ঈশ্বরের যোগানের পদ্ধতি হরেক রকমের

শাস্ত্রীয় অংশ : ১ রাজা: ১৭ অধ্যায়
-----------------------------------------
ভাববাদী এলিয়ের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি । তিনি আহাব রাজার সমসাময়িক উওর রাজ্য -ইসরাইলের সময়কার ভাববাদী ছিলেন । তিনি আহাব রাজাকে বলেছিলেন ৩ বছর ৬ মাস শিশিরও পরবে না বৃষ্টিও হবেনা । ঈশ্বর তাকে নিদর্শনা দিয়েছিলেন যেন তিনি যর্দন নদীর পূর্ব দিকে কড়িৎ স্রোতের ধারে লুকিয়ে থাকে । ঈশ্বর সেখানে দাড়কাকের দ্বারা খাবার পাঠানোর ব্যবস্থা করে ছিলেন ।
এলিয় ভাববাদীর পরীক্ষা :-
এক সময় কড়িৎ স্রোতের জল শুকিয়ে যায়।
এই কারণে হয়তো এলিয় ভাববাদী স্রোতের জল শুকিয়ে যাওয়ায় চিন্তার মধ্যেই পড়েছিলেন। চিন্তা করতে পারেন যে ঈশ্বরের প্রতিজ্ঞার কি হলো ? হয়তো শূন্যতা দেখে ছিলেন।
পরক্ষণে আমরা দেখতে পাই ঈশ্বর যোগানের ব্যবস্থা পরিবর্তন করলেন । তিনি এলিয় ভাববাদী কে সারিফতের বিধবার বাড়িতে যাওয়ার আজ্ঞা দিলেন । সেখানে ঈশ্বর বিধবার মধ্যে দিয়ে অনেক দিনের খাবারের যোগানের ব্যবস্থা করলেন ।
আমাদের শিক্ষণীয় বিষয় :
ঈশ্বর সব সময় একই যোগানের উৎস থেকে যোগান নাও দিতে পারেন । তিনি বিভিন্ন উপায়ে সাহায্য করতে পারেন । অনেক ক্ষেত্রে একটি উৎসের উপর নির্ভর করতে করতে আমরা ঈশ্বর কে বাদ দিয়ে আমরা কড়িৎ স্রোত ও কাকের উপর নির্ভরশীলতার মত হয়ে পড়ি । কিন্তুু ঈশ্বর তা চান না । তাই তিনি অনেক সময় যোগানোর উৎস পরিবর্তন করেন যেন তাঁর লোক বিশ্বাসে শক্তিশালী হয় ।
তাই আজকে হয়তো আপনি কাজ হারিয়েছেন অথবা প্রতিশ্রুত ব্যক্তির কাছ থেকে সাহায্য পাচ্ছেন না অথবা দৈনতার কারণে যে কোন পন্থায় আপনি শুকিয়ে যাওয়া কড়িৎ স্রোত দেখতে পাচ্ছেন । তবুও ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস করতে হয় । সামনের দিকে এগিয়ে যেতে হয় । ঈশ্বর আশ্চর্য ভাবে তাঁর লোকদের যোগান দেন ।
অন্যদিকে, অনেক সময় ঈশ্বর তাঁর ভক্ত দাসদের জীবনে অভাবের মধ্যে দিয়ে যেতে দেয়। উদাহরণস্বরূপ বলা যায় সাধু পৌলের কথা। তিনি বলেছেন, " ভাক্ত ভ্রাতৃগণের মধ্যে ঘটিত সঙ্কটে, পরিশ্রমে ও আয়াসে, অনেক বার নিদ্রার অভাবে, ক্ষুধায় ও তৃষ্ণায়, অনেক বার অনাহারে, শীতে ও উলঙ্গতায়।" ( ২ করি. ১১:২৭ )।তার কারণ ঈশ্বরের সার্বভৌমতার পরিকল্পনার অধীন।

তবে যা হোক না কেন আমাদের নিজের ভংগুর, দূর্বল বুদ্ধি দিয়ে ঈশ্বরকে বিচার করা ঠিক না যেমনি William Cowper তাঁর গানে বলেছেন,
"Judge not the Lord by feeble sense,
But trust Him for His grace;
Behind a frowning providence
He hides a smiling face."
তাই আসুন আমাদের সমস্ত প্রয়োজনের জন্য তাঁর অনুগ্রহের উপর যেন নির্ভর করি কারণ সাধু পৌল বলেছেন,
"আর আমার ঈশ্বর গৌরবে খ্রীষ্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন।"
[ফিলিপীয় ৪:১৯]
 আমেন
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
There-are-different-ways-of-supplying-God


Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া