জীবন-মরণের পুনরুত্থান: কোথায় আপনার অবস্থান ?
ভূমিকা: প্রভু যীশু ৩৮বৎসরের একজন পক্ষাঘাতীকে সুস্থ করার পরে যিহূদীদের সাথে আলোচনায় পরিষ্কার করে বলেছেন ,
"ইহাতে আশ্চর্য মনে করিও না; কেননা এমন সময় আসিতেছে, যখন কবরস্থ সকলে তাঁহার রব শুনিবে,এবং যাহারা সৎকার্য করিয়াছে, তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, ও যাহারা অসৎকার্য করিয়াছে, তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে।" [যোহন ৫:২৮-২৯]
সত্যিকথা বলতে গেলে সবারই পুনরুত্থান হবে : কারও হয়ত জীবনের পুনরুত্থান অর্থাৎ প্রভু যীশুর সাথে অনন্তজীবন থাকা ও মরণের পুনরুত্থান অর্থাৎ শেষ বিচারের পর অনন্ত নরকে আজীবন আগুনে পুড়ে পুড়ে দন্তঘর্ষণ করা ।( মথি ১৩:৪২,৪৩)
প্রথমতঃ প্রভু যীশু সৎ কাজ ও অসৎ কাজ বলতে কি বুঝিয়েছেন?
🔷️🔶️🔷️🔶️🔷️🔶️🔷️🔶️🔷️🔶️🔷️🔶️🔷️🔶️
🔷️🔶️🔷️🔶️🔷️🔶️🔷️🔶️🔷️🔶️🔷️🔶️🔷️🔶️
প্রভু যীশু সবচেয়ে বড় সৎ কাজের কথা এভাবে বলেছেন ,
" যীশু উত্তর করিয়া তাঁহাদিগকে কহিলেন, ঈশ্বরের কার্য এই, যেন তাঁহাতে ( প্রভু যীশুতে) তোমরা বিশ্বাস কর, যাঁহাকে তিনি প্রেরণ করিয়াছেন।"[ যোহন ৬:২৯]।
প্রয়োজনীয় সত্য কথা হচ্ছে, প্রভু যীশুর উপর
বিশ্বাসের মধ্য দিয়ে নতুন জীবন শুরু হয় ও সৎ জীবনের ফল পবিত্র আত্মার মধ্য দিয়ে প্রকাশ পায় । কারণ সুসমাচারের বিশ্বাস সম্পূর্ণ আলাদা বিষয় । এই বিশ্বাস ঈশ্বর প্রদত্ত
অনুগ্রহের বিশ্বাস । প্রেরিত পৌল এ সম্পর্কে বলেছেন ,
" যীশু উত্তর করিয়া তাঁহাদিগকে কহিলেন, ঈশ্বরের কার্য এই, যেন তাঁহাতে ( প্রভু যীশুতে) তোমরা বিশ্বাস কর, যাঁহাকে তিনি প্রেরণ করিয়াছেন।"[ যোহন ৬:২৯]।
প্রয়োজনীয় সত্য কথা হচ্ছে, প্রভু যীশুর উপর
বিশ্বাসের মধ্য দিয়ে নতুন জীবন শুরু হয় ও সৎ জীবনের ফল পবিত্র আত্মার মধ্য দিয়ে প্রকাশ পায় । কারণ সুসমাচারের বিশ্বাস সম্পূর্ণ আলাদা বিষয় । এই বিশ্বাস ঈশ্বর প্রদত্ত
অনুগ্রহের বিশ্বাস । প্রেরিত পৌল এ সম্পর্কে বলেছেন ,
"কেননা অনুগ্রহেই, বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ; এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান;তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। কারণ আমরা তাঁহারই রচনা, খ্রীষ্ট যীশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট; সেইগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন, যেন আমরা সেই পথে চলি।"[ ইফি ২:৮-১০]
প্রকৃত বিশ্বাসীদের তাদের ফল দ্বারাই চেনা যাবে যেমন প্রভু যীশু বলেছেন ,"তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। লোকে কি কাঁটা গাছ হইতে দ্রাক্ষাফল, কিম্বা শিয়ালকাঁটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে?" [মথি ৭:১৬]
প্রকৃতপক্ষে ঈশ্বর যাদের তাঁর রাজ্যের জন্য মনোনীত করেছেন তাদের অশূচিতা থেকে শূচি করে তাদের সৎ কাজ করার জন্য তৈরী করেন । প্রেরিত পৌল এ বিষয়ে বলেছেন ,
প্রকৃত বিশ্বাসীদের তাদের ফল দ্বারাই চেনা যাবে যেমন প্রভু যীশু বলেছেন ,"তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। লোকে কি কাঁটা গাছ হইতে দ্রাক্ষাফল, কিম্বা শিয়ালকাঁটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে?" [মথি ৭:১৬]
প্রকৃতপক্ষে ঈশ্বর যাদের তাঁর রাজ্যের জন্য মনোনীত করেছেন তাদের অশূচিতা থেকে শূচি করে তাদের সৎ কাজ করার জন্য তৈরী করেন । প্রেরিত পৌল এ বিষয়ে বলেছেন ,
🔷️🔶️🔸️"ইনি আমাদের নিমিত্তে আপনাকে প্রদান করিলেন, যেন মূল্য দিয়া আমাদিগকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেন, এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে, সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে, শুচি করেন।"
[তীত ২:১৪]
[তীত ২:১৪]
অসৎ কাজ কি ? অপরিত্রাণ ব্যক্তিদের কাজ- যারা প্রভু যীশুর মসীহত্ব ও পুত্রত্ব অস্বীকার করে( যোহন ২০:৩১), তাঁকে অগ্রাহ্য করে। যিনি জগতের আলো তাঁকে ঘৃণা করে , ফলশ্রুতিতে মন্দ কাজ তৈরী হয় ( যোহন ৮:১২ তুলনীয় যোহন ৩:১৮,১৯)। প্রভু যীশুকে বিশ্বাস ছাড়া মানুষের কোন কাজ দ্বারা জীবনের পুনরুত্থানে অংশগ্রহণ করা সম্ভব না । পবিত্র বাইবেলের মূল কথা হচ্ছে, পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তির সৎ কাজ প্রকৃত বিশ্বাসের মুদ্রাংক প্রদান করে ( যোহন ৩:২১ তুলনীয় যাকোব ২:১৪-২০)।( John Macarthur Study Bible, page 1588).
দ্বিতীয়তঃ প্রভু যীশু আরও নিশ্চিত করেছেন তাঁর কন্ঠ শুনেই মৃতরা পুনরায় জীবিত হবে। এই জন্যে প্রভু যীশু বলেছিলেন ,
"আমিই পুনরুত্থান ও জীবন; যে আমাতে বিশ্বাস করে, সে মরিলেও জীবিত থাকিবে;"
(যোহন ১১:২৫)
(যোহন ১১:২৫)
🔶️এখন আমরা দেখব , জীবনের পুনরুত্থানের কিভাবে অংশীদারিত্ব পাব ?
🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌
প্রেরিত পৌল থিষলনীকীয় মন্ডলীর বিশ্বাসীদের চিন্তার কথা শুনেছিলেন । তারা চিন্তা করেছিল যারা খ্রীষ্টে মারা গেছেন তাদের অবস্থা কি হবে? তাঁরা কি খ্রীষ্টের আগমনে অনন্ত জীবনের অধিকারী হতে পারবে কি না । এই সমস্ত প্রশ্নের জবাব ও সান্ত্বনা দিয়ে তিনি চিঠি লিখেছিলেন । তিনি দুটি বিষয় স্মরণ করিয়ে দিয়েছিলেন যার ভিত্তিতে প্রভুর আগমনের সংগী হতে পারবে । তিনি জীবিত ও মৃত বিশ্বাসীদের যথাক্রমে পুনরুত্থান ও রূপান্তরের কথা এভাবে বলেছেন ,
🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌
প্রেরিত পৌল থিষলনীকীয় মন্ডলীর বিশ্বাসীদের চিন্তার কথা শুনেছিলেন । তারা চিন্তা করেছিল যারা খ্রীষ্টে মারা গেছেন তাদের অবস্থা কি হবে? তাঁরা কি খ্রীষ্টের আগমনে অনন্ত জীবনের অধিকারী হতে পারবে কি না । এই সমস্ত প্রশ্নের জবাব ও সান্ত্বনা দিয়ে তিনি চিঠি লিখেছিলেন । তিনি দুটি বিষয় স্মরণ করিয়ে দিয়েছিলেন যার ভিত্তিতে প্রভুর আগমনের সংগী হতে পারবে । তিনি জীবিত ও মৃত বিশ্বাসীদের যথাক্রমে পুনরুত্থান ও রূপান্তরের কথা এভাবে বলেছেন ,
১৪"কেননা আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরিয়াছেন, এবং উঠিয়াছেন, তখন জানি, ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপে তাঁহার সহিত আনয়ন করিবেন।
১৫ কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে, আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না।
১৬ কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে।
১৭ পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব; আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব।"( ১ থিষলনীকীয় ৪: ১৪-১৭)।
দুটি বিশ্বাসের স্তম্ভ প্রেরিত পৌল আলোচনা করেছেন যার ভিত্তিতে একজন বিশ্বাসী প্রভু প্রদত্ত জীবনের পুনরুত্থানে অংশগ্রহণ করবে :
⛪প্রথমতঃ আপনাকে খ্রীষ্টের ক্রুশীয় মৃত্যুকে বিশ্বাস করতে হবে।( ১৪ পদ)। ঈশ্বর পাপীকে ভালবেসে পরিত্রাণ করার জন্য প্রভু যীশুকে পাঠিয়েছেন যেন ধার্মিক করতে পারেন । প্রভুর বাক্য বলে ,
"কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাঁহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন; কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রীষ্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন।সুতরাং সমপ্রতি তাঁহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চিত যে, তাঁহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব।কেননা যখন আমরা শত্রু ছিলাম, তখন যদি ঈশ্বরের সহিত তাঁহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চিত যে, তাঁহার জীবনে পরিত্রাণ পাইব।" (রোমীয় ৫:৮-১০)।
মূল বিষয়, খ্রীষ্টের রক্তের মধ্য প্রায়শ্চিত্ত বলিদানের মধ্য দিয়ে ঈশ্বরের আগত ক্রোধ থেকে মুক্ত করার ব্যবস্থা করা হয়েছে যেন প্রভু প্রদত্ত পুনরুত্থানে ও অনন্ত জীবনে অংশগ্রহণ করতে পারি।
"কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাঁহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন; কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রীষ্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন।সুতরাং সমপ্রতি তাঁহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চিত যে, তাঁহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব।কেননা যখন আমরা শত্রু ছিলাম, তখন যদি ঈশ্বরের সহিত তাঁহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চিত যে, তাঁহার জীবনে পরিত্রাণ পাইব।" (রোমীয় ৫:৮-১০)।
মূল বিষয়, খ্রীষ্টের রক্তের মধ্য প্রায়শ্চিত্ত বলিদানের মধ্য দিয়ে ঈশ্বরের আগত ক্রোধ থেকে মুক্ত করার ব্যবস্থা করা হয়েছে যেন প্রভু প্রদত্ত পুনরুত্থানে ও অনন্ত জীবনে অংশগ্রহণ করতে পারি।
দ্বিতীয়তঃ প্রভু যীশুর পুনরুত্থান বিশ্বাস করতে হবে ।( ১৪ পদ)। খ্রীষ্ট যে কাজ অর্থাৎ ক্রুশে বলিদান কাজ পিতা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়েছে তার প্রমাণ খ্রীষ্টের পুনরুত্থান । খ্রীষ্টের পুনরুত্থান আমাদের ধার্মিকতা ও জীবনের পুনরুত্থান নিশ্চিত করে । প্রভুর বাক্য এ কথা বলে ,
⛪"সেই যীশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন, এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন।" (রোমীয় ৪:২৫)
🏔"এক মুহূর্তের মধ্যে, চক্ষুর পলকে, শেষ তূরীধ্বনিতে হইব; কেননা তূরী বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে, এবং আমরা রূপান্তরীকৃত হইব।" (১ করি: ১৫:৫২)।
অতএব প্রভু যীশু খ্রীষ্টের মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে আমাদের জীবনের পুনরুত্থানের আশীর্বাদ শর্তাধীন। সেইজন্য প্রেরিত পৌল বলেছেন ,
➡️🌐🛑 "আর তাহারই দ্বারা, আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার প্রচার করিয়াছি, তাহা যদি ধরিয়া রাখ, তবে পরিত্রাণ পাইতেছ; নচেৎ তোমরা বৃথা বিশ্বাসী হইয়াছ।ফলতঃ প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, এবং ইহা আপনিও পাইয়াছি যে, শাস্ত্রানুসারে খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন, ও কবর প্রাপ্ত হইলেন,আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন;" [ ১ করি: ১৫:৩-৫]
➡️🌐🛑 "আর তাহারই দ্বারা, আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার প্রচার করিয়াছি, তাহা যদি ধরিয়া রাখ, তবে পরিত্রাণ পাইতেছ; নচেৎ তোমরা বৃথা বিশ্বাসী হইয়াছ।ফলতঃ প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, এবং ইহা আপনিও পাইয়াছি যে, শাস্ত্রানুসারে খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন, ও কবর প্রাপ্ত হইলেন,আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন;" [ ১ করি: ১৫:৩-৫]
তাই খ্রীষ্টের মৃত্যু থেকে পুনরুত্থান আমাদের পুনরুত্থানের নিশ্চয়তা, পরিত্রাণ, অনন্তজীবনের নিশ্চয়তা দেয় তা আমাদের বিশ্বাস করা আবশ্যক ।
🌎🛑🏕উপসংহার: পুনরুত্থান কোন কাল্পনিক বিষয় না বরং বাস্তব সত্য ঘটনা। তার উপযুক্ত প্রমাণ খ্রীষ্টের পুনরুত্থান। একজন বিশ্বাসী হিসেবে আপনাকে জীবনের পুনরুত্থান প্রাপ্তির জন্য পৃথক করা হয়েছে । সেই জন্য একজন খ্রীষ্ট বিশ্বাসীর জীবন এ পৃথিবীতে আলাদা। স্বর্গের অধিবাসী হিসাবে নিজেকে সবসময়ই স্মরণ করে পবিত্র জীবনের দিকে অগ্রসর হতে হবে। প্রেরিত পৌল সতর্ক করে বলেছেন ,
🛑 " ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে।ধার্মিক হইবার জন্য চেতন হও, পাপ করিও না, কেননা কাহারও কাহারও ঈশ্বর-জ্ঞান নাই; আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কহিতেছি।" ( ১ করি: ১৫:৩৩,৩৪)।
আমার প্রার্থনা থাকবে আগত জীবনের পুনরুত্থান সম্পর্কে ক্ষুদ্র আলোচনা আপনার জীবনকে প্রভুর কাছে গচ্ছিত রাখতে সাহায্য করবে ও যারা এখনও সেই জীবনের কথা জানে নাই, তারা যেন সেই পদ জেনে প্রভু যীশুকে বিশ্বাস ও গ্রহণ করে এবং সেই জীবনের পথে এগিয়ে যায় ।। আমেন।।
Comments
Post a Comment