প্রভু যীশুর সত্য ঘোষণায় মহাযাজকের নিষ্ঠুরতা ও আমাদের আশীর্বাদ

তৎকালীন মহাযাজক প্রভু যীশুর বিচার করার সময় প্রভু যীশুকে প্রশ্ন করে বলেছিলেন,
"আবার মহাযাজক তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সেই খ্রীষ্ট, পরমধন্যের পুত্র?"
উত্তরে প্রভু যীশু বলেছিলেন,
"যীশু কহিলেন, আমি সেই; আর তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পার্শ্বে বসিয়া থাকিতে ও আকাশের মেঘসহ আসিতে দেখিবে।"
(মার্ক ১৪:৬১,৬২)
তৎক্ষণাৎ মহাযাজক প্রভু যীশুর ঈশরত্ত্বের দাবী পরিষ্কার বুঝেছিল । তাতে তার প্রতিক্রিয়া ছিল এরকম :
"তখন মহাযাজক আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, আর সাক্ষীতে আমাদের কি প্রয়োজন?
তোমরা ত ঈশ্বর-নিন্দা শুনিলে; তোমাদের কি বিবেচনা হয়? তাহারা সকলে তাঁহাকে দোষী করিয়া বলিল, এ মরিবার যোগ্য।"
[মার্ক ১৪:৬৩-৬৪]
এর সাথে সাথেই শুরু হল প্রভু যীশুর উপর নির্যাতন ।
"তখন কেহ কেহ তাঁহার গায়ে থুথু দিতে লাগিল, এবং তাঁহার মুখ ঢাকিয়া তাঁহাকে ঘুষি মারিতে লাগিল, আর বলিতে লাগিল, ভাববাণী বল না? পরে পদাতিকগণ প্রহার করিতে করিতে তাঁহাকে গ্রহণ করিল।"
পরের কথা আমরা জানি , রোমীয় দেশাধ্যক্ষ পীলাতের আদেশে প্রভু যীশুর মৃত্যু কার্যকর হয় । (মার্ক ১৫:১৫)
প্রভু যীশুর সত্য স্বীকারে চারটি বিষয় উঠে এসেছে,
🛑 প্রথমতঃ প্রভু যীশু- খ্রীষ্ট বা মসীহ বা অভিষিক্ত জনঃ তিনি খ্রীষ্ট হিসাবে মূলত তিনটি কাজ করেছেন ও করছেন :
🔶️ক) তিনি রাজা : তিনি রাজাদের রাজা , প্রভুদের প্রভু। তাঁর রাজত্ব অনন্তকালীন ।
🔶️খ) তিনি মহাযাজক :
খ্রীষ্ট মহাযাজক হিসাবে তিনি তাঁর জীবন উৎষর্গ করেছেন যেন আমরা পাপের অনন্তকালীন ক্ষমা পাই।
🔶️গ) তিনি ভাববাদী: তিনি জগতের মানুষের কাছে ঈশ্বরের শেষ বাণী , ইচ্ছা ও নতুন নিয়ম দিয়েছেন । "ঈশ্বর পূর্বকালে বহুভাগে ও বহুরূপে ভাববাদিগণে পিতৃলোকদিগকে কথা বলিয়া, এই শেষ কালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন।"
(ইব্রীয় ১:১)
🛑দ্বিতীয়তঃ প্রভু যীশু- ঈশ্বরের পুত্র : পিতা ঈশ্বরের যে স্বভাব, গুনাবলী, কার্যক্রম ও সমাদর পাবার যোগ্য সবই প্রভু যীশুর । পিতা ঈশ্বরের যা তা পুত্রের। পবিত্র বাক্য বলে ,"পিতা পুত্রকে প্রেম করেন, এবং সমস্তই তাঁহার হস্তে দিয়াছেন।"
(যোহন ৩: ৩৫)
🛑তৃতীয়তঃ প্রভু যীশুর বর্তমান অবস্থান ( পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে): পরিচারক ও খ্রীষ্টীয় প্রথম সাক্ষ্যমর স্তিফান তাঁর মৃত্যুর পূর্বে দেখেছিলেন ও বলেছিলেন,
"কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া স্বর্গের প্রতি এক দৃষ্টে চাহিয়া দেখিলেন যে, ঈশ্বরের প্রতাপ রহিয়াছে, এবং যীশু ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন,আর তিনি বলিলেন, দেখ, আমি দেখিতেছি, স্বর্গ খোলা রহিয়াছে, এবং মনুষ্যপুত্র ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন।"
(প্রেরিত ৭:৫৫,৫৬)। 
কেন প্রভু যীশু ঈশ্বরের দক্ষিণ পাশে আছেন ?
প্রভু যীশু বিশ্বাসীদের জন্য অনুরোধ করছেন, " খ্রীষ্ট যীশু ত মরিলেন বরং উত্থাপিতও হইলেন; আর তিনিই ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন।"
(রোমীয় ৮:৩৪)
কেন তা করছেন ? 
আমরা যেন ক্ষমা পাই ও পিতা ঈশ্বরের অনুগ্রহের সিংহাসনের কাছে যেন উপস্থিত হতে পারি( ইব্রীয় ৪:১৬)
🛑চতুর্থতঃ প্রভু যীশুর দ্বিতীয় আগমন : প্রভু যীশুর মহিমান্বিত আগমন । তিনি সাধারণ মানুষ হিসাবে নয় বরং তিনি তাঁর প্রিয় পাত্রদের পুনরুত্থান দিয়ে, যারা জীবিত থাকবে তাদের দেহ রূপান্তর করে তাঁর সাথে রাখবেন ও অবিশ্বাসীদের বিচার করে অগ্নিহূদে নিক্ষেপ করবেন । প্রভুর বাক্য এ সম্পর্কে বলে,
"এক মুহূর্তের মধ্যে, চক্ষুর পলকে, শেষ তূরীধ্বনিতে হইব; কেননা তূরী বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে, এবং আমরা রূপান্তরীকৃত হইব।" (১ করি: ১৫:৫২)
(আরও পড়ুন :১ থিষলী : ৪:১৩-১৭, ২ থিষলী ১:৭-১০, প্রকাশিত ২০)
প্রভু যীশুর স্বীকারোক্তী , বিশ্বাসীদেরই স্বীকারোক্তী হওয়া উচিত:
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
প্রেরিত যোহন সুসমাচার লেখার উদ্দেশ্য সম্পর্কে বলতে বলেছিলেন ,
🌏🎀🛑 "কিন্তু এই সকল লেখা হইয়াছে, যেন তোমরা বিশ্বাস কর যে, যীশুই খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাঁহার নামে জীবন প্রাপ্ত হও।"
(যোহন ২০:৩১)
প্রভু যীশু সমস্ত যাতনা ও নির্যাতন সহ্য করেছিলেন আমরা যেন অনন্ত জীবন পাই। কিন্তু আমাদের জন্য প্রধান কাজ দিয়েছেন তা হল তাঁর উপর বিশ্বাস করা। তাঁর উপর বিশ্বাস করার অর্থ হলো পূর্বের মিথ্যা জীবন থেকে মনপরিবর্তন করা , প্রকৃত অনুতপ্ত করা ও বিশ্বাসের ফলে পবিত্র আত্মার শক্তিতে ফলবান হওয়া ।
উপসংহার: প্রভু যীশু মহাযাজকের সামনে যে সত্য ঘোষণা করেছেন তা ঘোষণা করতে যেন আমরা পিছনে না তাকাই। প্রকৃতপক্ষে,এই সত্য ঘোষণায় নির্যাতন আছে , অপমান আছে , এমনকি মৃত্যুও আছে। প্রভু যীশুর জীবনে তাই ঘটেছে , আমাদের জীবনে ঘটবে না এমন গ্যারান্টি নেই। কিন্তু আশীর্বাদের বিষয় হচ্ছে, আমাদের পরিত্রাণ, অনন্তকালীন ক্ষমা ও তাঁর সাথে সম্মিলন এই স্বীকারোক্তির উপর নির্ভর করছে। তাই এই বিশ্বাসে পথ চলা উচিত ও অন্যকে জানতে সাহায্য করা উচিত।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
The-cruelty-of-the-high-priest-and-our-blessing-in-proclaiming-the-truth-of-the-Lord-Jesus

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া