আপনি না করলে আরেক জন করবে আপনার কাজ

\✝এলিয় ভাববাদী অনেক পরাক্রমশালী ভাববাদী ছিলেন। ঈশ্বর তাঁর মধ্য দিয়ে অনেক বড় বড় আশ্চর্য কাজ করেছেন । জীবনে অনেক বড় চ্যালেঞ্জ গ্রহণ করে ছিলেন বিশেষ করে আহাব রাজার স্ত্রী রাণী ঈষেবেলের পালিত ভ্রান্ত নবীদের বিরুদ্ধে।
কিন্তু পরবর্তীতে তিনি রাণী ঈষেবেলের ক্রোধের পাত্র হন। রাণী তাঁকে হত্যার হুলিয়া জারি করেন। তাতে ভাববাদী এলিয় অত্যন্ত ভয় পেয়ে মরুভূমিতে চলে গিয়ে ঈশ্বরের কাছে মৃত্যু কামনা করে বলেছিলেন,
" এই যথেষ্ট; হে সদাপ্রভু, এখন আমার প্রাণ লও, কেননা আপন পিতৃপুরুষদের হইতে আমি উত্তম নহি।"
(১ রাজাবলী ১৯:৪)
পরে তিনি স্বর্গদূতের দেওয়া খাবার খেয়ে ৪০ দিন রাত হেঁটে ঈশ্বরের পবিত্র পর্বতে উপস্থিত হয়। ঈশ্বর তার পরিবর্তে ইলিশায়কে ভাববাদী পদে নিযুক্ত করার আদেশ দেন।
লক্ষ্যণীয় বিষয় হচ্ছে:
ভাববাদী এলিয় ভাববাদী হিসেবে কাজ করার জন্য অব্যাহতি চেয়েছিলেন । ঈশ্বর তাঁর প্রার্থনা শুনেছিলেন । ঈশ্বর এলিয় ভাববাদীর পরিবর্তে ইলিশায়কে ভাববাদী পদে নিযুক্ত করেন।
আরও লক্ষ্যণীয় বিষয় হচ্ছে: এলিয় ভাববাদী ১৬ টি আশ্চর্য কাজ করেছিলেন কিন্তু ইলিশায় ভাববাদী ৩২ টি আশ্চর্য কাজ করে ছিলেন । তার অর্থ, ইলিশায় ভাববাদী দ্বিগুণ আশ্চর্য কাজ করেছিলেন।
শিক্ষণীয় বিষয় হচ্ছে, আপনি যদি ঈশ্বর প্রদত্ত কাজ যদি না করেন আরেক জন করবেন , এমনকি আপনার চেয়ে বেশি ভালো করবেন। সেই জন্য আপনি যে কাজই করুন না কেন প্রভুর কাজ মনে করেই করুন,
"যাহা কিছু কর, প্রাণের সহিত কার্য কর, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া কর;"
(কলসীয় ৩:২৩)
উদাহরণ স্বরূপ, আপনি যদি চাকুরী করেন বিশ্বস্ত ভাবেই করেন, ব্যবসা করলে ঈশ্বরীয় নীতিমালার আলোকে করেন , সেবা করলে খ্রীষ্টের মন নিয়েই করেন , পালকীয় কাজ করলে প্রেরিত শিষ্যদের মতোই করেন প্রভুর কাজ মনে করেই করেন । তা না হলে আপনার কাজ ঈশ্বর কেড়ে নিয়ে অন্যকে দিবেন যারা সেই কাজ বিশ্বস্ত ভাবে করবে ।
উপসংহার: ঈশ্বর এ পৃথিবীতে আমাদের নির্দিষ্ট কাজ করার উদ্দেশ্যে জন্ম নিতে সাহায্য করেছেন । প্রতিটি কাজ ঈশ্বরের কাছে সমান : সেই প্রভিডেন্ট হউক বা মেতর হউক। যে কাজই করি না তা যেন প্রভুর কাজ হিসেবে মনে করে করি। ঈশ্বর আমাদের তাঁর প্রদত্ত দয়া অনুসারে আমাদের কাজ গুলো সঠিক ভাবে করার শক্তি দান করুন । আমেন।।
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন. 
If-you-dont-another-person-will-do-your-job

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া