অন্য যীশুকে, অন্য আত্মা ও সুসমাচার চিনে রাখুন:

মনে রাখবেন ভ্রান্ত শিক্ষকরা বিশ্বাসীদের কাছে সবসময়ই পূর্ব থেকেই অন্য যীশুকে প্রচার করছে যা শয়তানের কাজ যা সৃষ্টির শুরু থেকেই স্বক্রিয়।
প্রেরিত পৌল করিন্থীয় মন্ডলীর বিশ্বাসীদের সাবধান করেছিলেন অন্য যীশু সম্পর্কে যেন সাবধান হয়।
"কারণ আমরা যে যীশুর কথা প্রচার করেছি তিনি ছাড়া অন্য কোন যীশুর কথা কেউ যদি এসে প্রচার করে, কিম্বা যে আত্মা তোমরা পেয়েছ তাছাড়া #অন্য কোন /আত্মার কথা বলে অথবা যে সুসমাচার তোমরা গ্রহণ করেছ, তাছাড়া অন্য কোন সুসমাচার প্রচার করে, তোমরা তো দেখি বেশ ভালভাবেই তাকে মেনে নাও।
করিন্থীয় মণ্ডলীর কাছে প্রেরিত শিষ্য পৌলের দ্বিতীয় পত্র 11:4 BCL
এখন দেখি পবিত্র বাইবেলের যীশু, যা অন্য যীশুকে চিনতে সাহায্য করবে।।
🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴
প্রথমতঃ পবিত্র বাইবেলের যীশু যিনি অনন্তকালীন বাক্য যিনি ঈশ্বর মানুষ হয়েছেন ( যোহন ১:১,১৪)
দ্বিতীয়ত: সত্য কথা বলতে সাহায্য করেন ও ভালবাসেন ( যোহন ৪ঃ১-৩৮)
তৃতীয়ত : স্বর্গীয় সম্পত্তির দিকে দৃষ্টি দিতে নির্দেশ দেয়। ( মথি ১৯ঃ২১)
চতুর্থতঃ পাপ, বিচার ও নরক সম্পর্কে সাবধান করে ( মথি ৫:২৯)
পঞ্চমত: অনুতাপের আজ্ঞা দেয়( ৪: ১৭)
ষষ্ঠত: পরিত্রাণ,ক্ষমা,নতুন আশা,শান্তি ও আনন্দ দান করেন ( যোহন ১৫:৯-১৭, ১৪:১-১৪,২৭)
সপ্তমত: জগত কতৃক ঘৃণিত ও তুচ্ছীকৃত (যোহন ১৫:১৮)
অষ্টমত: পাপকে ঘৃণা করেন ও পাপ উন্মোচন করেন (যোহন ৩:১৮-২১)
নবমত: স্বর্গীয় কতৃত্বে আদেশ করেন (মার্ক ৫:১-২০)
দশমত: অনেক বিশ্বাসীরা অত্যাচারিত হবে (মথি ১০:২২)
এগার: যীশু নামের জন্য বিচ্ছিন্নতা আসবে( লূক ১২ঃ৪৯-৫০)
বার: পিতা ঈশ্বরের ইচ্ছাকে উন্নত করেন (যোহন ৬ঃ৩৬)
তেরঃ মিথ্যা ও ভন্ড ভাববাদীর আগমন সম্পর্কে সাবধান করে (মথি ২৪:২৪)
চৌদ্দ: ধর্মীয় অন্ধতা ও ভন্ডামীকে চরমভাবে অনুযোগ করে (মথি ২৩ঃ১-৩৯)
পনের: নিজেকে অস্বীকার করতে বলেন ; মথি ১৬ঃ২৪
ষোল: অন্য যীশুর শিক্ষা, যীশু ঈশ্বরের পুত্র অস্বীকার করবে ( মথি ১৬ঃ১৬, ১ যোহন ৪ঃ১৫)
সতের: অন্য যীশু প্রভু যীশুর ক্রুশীয় মৃত্যু যা পরিত্রাণ কার্য সমপন্ন করে তা অস্বীকার করবে(মথি ১৬:২২,২৩)
আঠার : অন্য যীশু, খ্রীষ্টের পুনরুত্থান অস্বীকার করবে ( ১ করি:১৫ )
উনিশঃ প্রকৃত যীশু শেষ বিচারক হিসাবে আসবেন( প্রেরিত ১৭:৩১)
বিশঃ প্রকৃত যীশুর হাতে মৃত্যু ও নরকের চাবি আছে( প্রকাশিত বাক্য ১ঃ১৮)
উপসংহারঃ প্রকৃত যীশুর সাথে অন্য যীশুর পার্থক্য অনেক। এখানে কিছু প্রকৃত যীশুর সাথে অন্য যীশুর পার্থক্য পবিত্র বাইবেল থেকে সংক্ষেপে আলোচনা করা হল যা খ্রীষ্ট বিশ্বাসীদের প্রকৃত ও অন্য যীশু সম্পর্কে জানতে ও চিনতে সাহায্য করবে।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন. 

onno-jishuke-onno-atta-ke-o-onno-susomachar-chine-rakhun

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া