অর্থের বিনিময়ে যারা সত্য শিক্ষাকে মিথ্যা বানিয়ে দেয়
⛪অর্থের বিনিময়ে যারা সত্য শিক্ষাকে মিথ্যা বানিয়ে প্রচার করে তাদের শিক্ষা বয়কট করুণ ।আজ অনেকেই আছেন মিথ্যা দ্বারা উপার্জিত বেতন ভোগ করছে তাদের কাছ থেকে খ্রীষ্টভক্তদের সাবধান থাকা খুবই জরুরী ।
🔴আজকে নিম্নলিখিত পদগুলি দেখলে বুঝতে পারি , খ্রীষ্টের মৃত্যু থেকে পুনরুত্থানের সাক্ষী হওয়া সত্বেও প্রহরীরা ধর্মীয় নেতাদের কাছ থেকে অর্থ পেয়ে মিথ্যা প্রচার করেছেন যা অনেকের কাছে বিশ্বাসযোগ্যতা পেয়েছিল ।
🎀"তাঁহারা যাইতেছেন, ইতিমধ্যে দেখ, প্রহরি-দলের কেহ কেহ নগরে গিয়া যাহা যাহা ঘটিয়াছিল, সেই সমস্ত বিবরণ প্রধান যাজকদিগকে জানাইল।তখন তাহারা প্রাচীনবর্গের সহিত একত্র হইয়া ও মন্ত্রণা করিয়া ঐ সেনাগণকে অনেক টাকা দিল, কহিল,
🔻তোমরা বলিও যে, তাহার শিষ্যগণ রাত্রিকালে আসিয়া, যখন আমরা নিদ্রাগত ছিলাম, তখন তাহাকে চুরি করিয়া লইয়া গিয়াছে।
তখন তাহারা সেই টাকা লইয়া, যেরূপ শিক্ষা পাইল, সেইরূপ কার্য করিল। আর যিহূদীদের মধ্যে সেই জনরব রটিয়া গেল, তাহা অদ্য পর্যন্ত রহিয়াছে।"🎀
[মথি ২৮: ১১-১৫]
আর মানুষও অর্থ দিয়ে কল্পনার বাক্য শুনতে চায় । 🔻
"লোভের বশে তাহারা কল্পিত বাক্য দ্বারা তোমাদের হইতে অর্থলাভ করিবে; তাহাদের বিচারাজ্ঞা দীর্ঘকাল বিলম্ব করে নাই, এবং তাহাদের বিনাশ ঢুলিয়া পড়ে নাই।"
[২ পিতর ২:৩]।
🔴🌏🌎🔴অতএব অর্থের বিনিময়ে যারা মিথ্যা শিক্ষা দেয় তাদের কাছ থেকে সাবধান । পবিত্র আত্মাই আপনাকে সত্য শিক্ষা দিবেন যা তিনি দিতে অংগীকার করেছেন ।।
Comments
Post a Comment