পৃথিবীর সবচেয়ে বড় সত্য বিক্রির ইতিহাস হচ্ছে, প্রভু যীশুর মৃত্যু থেকে পুনরুত্থানের সত্য ঘটনা ।

🛑🌎🛑🌎🛑🌎🛑🌎🛑🌎🛑🌎🛑🌎
একটু খুলে বলি , যখন প্রভু যীশুকে কবর দেওয়া হয় তখন অনেক পাহারাদার নিয়োগ করা হয় যারা যীশুর কবর পাথর দিয়ে মুদ্রাংক করে পাহারা দিচ্ছিল ( মথি ২৭: ৬২-৬৬)। কিন্তু যখন তারা প্রভু যীশুর পুনরুত্থান নিজেরা দেখল ও তখন তাদের মধ্য থেকে অনেকে গিয়ে প্রধান যাজকদের জানাল । তখন যাজকেরা ও প্রাচীণবর্গ আলোচনা করে সেই সৈন্যদের অনেক অর্থ দিল যেন এই মহাসত্য প্রচার না করে যা পরবর্তীতে মিথ্যা রেকর্ড হলো যা অনেকের কাছে প্রচলিত হল যা এখনও বর্তমান আছে ( মথি ২৮:১১-১৫)।
এই মিথ্যা যে কত জঘন্য তার কোন সীমানা নেই কারণ এই মিথ্যা কত মানুষ স্বর্গীয় আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছে তার কোন হিসাব নেই। কারণ প্রভু যীশুর মৃত্যু থেকে পুনরুত্থানের মধ্য দিয়ে রচিত হয়েছে ঈশ্বরের প্রেম, ক্ষমা, পরিত্রাণ, মুক্তি, ঈশ্বরের সাথে পুনর্মিলন, আশীর্বাদের জীবন, ঈশ্বরের অনুগ্রহ ও অনন্তজীবন ।
কিন্তু আজকে আমরা যখন মানুষকে এই সত্য জানাই তখন অনেকে আছে তা মিথ্যা হিসাবে প্রচার করে : প্রভু যীশুর মৃত্যু থেকে পুনরুত্থান করেনি । কোন মানুষের পক্ষে সেই সত্য চাপা দেওয়া সম্ভব না কারণ আমরা অনেক সাক্ষী মেঘের সাথে জড়িত ।
🌎🛑🌎কিন্তু আপনি কি করবেন ?
প্রভুর বাক্য বলে ,
🌏🌎🛑"সত্য ক্রয় কর, বিক্রয় করিও না; প্রজ্ঞা, শাসন ও সুবিবেচনা [ক্রয় কর]।"
তাই সৈন্যদের মিথ্যা কথায় বিশ্বাস না করে খ্রীষ্টের মৃত্যু থেকে পুনরুত্থানের সত্য মেনে নিয়ে খ্রীষ্টীয় জীবন সাজাই।
কেননা এ সত্যের মধ্যে নিহিত আছে ,
🌎🛑🌎"সেই যীশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন( খ্রীষ্টের মৃত্যু), এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত( পুনরুত্থান) হইলেন।" ( রোমীয় ৪:২৫)।
ঈশ্বর আমাদের সত্য গ্রহণের সৎ বিবেক দান করুন ।। আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন
The-fact-of-the-resurrection-from-the-death-of-the-Lord-Jesus

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া