প্রভু যীশুর বণিক ও মুক্তার দৃষ্টান্ত কথা :
"আবার স্বর্গ-রাজ্য এমন এক বণিকের তুল্য, যে উত্তম উত্তম মুক্তা অন্বেষণ করিতেছিল,সে একটি মহামূল্য মুক্তা দেখিতে পাইয়া গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল।"
[মথি ১৩:৪৫-৪৬]
প্রভু যীশু এ দৃষ্টান্তে কি বুঝিয়েছেন?
প্রভু যীশু নিজেই এখানে বণিক বা ক্রেতা এবং প্রতিটি মুক্তা একেক জন খ্রীষ্টীয় বিশ্বাসী যারা তাঁর কাছে অনেক দামী। তাদের পেতে আনন্দের সাথে সবকিছুই দিয়েছেন যেন সারাজীবনের জন্য প্রভু যীশুর হতে পারে ।
প্রাচীণ যুগের মুক্তা সম্পর্কে বলতে গিয়ে Barclay বলেছেন ,
“To the ancient peoples, as we have just seen, a pearl was the loveliest of all possessions; that means that the Kingdom of Heaven is the loveliest thing in the world.”
প্রাচীণ যুগের মুক্তা সম্পর্কে বলতে গিয়ে Barclay বলেছেন ,
“To the ancient peoples, as we have just seen, a pearl was the loveliest of all possessions; that means that the Kingdom of Heaven is the loveliest thing in the world.”
বক্তার বক্তব্যের সারাংশ হচ্ছে , প্রাচীন যুগে মুক্তা ছিল সমস্ত সম্পত্তির মধ্যে খুবই সুন্দর বা মনোরম ; যার অর্থ এখানে স্বর্গরাজ্যই হচ্ছে জগতের মধ্যে সবচেয়ে সুন্দর বিষয়।
তাছাড়া, একটি মুক্তার অনেক মূল্য আছে । কিন্তু একজন বণিক একটি মুক্তার জন্য সবকিছু বিক্রি করে দেবে তা পাগলের প্রলাপ মনে হতে পারে কিন্তু খ্রীষ্টের কাছে মূল্য আছে। অর্থাৎ প্রভু যীশুর কাছে তাঁর লোকেরা কত দামী ও কত মূল্যবান ! তিনি তাঁর মহামূল্যবান রক্ত দিয়ে তাদের কিনে নিলেন। তারা যীশুর । আর কেউ বিশ্বাসীদের দাবী করতে পারবে না ।কেউ তাদের তাঁর কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না এবংতিনি বাইরেও ফেলে দিবেন না( যোহন ৬:৩৭) ।
🌏🔶️🌏তাই প্রভুকে সতত ধন্যবাদ ও প্রশংসা করতে ভুলবেন না ।।
🌏🔶️🌏তাই প্রভুকে সতত ধন্যবাদ ও প্রশংসা করতে ভুলবেন না ।।
আমেন।।
Comments
Post a Comment