যীশুকে আপনার ব্যক্তিগত উদ্ধারকর্তা বলে গ্রহণ করার মানে কি?

প্রশ্ন: যীশুকে আপনার ব্যক্তিগত উদ্ধারকর্তা বলে গ্রহণ করার মানে কি?

উত্তর: 
আপনি কি যীশুকে আপনার ব্যক্তিগত উদ্ধারকর্তা বলে গ্রহণ করেছেন? এই প্রশ্ন ভালভাবে বুঝতে হলে আপনাকে অবশ্যই প্রথমে “যীশু খ্রীষ্ট”, “ব্যক্তিগত” এবং “উদ্ধারকর্তা” এই তিনটি শব্দের অর্থ বুঝতে হবে।
যীশুকে আপনার ব্যক্তিগত উদ্ধারকর্তা বলে গ্রহণ করার মানে কি?


যীশু খ্রীষ্ট কে? অনেক লোকই আছেন যারা যীশু খ্রীষ্টকে একজন ভাল লোক, একজন মহান শিক্ষক, এমন কি ঈশ্বরের একজন নবী (ভাববাদী) বলে স্বীকার করেন। নিশ্চিতভাবে এই সবই যীশুর বিষয়ে সত্যি, কিন্তু তবু এগুলোতেও যীশু যে সত্যিকারভাবে কে, তা পুরোপুরি নির্ভুলভাবে বলা হয় নাই। পবিত্র বাইবেল বলে, যীশু হচ্ছেন মাংসে আগত ঈশ্বর, মানুষের দেহে ঈশ্বর (যোহন ১:১, ১৪ দ্রষ্টব্য)। ঈশ্বর এই পৃথিবীতে আমাদের শিক্ষা দিতে, আরোগ্য করতে, সংশোধন করতে, পাপ ক্ষমা করতে এবং আমাদের জন্য জীবন দিতে আসলেন! যীশু খ্রীষ্ট হচ্ছেন ঈশ্বর, সৃষ্টিকর্তা, সার্বভৌম ক্ষমতাধারী প্রভু। এই যীশুকে আপনি কি গ্রহণ করেছেন?

একজন উদ্ধারকর্তা মানে কি এবং আমাদের একজন উদ্ধারকর্তা দরকার কেন? পবিত্র বাইবেল বলে, আমরা সকলেই পাপ করেছি; আমরা সকলেই মন্দ কাজ করেছি (রোমীয় ৩:১০-১৮)। আমাদের পাপের ফলে, আমরা ঈশ্বরের ক্রোধ ও বিচার পাবার যোগ্য হয়েছি। অসীম এবং অনন্তকালীন ঈশ্বরের বিরুদ্ধে পাপ করার জন্য ন্যায্য পাওনা হচ্ছে অনন্ত শাস্তি (রোমীয় ৬:২৩; প্রকাশিত বাক্য ২০:১১-১৫)। এই কারণেই একজন উদ্ধারকর্তা আমাদের দরকার!

যীশু খ্রীষ্ট এই পৃথিবীতে আসলেন এবং আমাদের জায়গায় নিজেই মৃত্যুবরণ করলেন। আমাদের পাপের জন্য মূল্য দিতে যীশুর মৃত্যু ছিল অনন্তকালীন বেতন (জরিমানা) পরিশোধ (২ করিন্থীয় ৫:২১)। যীশু আমাদের পাপের জন্য বেতন (জরিমানা) দিতে মৃত্যুকে বরণ করেন (রোমীয় ৫:৮)। যীশুই বেতন (জরিমানা) দিলেন বলে আমাদের আর দিতে হবে না। মৃত্যু থেকে তাঁর পুনরুত্থান প্রমাণ করে যে, আমাদের পাপের বেতন (জরিমানা) পরিশোধের জন্য তাঁর মৃত্যুই যথেষ্ট। সেইজন্যই যীশু হচ্ছেন একজন, মাত্র একজন উদ্ধারকর্তা (যোহন ১৪:৬; প্রেরিত ৪:১২)! আপনি কি যীশুকে আপনার উদ্ধারকর্তা বলে বিশ্বাস করেন?

যীশু কি আপনার “ব্যক্তিগত উদ্ধারকর্তা” হয়েছেন? অনেক লোকই মনে করে থাকে, খ্রীষ্টিয়ান ধর্ম মানে গীর্জায় যাওয়া, আনুষ্ঠানিকতা পালন করা, অথবা নির্দিষ্ট কিছু পাপ না করা। এটা কিন্তু খ্রীষ্টিয়ান ধর্ম নয়। সত্যিকার খ্রীষ্টিয়ান ধর্ম মানে যীশু খ্রীষ্টের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখা। যীশুকে আপনার ব্যক্তিগত উদ্ধারকর্তা বলে গ্রহণ করা মানে, তাঁর উপরে আপনার ব্যক্তিগত বিশ্বাস ও নির্ভরতা রাখা। কেউই অন্যদের বিশ্বাসের জন্য নিজে উদ্ধার পেতে পারে না। কেউই কিছু ভাল কাজ করলেই পাপ ক্ষমা পেতে পারে না। ব্যক্তিগতভাবে যীশুকে আপনার উদ্ধারকর্তা বলে গ্রহণ করা, তাঁর মৃত্যুকে আপনার পাপের বেতন বলে বিশ্বাস করা এবং তাঁর পুনরুত্থান আপনার জন্য অনন্ত জীবনের নিশ্চয়তা- হচ্ছে উদ্ধার পাবার একমাত্র উপায় (যোহন ৩:১৬)। এখন যীশু কি আপনার ব্যক্তিগত উদ্ধারকর্তা?

আপনি যদি যীশু খ্রীষ্টকে ব্যক্তিগত উদ্ধারকর্তা বলে গ্রহণ করতে চান, তাহলে ঈশ্বরের কাছে এই কথাগুলো বলুন। মনে রাখবেন, এই প্রার্থনা বললে বা অন্য কোন প্রার্থনা বললেই আপনি উদ্ধার পাবেন না। শুধুমাত্র যীশুর উপরে এবং ক্রুশের উপরে তাঁর কৃত শেষ কাজের উপরে বিশ্বাস করে আপনি পাপ থেকে উদ্ধার পেতে পারেন। এই প্রার্থনাটি ঈশ্বরের কাছে আপনার বিশ্বাসকে প্রকাশ করার এবং তিনি আপনাকে পরিত্রাণ বা উদ্ধার করেছেন বলে তাঁকে ধন্যবাদ জানানোর একটা সোজা পথ। ‘ঈশ্বর, আমি জানি আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি; সেজন্য শাস্তি আমার পাওনা। কিন্তু যীশু খ্রীষ্ট আমার পাওনা শাস্তি নিজেই নিয়েছেন যেন তাঁকে বিশ্বাস করে আমি ক্ষমা পেতে পারি। আপনার দেওয়া ক্ষমা আমি পেয়েছি এবং উদ্ধার পাবার জন্য আপনার উপরে বিশ্বাস করছি। আমি যীশুকে আমার ব্যক্তিগত উদ্ধারকর্তা বলে গ্রহণ করছি! আপনার অতুলনীয় অনুগ্রহ ও ক্ষমার জন্য- এবং দান হিসাবে অনন্ত জীবন দেবার জন্য আপনাকে ধন্যবাদ! আমেন!’

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া