প্রভু যীশুর বিচার ও ক্রুশে।রে।পনের সম্ভাব্য সময়সূচি জেনে রাখা ভাল

সকাল 4:00- 6:00= মহাযাজক কায়াফা ও অনানীয়ের সামনে বিচার:
(Matthew 26:57–68; Mark 14:53-65; Luke 22:66–70; John 18:12–28)
সকাল 6:00 -8:00 পীলাত ও হেরে।দের সামনে বিচার
(Matthew 27:1–26; Mark 15:1–15; Luke 23:1–25; John 18:28–19:16)
সকাল 8:00 -8:30 যীশুর ক্রুশ বহন কুরণীয় শিমনের সহায়তায়
(Matthew 27:27–32; Mark 15:16–22; Luke 23:26–33; John 19:16–17)
সকাল 9:00 যীশুকে ক্রুশবিদ্ধ করা হয় গলগথায়
যিহূদীদের সময় শুরু সকাল 6:00 ,
তিন ঘটিকা মানে সকাল 9:00 টা
(Matthew 27:35; Luke 23:33; John 19:18–22)
সকাল 9:00 -9:30 যীশুর কাপড়ের লটারী করা হয়। যীশু শত্রুদের জন্য প্রার্থনা করেন ।
(Matthew 27:35; Mark 15:24; Luke 23:34; John 19:23–24)
সকাল 9:30 -11:00
সৈন্যরা যীশুকে নিয়ে হাসি ঠাট্টা করে এবং বলে
"সে নিজেকে রক্ষা করতে পারে না । ক্রুশ থেকে নেমে আয় --ঈশ্বরের পুত্র "
(Matthew 27:36–43; Mark 15:29–32; Luke 23:35–38)
সকাল 11:00 থেকে দুপুর 12:00
ক্রশারে।পিত ডাকাতদের সাথে কথা বলেন।
অনুতপ্ত ডাকাত যীশুকে স্মরণ করতে বলেন ।
যীশু তাঁর মা মরিয়ম ও শিষ্য যে।হনের সাথে কথা বলেন।
(Matthew 27:38–44; Luke 23:39–43; John 19:25–27)
দুপুরে তিন ঘন্টা অন্ধকারে দেশ
( 12:00 -3:00 )
9 ঘটিকা পর্যন্ত মানে বিকাল 3:00 পর্যন্ত
(Matthew 27:45; Mark 15:33)
এই সময় ভূমিকম্প, মন্দিরের পর্দা ছিড়ে যায় ও যীশু পিপাসিত হে।ন
(Matthew 27:51–54; Mark 15:38; Luke 23:45; Matthew 27:46–50; Mark 15:33–37; Luke 23:35–38; John 19:29)
বিকাল 3:00 টায় যীশু মারা যান
তার পূর্বে যীশু বলেছেন,
ঈশ্বর আমার , ঈশ্বর আমার কেন তুমি পরিত্যাগ
করিয়াছ, আমার পিপাসা পাইয়াছে, আত্মা সমর্পণ করে যীশু প্রাণ ত্যাগ করেন ।
(Matthew 27:46; Mark 15:34–39; Luke 23:46; John 19:30)
************
পরে যীশুর মৃত্যু নিশ্চিত করা হয় শতপতির একজন সৈন্যের বর্শার আঘাতে ।
তারপর আরিমাথিয়ার যোসেফের ও যিহূদী অধ্যক্ষ নীকদীমের দ্বারা যীশুর সমাধি হয় ।
যীশুর কবর বড় পাথর দ্বারা মুদ্রাংকিত করে পাহারাদার বসান হয়।
Crucified-time

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া