♥️ রক্ত দিয়ে যীশু কিনেছেন আমায় ♥️
ভূমিকা : আমার শিশুকালে প্রথমে যে সকল গান আমি পরিবার ও মন্ডলী থেকে শিখেছিলাম, তার মধ্যে অন্যতম গান ছিল , " 🛑রক্ত দিয়ে যীশু কিনেছেন আমায় , দাবী নেই কারও আর, দাবী নেই কারও আর, আমি যে তাঁর , আমি যে তাঁর, আমি যে তাঁর ।"🛑
কত অপূর্ব গান! যে গানে খ্রীষ্টীয় বিশ্বাসের মূল শিক্ষা মুক্তি বা পরিত্রাণ অত্যন্ত নিপুণতায় বর্ণনা করা হয়েছে । যার অর্থ প্রভু যীশু তাঁর জীবনের বিনিময়ে তাঁর প্রজাদের তাঁর রক্ত দিয়ে কিনে নিয়েছেন যা ধর্মতাত্ত্বিক পরিভাষায় Redemption অর্থাৎ মুক্তি বা উদ্ধার বলে। আমার মনে রাখা প্রয়োজন যে, খ্রীষ্টধর্ম হচ্ছে a religion of redemption বা মুক্তির ধর্ম । আজকে আমরা মুক্তি বা উদ্ধার নিয়ে সংক্ষেপে আলোচনা করব ।
ঈশ্বরের ভালবাসাই মুক্তির কারণ :
Redemption বা মুক্তির সাথে প্রভু যীশুর ক্রুশে কৃত প্রায়শ্চিত্ব বলিদান জড়িত। মানুষের প্রতি ঈশ্বরের ভালবাসাই এই মহাদান প্রদান করা হয়েছে যেন মানুষ বিনষ্ট না হয় কিন্তু তাঁকে বিশ্বাসের মধ্য দিয়ে যেন অনন্ত জীবন লাভ করে (যোহন ৩:১৬)।
প্রভুর বাক্য এই কথা বলে ,
Redemption বা মুক্তির সাথে প্রভু যীশুর ক্রুশে কৃত প্রায়শ্চিত্ব বলিদান জড়িত। মানুষের প্রতি ঈশ্বরের ভালবাসাই এই মহাদান প্রদান করা হয়েছে যেন মানুষ বিনষ্ট না হয় কিন্তু তাঁকে বিশ্বাসের মধ্য দিয়ে যেন অনন্ত জীবন লাভ করে (যোহন ৩:১৬)।
প্রভুর বাক্য এই কথা বলে ,
"কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাঁহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন; কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রীষ্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন।" (রোমীয় ৫:৮)।
তারপর আরও দেখতে পাই ,
"ইহাতেই প্রেম আছে; আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম, তাহা নয়; কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন, এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন।"
(১ যোহন ৪:১০)
অর্থাৎ পাপী মানুষের প্রতি ঈশ্বরের ভালবাসাই যীশুর রক্ত পাতিত হওয়ার কারণ।
যীশুর রক্তের অর্থ কি ?
খ্রীষ্টের রক্তের সাথে আমাদের মুক্তি সম্পর্কযুক্ত। পবিত্র বাইবেল আমাদের এ সম্পর্কে স্মরণ করিয়ে দেয় ,
"তোমরা ত জান, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলীক আচার-ব্যবহার হইতে তোমরা ক্ষয়ণীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা, মুক্ত হও নাই,কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকস্বরূপ খ্রীষ্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ।"
[১ পিতর ১:১৮-১৯]
🛑রক্ত কেন ?
রক্তই হচ্ছে, প্রায়শ্চিত্ত সাধনের একমাত্র পথ কেননা প্রভুর বাক্য এই কথা বলে,
"কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে, এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে আমি তাহা বেদির উপরে তোমাদিগকে দিয়াছি; কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত-সাধক।"
(লেবীয় ১৭:১১)
(লেবীয় ১৭:১১)
খ্রীষ্টের রক্ত সম্পর্কে বলতে গিয়ে Wayne Grudem বলেন , The blood of Christ is the clear outward evidence that his life blood was poured out when he died a sacrificial death to pay for our redemption--"
মূল কথা হলো, খ্রীষ্টের রক্ত হচ্ছে তাই , যা আমাদের মুক্তির মূল্য পরিশোধের জন্য পাতিত হয়েছে যখন তিনি বলিদানের জন্য মৃত্যু বরণ করেছেন যা বাহ্যিক স্পষ্ট প্রমাণ - "
মুক্তি বা উদ্ধার কি ?
একজন পাপী যিনি পাপ ও পাপের দাসত্বের এবং শয়তানের কাছে আদমের পাপের কারণে বন্দি। এখান থেকে মুক্ত হওয়ার মত পাপীর সেই যোগ্যতা , ধার্মিকতা ও সৎ জীবন নেই। সে কারণে বাহ্যিক শক্তি বা ক্ষমতা প্রয়োগ দরকার যা একমাত্র ঈশ্বরের আছে। ঈশ্বর তাঁর মহাদয়ানুসারে পাপীর মুক্তির ব্যবস্থা করেছেন তাঁর পুত্র প্রভু যীশুর মধ্য দিয়ে ।
প্রভুর বাক্য এভাবে নিশ্চয়তা দেয় ,
প্রভুর বাক্য এভাবে নিশ্চয়তা দেয় ,
" খ্রীষ্ট যীশু, তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন; এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য;" (১ তীম: ২:৬ )
মুক্তি কেন প্রয়োজন :
যেহেতু আমরা পাপী হিসাবে পাপ ও শয়তানের কাছে বন্দি, সে কারণে আমাদের এমন একজন প্রয়োজন যিনি আমাদের সেই বন্দিত্ব থেকে মুক্ত করবে। যখন আমরা মুক্তির কথা বলি , এর সাথে মুক্তির মূল্য চলে আসে। মুক্তির মূল্য তাই যা বন্দিত্ব থেকে মুক্তির মূল্য পরিশোধের মূল্য । প্রভু যীশু বলেছেন ,
"কারণ বাস্তবিক মনুষ্যপুত্রও পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন।" [মার্ক ১০:৪৫]
"কারণ বাস্তবিক মনুষ্যপুত্রও পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন।" [মার্ক ১০:৪৫]
তাহলে মুক্তির মূল্য কি ?
JOHN MURRAY তাঁর Redemption পুস্তকে
বলেছেন , " - ransom is the securing of a release by payment of a price ." মুক্তিপণ হচ্ছে মুক্তি লাভের জন্য প্রদত্ত মূল্য যা মুক্তি নিশ্চিত করে।
মুক্তির মূল্যের কথা সেখানেই আসে যেখানে কেউ বন্দি অবস্থায় আছে । এই বন্দিত্বের বিভিন্ন ধরণ আছে :
বলেছেন , " - ransom is the securing of a release by payment of a price ." মুক্তিপণ হচ্ছে মুক্তি লাভের জন্য প্রদত্ত মূল্য যা মুক্তি নিশ্চিত করে।
মুক্তির মূল্যের কথা সেখানেই আসে যেখানে কেউ বন্দি অবস্থায় আছে । এই বন্দিত্বের বিভিন্ন ধরণ আছে :
যেমন :
ব্যবস্থার অভিশাপের দাসত্ব থেকে মুক্তি (গালাতীয় ৩:১৩)
আনুষ্ঠানিক বা Ceremonial ব্যবস্থা থেকে মুক্তি (গালাতীয় ৪:৪,৫)
ব্যবস্থার কাজ থেকে মুক্তি দিয়েছেন (রোমীয় ৫:১৯)।
তারপরে খ্রীষ্ট আমাদের মুক্ত করেছেন :
পাপ থেকে (১ করি: ১৫:৫৬)
পাপ থেকে (১ করি: ১৫:৫৬)
পাপের শক্তি থেকে (রোমীয় ৬:১-১০, ২ করি:৫:১৪,১৫ ; ইফি ২:১-৭, কলসীয় ৩:১-৪, ১ পিতর ৪:১,২)
শয়তানের কার্য ও দাসত্ব থেকে মুক্তি (যোহন ১২:৩১, কলসীয় ২:১৫)
মুক্তি লাভের পরবর্তী জীবন : একজন মুক্তি প্রাপ্ত স্বাধীন বিশ্বাসী হিসাবে পবিত্র জীবন যাপনের কোন বিকল্প নেই। প্রভু যীশুর রক্তে ধৌত হয়ে তাঁরই গুণগান করা উচিত তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। নিজ দেহকে জীবিত ও পবিত্র হিসাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করা উচিত (রোমীয় ১২:১,২)। মুক্তির বাণী সবার কাছে প্রচার ও সাক্ষ্য দেওয়া বাঞ্ছনীয় । মানুষের প্রতি উপকারের কার্য যেন ভুলে না যাই।
উপসংহার: ছোট একটি গান তবুও এর মাঝে আছে মুক্তির প্রাণ। প্রকৃতপক্ষে, রক্ত দিয়ে যীশু কিনেছেন আমায়। খ্রীষ্ট বিশ্বাসীদের জীবনে শয়তানের কোন দাবী নেই। কখনও খ্রীষ্টের কাছ থেকে কেড়ে নিতে পারবে না কারণ তিনি সেই মূল্য পরিশোধ করেছেন। তাই মুক্তির আনন্দে তাঁরই পথ অনুসারে চলি যা উপরে সংক্ষেপে আলোচনা করা হয়েছে ।। আমেন ।।
Comments
Post a Comment