খ্রীষ্টের দেহ কি বলিদানের জন্যই রচিত ছিল?
ভূমিকা : খ্রীষ্ট তাঁর আগমনের পূর্বে পিতা ঈশ্বরের সাথে আলোচনায় বলেছিলেন ,"এই কারণ খ্রীষ্ট জগতে প্রবেশ করিবার সময়ে বলেন, ‘‘তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা কর নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ;" (ইব্রীয় ১০:৫)। প্রকৃতপক্ষে , ইব্রীয় লেখক প্রভু যীশুর মানব দেহ( incanation) গ্রহণের কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন এবং তাঁর জগতে আগমনের উদ্দেশ্য বলছিলেন যেন তাঁর দেহ মুক্তির মূল্য হিসাবে উৎসর্গকৃত হয় । কেননা প্রভু যীশু বলেছেন ,
"কারণ বাস্তবিক মনুষ্যপুত্রও পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন।" (মার্ক ১০:৪৫)
🛑🌏🛑কেন দেহ দরকার ?
ইব্রীয় লেখক পরবর্তীতে বলেন " কিন্তু ইনি( খ্রীষ্ট যীশু) পাপার্থক একই যজ্ঞ( ক্রুশে জীবন দানের মধ্য দিয়ে) চিরকালের জন্য উৎসর্গ করিয়া ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হইলেন,এবং তদবধি অপেক্ষা করিতেছেন, যে পর্যন্ত তাঁহার শত্রুগণ তাঁহার পাদপীঠ না হয়।কারণ যাহারা পবিত্রীকৃত হয়, তাহাদিগকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন।" (ইব্রীয় ১০:১২-১৪)
🎀🌏🎀পুরাতন নিয়ম ঈশ্বর ভাববাদী মোশির মধ্য দিয়ে ইস্রায়েল জাতিকে বিভিন্ন বলিদানের শিক্ষা দিয়েছেন যা খ্রীষ্টের শেষ বলিদানকে ইংগিত করে (লেবীয় ১ থেকে ৭ অধ্যায়,১৬ অধ্যায়, যাত্রা ১২) । বিশেষ করে উপরের পদে( পাপার্থক বলিদানের কথা উল্লেখ করা হয়েছে যা লেবীয় ৪ অধ্যায় আছে। এই বলিদান ঈশ্বর দিয়েছিলেন যেন মেষশাবক বলিদানের মধ্য দিয়ে একজন ইষ্রায়েলীয় পাপের ক্ষমা পায় যেমনটি লেখা আছে ,
🛑"পরে মঙ্গলার্থক বলির যে মেষশাবক, তাহার মেদ যেমন ছাড়ান যায়, তেমনি যাজক ইহার সকল মেদ ছাড়াইয়া লইবে, এবং সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের রীতি অনুসারে তাহা বেদিতে দগ্ধ করিবে; এইরূপে যাজক তাহার কৃত পাপের প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।"
(লেবীয় ৪:৩৫ পদ)
কারণ পাপের প্রায়শ্চিত্তের জন্য রক্ত প্রয়োজন ,
🛑"কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে, এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে আমি তাহা বেদির উপরে তোমাদিগকে দিয়াছি; কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত-সাধক।"
(লেবীয় ১৭:১১)
(লেবীয় ১৭:১১)
কেননা ,
🛑"আর ব্যবস্থানুসারে প্রায় সকলই রক্তে শুচিকৃত হয়, এবং রক্তসেচন ব্যতিরেকে পাপমোচন হয় না। "[ইব্রীয় ৯:২২]
অতএব , পাপীর জন্য একমাত্র ভরসা হচ্ছে, খ্রীষ্টের রক্ত ।
এই শিক্ষা অনেকের কাছে বোধগম্য না কেন ?
প্রথমতঃ তাদের কাছে পাপের বলিদান সম্পর্কে কোন জ্ঞান নেই যা মানব জাতির পতনের পরে ঈশ্বর নিজে আরম্ভ করেছেন। ( আদি ৩:২১)
দ্বিতীয়তঃ যিহূদীদের মত কর্মের ভিত্তিতে নিজ ধার্মিকতা প্রতিষ্ঠায় রত। (রোমীয় ১০:৩)
তৃতীয়তঃ শয়তান তাদের অন্ধ করে রেখেছেন । (২ করি: ৪:৪)
উপসংহার: খ্রীষ্টের মৃত্যু হবে তা জগত পত্তনের আগেই তা অবধারিত ছিল (প্রকাশিত বাক্য ১৩:৮)। কিন্ত কেন ? পাপী মানুষকে মুক্ত করা। পাপ থেকে , শয়তানের দাসত্ব থেকে , শেষ বিচারের দন্ডাজ্ঞা থেকে , নরক থেকে , শয়তানের রাজত্ব থেকে মুক্তি । প্রেরিত পিতর বলেছেন ,
🛑"তোমরা ত জান, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলীক আচার-ব্যবহার হইতে তোমরা ক্ষয়ণীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা, মুক্ত হও নাই,কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকস্বরূপ খ্রীষ্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ।"
(১ পিতর ১: ১৮,১৯)। অর্থাৎ মুক্ত করার জন্য খ্রীষ্টের দেহ প্রয়োজন ছিল যেমন বলির জন্য মেষ প্রয়োজন ছিল তেমনি খ্রীষ্ট ঈশ্বরের মেষশাবক যিনি হত ও পুনরুত্থিত। যারা বিশ্বাস করে তাদের মুক্তি আছে যাদের বিশ্বাস নেই তাদের উপরে ঈশ্বরের ক্রোধ অবস্হিতি করে। কেননা পবিত্র শাস্ত্রীয় বচন এই কথা বলে,
(১ পিতর ১: ১৮,১৯)। অর্থাৎ মুক্ত করার জন্য খ্রীষ্টের দেহ প্রয়োজন ছিল যেমন বলির জন্য মেষ প্রয়োজন ছিল তেমনি খ্রীষ্ট ঈশ্বরের মেষশাবক যিনি হত ও পুনরুত্থিত। যারা বিশ্বাস করে তাদের মুক্তি আছে যাদের বিশ্বাস নেই তাদের উপরে ঈশ্বরের ক্রোধ অবস্হিতি করে। কেননা পবিত্র শাস্ত্রীয় বচন এই কথা বলে,
➡️" ভাবিয়া দেখ, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে, এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রীকৃত হইয়াছিল, তাহা সামান্য জ্ঞান করিয়াছে, এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে!"
(ইব্রীয় ১০:২৯)
(ইব্রীয় ১০:২৯)
পরিশেষে ,আমার প্রার্থনা থাকবে, খ্রীষ্টের দেহধারণের তাৎপর্য আমার প্রিয় পাঠকরা যেন বুঝতে পারে , যারা বুঝতে পেরেছে তারা যেন আরও ঈশ্বরের নিকটবর্তী হয় ও আশীর্বাদে পূর্ণ হয় ।। আমেন।।
#খ্রীষ্টের #দেহ #ক্রুশ #প্রায়শ্চিত্ত্ব #বলিদান
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.

Comments
Post a Comment