ঈশ্বরের মধুরভাব তুচ্ছ করবেন না
ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন তাঁর কাছে ফিরে আসার জন্য, ভ্রান্ত পথে চলার জন্য না।
অসার পথ থেকে সত্য ঈশ্বরের দিকে ফিরে আসুন। আপনার প্রতি তাঁর মধুর ভাব তুচ্ছ করবেন না । কেননা প্রভুর বাক্য আমাদের চেতনা দেয়,
"অথবা তাঁহার মধুর ভাব, ধৈর্য ও চিরসহিষ্ণুতারূপ ধন কি হেয়জ্ঞান করিতেছ? ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মনপরিবর্তনের দিকে লইয়া যায়, ইহা কি জান না?
কিন্তু তোমার কঠিন ভাব এবং অপরিবর্তনশীল চিত্ত অনুসারে তুমি নিজের জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ, যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায়বিচার-প্রকাশের দিনে আসিবে;"
(রোমীয় ২:৪,৫)
কিন্তু তোমার কঠিন ভাব এবং অপরিবর্তনশীল চিত্ত অনুসারে তুমি নিজের জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ, যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায়বিচার-প্রকাশের দিনে আসিবে;"
(রোমীয় ২:৪,৫)
ক্রোধ থেকে বাঁচার উপায় ?
🌏🛑🌏🛑🌏🛑🌏🛑🌏🛑🌏🛑
🌏🛑🌏🛑🌏🛑🌏🛑🌏🛑🌏🛑
ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচার জন্য ঈশ্বর নিজেই তাঁর পুত্র যীশুর মধ্য দিয়ে ব্যবস্থা করেছেন । আর তা হলো প্রভু যীশুর প্রায়শ্চিত্ব বলিদান যা ঈশ্বরের ক্রোধকে শান্ত করেছে ( রোমীয় ৩:২২-২৮)। ঈশ্বর এই বলিদান গ্রহণ করেছেন তার প্রমাণ প্রভু যীশু খ্রীষ্টের পুনরুত্থান যার দ্বারা আমরা ধার্মিক গণিত হই ( রোমীয় ৪:২৫)। এই অনুগ্রহ দান প্রতিটি মানুষকে গ্রহণ করার জন্য ঈশ্বর তাঁর ভক্ত দাসদের মধ্য দিয়ে নিমন্ত্রন দেওয়া হচ্ছে। ঈশ্বর চায় না আপনি ধ্বংস হয়ে যান । কেননা প্রভুর বাক্য আমাদের জানাচ্ছে,
🔶️🔷️🔶️ "প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন- যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে- কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসহিষ্ণু; কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মনপরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পারে, এই তাঁহার বাসনা।"
(২ পিতর ৩:৯)।
(২ পিতর ৩:৯)।
তাই আজকে অসারতার পথ বর্জন করুণ, মনপরিবর্তনে তাঁর কাছে ভিরুন।।
Comments
Post a Comment