীয় ১২:১)।

উপসংহার: প্রভু যীশু জগতের পেশা হিসেবে কাঠ মিস্ত্রির কাজকে বেছে নিয়েছিলেন যেন একই ধারায় জাগতিক থেকে আত্মিক গাঁথকের কাজ করতে পারেন। প্রভু যীশুর যেমন সৃষ্টিকর্তা তেমনি প্রতিটি বিশ্বাসীদের গঠনকর্তা। বিশ্বাসীদের জীবনে এই গঠন প্রক্রিয়া অনেক সময় কঠিন যা ভাল লাগার নয় তবুও জীবিত বিশ্বাসী হিসাবে তাঁর প্রভুত্ব স্বীকার করে এগিয়ে যেতে হবে ।। আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন. 
Lord-Jesus-The-carpenter-from-the-woodworker

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া