সুখী ও শান্তিময় জীবনের গোপনীয়তা
গীতসংহিতা ৩৪
১। ঈশ্বর ভয় ( গীত ৩৪: ১১, ১৫, ১৮)
" আইস, বৎসগণ, আমার বাক্য শুন, আমি তোমাদিগকে সদাপ্রভুর ভয় শিক্ষা দিই।"
২। জিহ্বার নিয়ন্রণ ( ১৩ পদ )
"তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনা-বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখ।"
৩। ধার্মিকতার জীবন : মন্দ থেকে দূরে যাওয়া ও ভাল কিছু করা ( ১৪ক পদ )
"মন্দ হইতে দূরে যাও, যাহা ভাল তাহাই কর;।"
৪। শান্তির অন্বেষণ করা (১৪খ পদ)
-"- শান্তির অন্বেষণ ও অনুধাবন কর।"
মতানৈক্যতার ব্যাপারে যত্ন নিন । ভাল ইচ্ছার এবং সাদৃশ্য গুলোর উন্নীত করুণ ।
মতানৈক্যতার ব্যাপারে যত্ন নিন । ভাল ইচ্ছার এবং সাদৃশ্য গুলোর উন্নীত করুণ ।
উপসংহার: ঈশ্বর আমাদের উপরের নীতিমালা গুলো পূরণ করতে আমাদের সাহায্য করুণ ।। আমেন ।
Comments
Post a Comment