জীবন মুকুটটি প্রভুকেই দিতে হবে

আমাদের সমস্ত বিজয় প্রভুরই
একটি ঘটনা বললে পরিষ্কার হবে। তা অবশ্যই পবিত্র বাইবেল থেকে ।
রাজা দায়ুদের একজন সেনাপতি ছিলেন নাম যোয়াব । একসময় তিনি নিজে যর্দন নদীর পূর্ব পারের প্রতিবেশী দেশ অম্মোণ দেশের রাজধানী রব্বা আক্রমণ করে রাজনগর দখল করেন। তারপরে তিনি সম্পূর্ণ নগর দখল করে রাজ মুকুট গ্রহণ করার সুযোগ থাকলেও গ্রহণ না করে রাজা দায়ুদকে বলে পাঠালেন যেন তিনি নিজে সেই রব্বা শহর দখল করে নিজের নাম কীর্তিত করেন । তিনি রাজা দায়ুদকে বলেছিলেন ,
"এখন আপনি অবশিষ্ট লোকদিগকে একত্র করিয়া নগরের কাছে শিবির স্থাপন করুন, তাহা হস্তগত করুন, নতুবা কি জানি, আমি ঐ নগর হস্তগত করিলে তাহার উপরে আমারই নাম কীর্তিত হইবে।"
(২ শমূয়েল ১২:২৮)
পরে রাজা দায়ুদ সেই শহর হস্তগত করেন এবং তাঁর শিরে অম্মোণ শহরের রাজার মুকুট পড়ানো হয় যা অবিশ্বস্মরণীয় ।
সেনাপতি যোয়াব ইচ্ছাকৃতভাবেই বিজয়ের মুকুট নিজে পড়েননি কিন্তু তাঁর প্রভুরাজকে পরিধান করতে সাহায্য করেছেন।
আমাদের জীবনে সমস্ত বিজয় প্রভুর দেওয়া দান । তাঁকেই বিজয়ের মুকুট দেওয়া উচিত । তিনিই প্রাপ্য ।
তা কিভাবে করতে পারি ?
নিরন্তর স্তববলি উৎসর্গের মধ্য দিয়ে যার মধ্য দিয়ে প্রভুর সমাদর করতে পারি।
প্রভুর বাক্য তাই বলে ,
🥁🎸🎹 "যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে, সেই আমার গৌরব করে; যে ব্যক্তি নিজ পথ সরল করে, তাহাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব।"
(গীত ৫০:২৩)
এই লেখার সাথে খ্রীষ্ট সংগীতের একটি গান সংযুক্ত করা হলো যা প্রভু যীশুকে স্তবের মধ্য দিয়ে মুকুট দেওয়ার কথা বলা হয়েছে । আশা করি ভাল লাগবে । গাইতে পারলে আরও ভাল।
(১)
হোক যীশু নামের সমাদর,
দূত করুক প্রণিপাত;
স্তব কর তাঁহার নিরন্তর,
দেও মুকুট শিরে তাঁর।
(2)
দেও মুকুট, সকল সাক্ষ্যমর,
গাও সবে অনিবার,
হোক দায়ূদ-সুতের সমাদর,
দেও মুকুট শিরে তারে।
(3)
হে তূরীধারী করুবগণ,
প্রণমো বারংবর,
যাঁর সৃষ্টি আমরা সর্বজন,
দেও মুকুট শিরে তারে।
(৪)
হে আদম-বংশের মুক্ত নর
পুণ্যবান রক্তে যাঁর,
সেই ত্রাতার কর সমাদর
দেও মুকুট শিরে তারে।
(৫)
হে প্রত্যেক বংশ, প্রত্যেক জাত,
এই ভুবন মাঝার,
তাঁর কাছে কর জানুপাত,
দেও মুকুট শিরে তারে।
-( গানটির লেখক : এডওয়ার্ড গেরোনেট অনুবাদ: যাকোব কান্তিনাথ বিশ্বাস )
( গানটি খ্রীষ্ট সংগীত Apps থেকে যোগ করা হল )
ঈশ্বর আমাদের প্রতিটি বিজয়ের জন্য প্রভু যীশুর মস্তকে বিজয় মুকুট দিতে সাহায্য করুক।আমেন ।।
🔴🥁🎸🎹🎺🎤🔴🥁🎸🎹🎷🎺🎤🔴

আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
The-crown-of-life-must-be-given-to-the-Lord


Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া