"ধনাসক্তি সমস্ত মন্দের মূল " কেন ?
আমার বন্ধু আমাকে অনুরোধ করেছেন যেন ধনাসক্তি বা লোভ নিয়ে একটি আর্টিকেল লিখি । তিনি আরও বলেছেন লোভের কারণে মানুষ ঈশ্বর থেকে দূরে সরে যায় । আমার বন্ধু যথার্থ সত্য কথা বলেছেন । আমি তার সাথে একমত হয়েই ধনাসক্তি বিষয় টি একটু বিন্যাস করব। সাধুপৌল তীমথিযকে লিখেছিলেন ধনাসক্তি সমস্ত মন্দতার একটা মূল ।( 1 Timothy 6:10). কথাটা কত সত্য তা ভাষায় বুঝানো সম্ভব না।
যাই হোক আমরা প্রেক্ষাপট আগে থেকে দেখব ।
প্রেক্ষাপট :-- সাধুপৌল যখন তীমথিযকে চিঠি লিখেন তখন তীমথিয ইফিষ শহরে পালকিয় দায়িত্বে নিয়োজিত ছিলেন । সাধুপৌল সেই সময়ে মন্ডলীর অবস্থা জানতে পারেন । অনেকে নিজের ধনে অহংকার সহ নানান ধরনের সমস্যার ও পাপে জড়িয়ে পড়েছিলেন । এই সকল বিষয় গুলো তিনি তাঁর পত্রে আলোচনা করেছিলেন ।
এখন প্রশ্ন হচ্ছে আপনি ধনাসক্ত কি না?
Dr. জন মেকারথার ৫ টি প্রশ্ন করেছেন এই প্রসঙ্গে । প্রশ্নগুলো আমাদের সাহায্য করবে আমি ও আপনি সবাই ধনাসক্ত কি ন।
প্রশ্ন :------
(১) আপনি কি ভাবে অর্থ বানাবেন । সে বিষয়ে কি সব সময়ই চিন্তা করেন ?
(২) আপনি কি আপনার অর্জনে খুশী নন?
মানে এখনো হয়নাই আরও চাই , আরও চাই এই ধরনের মনোভাব আছে ? Not enough mentality ?
(৩) আপনি কি আপনার অর্থ সম্পদ দেখতে ভালোবাসেন । মজা পান ? Show of করতে চান?
(৪) অর্থ কাউকে দিতে চান না । দিতে গেলে কষ্ট লাগে । অর্থ শুধু নিজেই ধরে রাখতে চান ।
প্রশ্ন :------
(১) আপনি কি ভাবে অর্থ বানাবেন । সে বিষয়ে কি সব সময়ই চিন্তা করেন ?
(২) আপনি কি আপনার অর্জনে খুশী নন?
মানে এখনো হয়নাই আরও চাই , আরও চাই এই ধরনের মনোভাব আছে ? Not enough mentality ?
(৩) আপনি কি আপনার অর্থ সম্পদ দেখতে ভালোবাসেন । মজা পান ? Show of করতে চান?
(৪) অর্থ কাউকে দিতে চান না । দিতে গেলে কষ্ট লাগে । অর্থ শুধু নিজেই ধরে রাখতে চান ।
(৫) আপনি টাকা ধরে রাখার জন্য পাপের পথে আছেন ? যেমন টেক্স না দেওয়া , মজুরির বেতন কম দেওয়া । প্রতারনা করা সহ অন্যান্য উপায়ে অর্থ অর্জনের চেষ্টা করা ।
উপরের একটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় , তাহলে আপনি চরম ধনাসক্তির মধ্যে জীবন যাপন করতেছেন ।
উপরের একটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় , তাহলে আপনি চরম ধনাসক্তির মধ্যে জীবন যাপন করতেছেন ।
এখন ধন- সম্পদ সম্পর্কে বাইবেল কি বলে:
(ক) ধনসম্পত্তি থাকা খারাপ না । হিতপদেশ 8: 24
(খ) ঈশ্বরের দেওয়া দান। দ্বিতীয় বিবরণ 8 অধ্যায়
(গ) ধনের সাথে জড়িত থাকতে নাই । ধন আজকে আছে কালকে নাই। ইয়েবের জীবন।
(ঘ) স্বার্থপর না হই। যাকব 2,
(ঙ) দান করার কথা আছে লূক 6:38.
(খ) ঈশ্বরের দেওয়া দান। দ্বিতীয় বিবরণ 8 অধ্যায়
(গ) ধনের সাথে জড়িত থাকতে নাই । ধন আজকে আছে কালকে নাই। ইয়েবের জীবন।
(ঘ) স্বার্থপর না হই। যাকব 2,
(ঙ) দান করার কথা আছে লূক 6:38.
দানকরা হচ্ছে বিশ্বাসীদের অন্যতম মুদ্রাংক ।
পৌল কেন ধনাসক্তকে মন্দের মূল বলেছেন :---
আমরা সবাই গাছের মূল চিনি । মূল থেকে যেমন গাছের শাখা প্রশাখা বের হয় । একই ভাবে ধনাসক্ত ব্যক্তি যে কোন পাপ করতে সক্ষম ।
যেমন :----
(১) ঘুষ দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে অন্যায় কাজের সমর্থন করা।
(২) অর্থ দিয়ে মন্দ কাজ গুলো করিয়ে নেওয়া ।
(৩) অপব্যবহার করা ।
(৪) ব্যভিচার করা বেশ্যাগমন সহ সমস্ত যৌন পাপ ।
(৫) হত্যা করা সহ অন্যান্য অনেক পাপ ।
যেমন :----
(১) ঘুষ দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে অন্যায় কাজের সমর্থন করা।
(২) অর্থ দিয়ে মন্দ কাজ গুলো করিয়ে নেওয়া ।
(৩) অপব্যবহার করা ।
(৪) ব্যভিচার করা বেশ্যাগমন সহ সমস্ত যৌন পাপ ।
(৫) হত্যা করা সহ অন্যান্য অনেক পাপ ।
তাছাড়া, "কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে :
তাহারা পরীক্ষাতে
ও ফাঁদে
এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়,
সেই সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে।"
তাহারা পরীক্ষাতে
ও ফাঁদে
এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়,
সেই সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে।"
1 Tim/6/9
প্রয়োগ :
প্রভু যীশু পরিস্কার বলেছেন "যেখানে তোমার ধন থাকবে সেখানে তোমার মন থাকবে ।" ঈশ্বর যদি আপনাকে ধন দিয়ে আশীর্বাদ করে থাকেন তবে অবশ্যই ধন্য যীশু । সতর্ক বানী হচ্ছে ধনাসক্ত নয় বরং তা প্রভুর উপর জীবন গচ্ছিত রেখে তার রাজ্যও ধামিকতার জন্য তা ব্যবহার করা ।
প্রকৃত ধনী তারাই যারা যা আছে তাতেই খুশি ও কৃতজ্ঞ।
প্রভু যীশু পরিস্কার বলেছেন "যেখানে তোমার ধন থাকবে সেখানে তোমার মন থাকবে ।" ঈশ্বর যদি আপনাকে ধন দিয়ে আশীর্বাদ করে থাকেন তবে অবশ্যই ধন্য যীশু । সতর্ক বানী হচ্ছে ধনাসক্ত নয় বরং তা প্রভুর উপর জীবন গচ্ছিত রেখে তার রাজ্যও ধামিকতার জন্য তা ব্যবহার করা ।
প্রকৃত ধনী তারাই যারা যা আছে তাতেই খুশি ও কৃতজ্ঞ।
সাধুপৌল খ্রিষ্টান ধনীদের জন্য কিছু নিদর্শনা দিয়েছেন :---
.
.
"যাহারা এই যুগে ধনবান, তাহাদিগকে এই আজ্ঞা দেও, যেন তাহারা গর্বিতমনা না হয়,
এবং ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, সেই ঈশ্বরেরই উপরে প্রত্যাশা রাখে; যেন পরের উপকার করে, সৎ ক্রিয়ারূপ ধনে ধনবান হয়,
দানশীল হয়, সহভাগীকরণে তৎপর হয়;
এবং ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, সেই ঈশ্বরেরই উপরে প্রত্যাশা রাখে; যেন পরের উপকার করে, সৎ ক্রিয়ারূপ ধনে ধনবান হয়,
দানশীল হয়, সহভাগীকরণে তৎপর হয়;
এইরূপে তাহারা আপনাদের নিমিত্ত, ভাবীকালের জন্য উত্তম ভিত্তিমূলস্বরূপ নিধি প্রস্তুত করুক, যেন, যাহা প্রকৃতরূপে জীবন, তাহাই ধরিয়া রাখিতে পারে।"
1Tim/6/17-19
ঈশ্বরের বাণী পরিষ্কার করে সাবধান করছে, " ---তোমরা কি জান না যে, অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? ভ্রান্ত হইও না; যাহারা ব্যভিচারী কি প্রতিমাপূজক কি পারদারিক কি স্ত্রীবৎ আচারী কি পুঙ্গামী,কি চোর কি লোভী কি মাতাল কি কটূভাষী কি পরধনগ্রাহী, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না।" 1 করি: 6:9-10.
তাই আজ আমাদের জীবন ধনাসক্ত বিহীন হওয়া জরুরী প্রয়োজন।
সান্ত্বনা হতে পারে: "কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না;কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব।"
সান্ত্বনা হতে পারে: "কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না;কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব।"
1Tim/6/7-8
Amen.
Amen.
Comments
Post a Comment