আজ যে অযোগ্য ব্যক্তি কাল যোগ্য ব্যক্তি হতে পারে

প্রথম প্রচার যাত্রায় প্রেরিত পৌল ও বার্নবার সাথে সাহায্যকারী হিসাবে ছিলেন যোহন মার্ক।কিন্তু এই যাত্রা শেষ হতে না হতেই যোহন মার্ক পাম্ফুলিয়া থেকে পালিয়ে চলে আসেন (প্রেরিত ১৫:৩৮) । দ্বিতীয় প্রচার যাত্রায় বার্নবা যখন নিতে চাইলেন তখন প্রেরিত পৌল নিতে চাইলেন না এবং বার্নবার সাথে ঝগড়া হয় (প্রেরিত ১৫:৩৯) । প্রেরিত পৌল যোহন মার্কের পূর্বের দায়িত্বহীনতার কথা বার্নবাকে স্মরণ করিয়ে দেয় । কিন্তু বার্নবা নাছোড়বান্দা ছিলেন। তাই তিনি যোহন মার্ককে নিয়ে সাইপ্রাসের দিকে সুসমাচার প্রচারের জন্য রওনা দেন । (প্রেরিত ১৫:৩৯) অন্যদিকে, পৌল শীলকে নিয়ে সুরিয়া ও কিলিকিয়ার দিকে রওনা দেন। পৌলের কাছে তখন যোহন মার্ক ছিল অযোগ্য কিন্তু বার্নবা হাল ছাড়েনি ।তিনি যোহন মার্ককে যোগ্য ভাবেই তৈরি করেছিলেন ।
বেশ কয়েক বছর পরে পৌল তাঁর শেষ পত্র জেল থেকে যোহন মার্ক সম্পর্কে তীমথিয়কে বলেছিলেন ,
🌏🔴🌎"একা লূক মাত্র আমার সঙ্গে আছেন। তুমি মার্ককে সঙ্গে করিয়া আইস, কেননা তিনি পরিচর্যা বিষয়ে আমার বড় উপকারী।"
(২ তীমথিয় ৪:১১)
আরও বড় আশ্চর্যের বিষয় যোহন মার্ককেই ঈশ্বর সুসমাচার লেখার দায়িত্ব দেন যা "মার্ক লিখিত সুসমাচার" নামেই পবিত্র বাইবেলে পরিচিত যার মধ্য দিয়ে কোটি কোটি মানুষ খ্রীষ্ট সম্পর্কে জানতে পেরেছে , জানছে ও জানবে ।
🔴🌏আজকে এখান থেকেই প্রশ্ন আসে , আজ কেউ যদি সুসমাচার প্রচার কাজে যদি তার দুর্বলতা দেখায় তাকে ধৈর্য্যের সাথে গড়ে তুলুন যেন বলতে পারেন যে সে পরিচর্যা বিষয়ে বড়ই উপকারী। আর যারা ব্যর্থ তাদের জন্যও আশা আছে । প্রভু যেমন যোহন মার্ককে ব্যবহার করেছিলেন তেমনি আপনাকেও । তাই আশা হারাবার কিছু নাই। আমেন ।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
That-incompetent-person-can-be-a-worthy-person-today

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া