কি কি নিগুঢ়তত্ত্ব( Mystery) প্রকাশিত হল খ্রীষ্ট বিশ্বাসীদের কাছে ?
ভূমিকা : পুরাতন নিয়মে খ্রীষ্টের বা মসীহের আগমনের অনেক ভাববাণী আছে কিন্তু অনেক বিষয় গুপ্ত ছিল যা আমরা নতুন নিয়মে প্রেরিতদের কাছে প্রকাশিত শিক্ষার মধ্য দিয়ে জানতে পেরেছি যা খ্রীষ্ট বিশ্বাসীদের জন্য অসাধারণ আশীর্বাদ। এই আশীর্বাদ গুলো শুধু খ্রীষ্ট বিশ্বাসীরা বুঝতে পারবে অন্যেরা শুধু অন্ধকার দেখবে , বৈপরীত্য খোঁজবে ও শাস্ত্র পরিবর্তন করা হয়েছে বলবে। তারা তাই বলে তাদের বিনাশের জন্যই বলে( ২ পিতর ৩:১৬)। সে যাই হোক,
প্রেরিত পৌল বলেছেন ,
"তাহা সেই নিগূঢ়তত্ত্ব, যাহা যুগযুগানুক্রমে ও পুরুষপুরুষানুক্রমে গুপ্ত ছিল, কিন্তু এখন তাঁহার পবিত্রগণের কাছে প্রকাশিত হইল;
কারণ পরজাতিগণের মধ্যে সেই নিগূঢ়তত্ত্বের গৌরব-ধন কি, তাহা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল; তাহা তোমাদের মধ্যবর্তী খ্রীষ্ট, গৌরবের আশা;"
[কলসীয় ১:২৬-২৭]
কারণ পরজাতিগণের মধ্যে সেই নিগূঢ়তত্ত্বের গৌরব-ধন কি, তাহা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল; তাহা তোমাদের মধ্যবর্তী খ্রীষ্ট, গৌরবের আশা;"
[কলসীয় ১:২৬-২৭]
পরিষ্কার করে বলতে গেলে পবিত্রজন কারা যাদের কাছে এই মহৎ নিগুঢ়তত্ত্ব প্রকাশিত হয়েছে ? পবিত্র তারাই যারা পাপী কিন্তু প্রভু যীশুর রক্তে ধৌত হয়েছে, ধার্মিক গণিত হয়েছে, ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছে, যাদেরকে মহিমান্বিত হওয়ার জন্য পৃথক করা হয়েছে ।
এখন দেখি পবিত্র বাইবেল নিগুঢ়তত্ত্ব সম্পর্কে কি বলে,
"নিগূঢ় বিষয় সকল আমাদের ঈশ্বর সদাপ্রভুর অধিকার;-- "
(দ্বিতীয় বিবরণ ২৯:২৯)
(দ্বিতীয় বিবরণ ২৯:২৯)
"সদাপ্রভুর গূঢ় মন্ত্রণা তাঁহার ভয়কারীদের অধিকার, তিনি তাহাদিগকে আপন নিয়ম জানাইবেন।"
[গীত ২৫:১৪]
পুরাতন নিয়মে অনেক বিষয় গুপ্ত ছিল যা বর্তমানে বিশ্বাসীদের কাছে জানান হয়েছে ।
কি কি নিগুঢ়তত্ত্ব নতুন নিয়মের বিশ্বাসীদের কাছে জানান হয়েছে? Dr. JOHN Macarthur তাঁর প্রচারে তার একটা তালিকা দিয়েছেন:
🌏🛑🌏🛑🌏🛑🌏🛑🌏🛑🌏🛑🌏🛑
🌏🛑🌏🛑🌏🛑🌏🛑🌏🛑🌏🛑🌏🛑
প্রথমতঃঈশ্বর মানুষ হলেন : অনেকে তো কল্পনাই করতে পারে না যে, ঈশ্বর মানুষ হতে পারে । তারা সহজেই ভুলে যায়, ঈশ্বরের তা করার ক্ষমতা রাখে। প্রভুর বাক্য এ সম্পর্কে বলে ,
"যেন তাহাদের হৃদয় আশ্বাস পায়, তাহারা প্রেমে পরস্পর সংসক্ত হইয়া জ্ঞানের নিশ্চয়তারূপ সমস্ত ধনে ধনী হইয়া উঠে, যেন ঈশ্বরের নিগূঢ়তত্ত্ব, অর্থাৎ খ্রীষ্টকে জানিতে পায়।
ইঁহার মধ্যে জ্ঞানের ও বিদ্যার সমস্ত নিধি গুপ্ত রহিয়াছে।"
ইঁহার মধ্যে জ্ঞানের ও বিদ্যার সমস্ত নিধি গুপ্ত রহিয়াছে।"
"কেননা তাঁহাতেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিকরূপে বাস করে;"
(কলসীয় ২:২-৩,৯)
দ্বিতীয়তঃ ইস্রায়েল জাতির অবিশ্বাসের কারণ: ইস্রায়েল জাতির খ্রীষ্টের প্রতি অবিশ্বাসের কারণে পরজাতীয়রা খ্রীষ্টের আশীর্বাদ লাভ করার সুযোগ পেয়েছে।
"কারণ, ভ্রাতৃগণ, তোমরা যেন নিজেদের জ্ঞানে বুদ্ধিমান না হও, এই জন্য আমি ইচ্ছা করি না যে, তোমরা এই নিগূঢ়তত্ত্ব অজ্ঞাত থাক যে, কতক পরিমাণে ইস্রায়েলের কঠিনতা ঘটিয়াছে, যে পর্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে;"
(রোমীয় ১১:২৫)
তৃতীয়ত: ধর্মভ্রষ্টতার নিগুঢ়তত্ত্ব : প্রভু যীশুর আগমনে পাপ পুরুষের প্রকাশ হবে যিনি মিথ্যা পরাক্রম, নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ সহ নানা ধরনের প্রতারণা উপস্থিত করবে । অবিশ্বাসীরা যারা অধার্মিকতায় প্রীত তার চমকে প্রতারিত হবে ও বিচারিত হবে ( ২ থিষলী: ২:৯-১২)। কিন্তু তার আগমন সম্পর্কে বিশ্বাসীদের কাছে নিগুঢ়তত্ত্ব প্রকাশিত হয়েছে
"কারণ অধর্মের নিগূঢ়তত্ত্ব এখনই কার্য সাধন করিতেছে; কেবল এখন একজন, যে পর্যন্ত সে দূরীভূত না হয়, বাধা দিয়া রাখিতেছে।"
( ২ থিষলী: ২:৭)
( ২ থিষলী: ২:৭)
"আর সেই দূত আমাকে কহিলেন, তুমি আশ্চর্য জ্ঞান করিলে কেন? আমি ঐ নারীর ও উহার বাহনের অর্থাৎ যাহার সপ্ত মস্তক ও দশটি শৃঙ্গ, সেই পশুর #নিগূঢ়তত্ত্ব তোমাকে জানাই।"
(প্রকাশিত ১৭:৭)
চতুর্থতঃ যিহূদী ও পরজাতীয়দের মিলন হবে। পূর্বে যিহূদীদের কাছেই ঈশ্বরের প্রতিজ্ঞা সীমাবদ্ধতা ছিল কিন্তু এখন পরজাতীয়রা একই প্রতিজ্ঞার অন্তর্ভুক্ত যা গুপ্ত ছিল।
এ সম্পর্কে প্রভুর বাণী বলে ,
"ফলতঃ প্রত্যাদেশ দ্বারা সেই নিগূঢ়তত্ত্ব আমাকে জ্ঞাত করা হইয়াছে, যেমন আমি পূর্বে সংক্ষেপে লিখিয়াছি;তোমরা তাহা পাঠ করিলে খ্রীষ্ট সম্বন্ধীয় নিগূঢ়তত্ত্বে আমার ব্যুৎপত্তি বুঝিতে পারিবে।
বিগত পুরুষপরমপরায় সেই #নিগূঢ়তত্ত্ব মনুষ্য-সন্তানদিগকে এইরূপে জ্ঞাত করা যায় নাই, যেরূপে এখন আত্মাতে তাঁহার পবিত্র প্রেরিত ও ভাববাদিগণের নিকটে প্রকাশিত হইয়াছে।
এ সম্পর্কে প্রভুর বাণী বলে ,
"ফলতঃ প্রত্যাদেশ দ্বারা সেই নিগূঢ়তত্ত্ব আমাকে জ্ঞাত করা হইয়াছে, যেমন আমি পূর্বে সংক্ষেপে লিখিয়াছি;তোমরা তাহা পাঠ করিলে খ্রীষ্ট সম্বন্ধীয় নিগূঢ়তত্ত্বে আমার ব্যুৎপত্তি বুঝিতে পারিবে।
বিগত পুরুষপরমপরায় সেই #নিগূঢ়তত্ত্ব মনুষ্য-সন্তানদিগকে এইরূপে জ্ঞাত করা যায় নাই, যেরূপে এখন আত্মাতে তাঁহার পবিত্র প্রেরিত ও ভাববাদিগণের নিকটে প্রকাশিত হইয়াছে।
ফলতঃ সুসমাচার দ্বারা খ্রীষ্ট যীশুতে পরজাতীয়েরাও সহদায়াদ, দেহের সহাঙ্গ ও প্রতিজ্ঞার সহভাগী হয়;
ঈশ্বরের অনুগ্রহের যে দান তাঁহার শক্তির কার্যসাধন অনুসারে আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি সেই সুসমাচারের পরিচারক হইয়াছি।"(ইফি: ৩:৩-৬)।
এই নিগুঢ়তত্ত্ব অনুসারে যিহূদী -অযিহূদীর মধ্যে প্রভেদ নেই। খ্রীষ্ট যীশুতে সবাই সমান কারণ যে বাঁধা ছিল তা ঈশ্বর ভেংগে ফেলেছেন প্রভু যীশুর রক্ত দ্বারা যেমন পবিত্র শাস্ত্র বলে,
"কিন্তু এখন খ্রীষ্ট যীশুতে, পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা, তোমরা খ্রীষ্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ।কেননা তিনিই আমাদের সন্ধি; তিনি উভয়কে এক করিয়াছেন, এবং মধ্যবর্তী বিচ্ছেদের দেওয়াল ভাঙ্গিয়া ফেলিয়াছেন।"
"কিন্তু এখন খ্রীষ্ট যীশুতে, পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা, তোমরা খ্রীষ্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ।কেননা তিনিই আমাদের সন্ধি; তিনি উভয়কে এক করিয়াছেন, এবং মধ্যবর্তী বিচ্ছেদের দেওয়াল ভাঙ্গিয়া ফেলিয়াছেন।"
(ইফিষীয় ২:১৩,১৪)
পঞ্চমতঃ প্রভু যীশুর পুনরাগমন , বিশ্বাসীদের রূপান্তর ও পুনরুত্থান: খ্রীষ্ট বিশ্বাসীদের জন্য অনন্ত আশীর্বাদ অপেক্ষা করছে যা এক সময় গুপ্ত ছিল কিন্তু এখন প্রকাশিত । প্রেরিত পৌল বলেছেন ,
"দেখ, আমি তোমাদিগকে এক #নিগূঢ়তত্ত্ব বলি; আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব;এক মুহূর্তের মধ্যে, চক্ষুর পলকে, শেষ তূরীধ্বনিতে হইব; কেননা তূরী বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে, এবং আমরা রূপান্তরীকৃত হইব।"
(১ করি:১৫:৫১,৫২)
(১ করি:১৫:৫১,৫২)
উপসংহার: প্রভু তাঁর দয়া অনুসারে আমাদের মত নগণ্য ব্যক্তিদের তাঁর অপ্রকাশিত সত্য প্রকাশ করেছেন যেন আমরা নম্রতায় তা স্বীকার করি ও তাঁর প্রভুত্বের বাধ্য হই। প্রভুর বাক্য এ কথা বলে ,
"সেই সময়ে যীশু এই কথা কহিলেন, হে পিতঃ, হে স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের নিকট হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ;হাঁ, পিতঃ, কেননা ইহা তোমার দৃষ্টিতে প্রীতিজনক হইল।" (মথি ১১: ২৫ -২৬)
আসুন যারা খ্রীষ্ট বিশ্বাসী প্রভুর ধন্যবাদ করি এ অফুরন্ত আশীর্বাদের জন্য ও প্রার্থনা করি যারা এ নিগুঢ়তত্ত্ব বিশ্বাস করেনি তারা যেন সেই সত্য জেনে বিশ্বাস করে এ আশীর্বাদের অংশীদার হয়।। আমেন।।
"সেই সময়ে যীশু এই কথা কহিলেন, হে পিতঃ, হে স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের নিকট হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ;হাঁ, পিতঃ, কেননা ইহা তোমার দৃষ্টিতে প্রীতিজনক হইল।" (মথি ১১: ২৫ -২৬)
আসুন যারা খ্রীষ্ট বিশ্বাসী প্রভুর ধন্যবাদ করি এ অফুরন্ত আশীর্বাদের জন্য ও প্রার্থনা করি যারা এ নিগুঢ়তত্ত্ব বিশ্বাস করেনি তারা যেন সেই সত্য জেনে বিশ্বাস করে এ আশীর্বাদের অংশীদার হয়।। আমেন।।
Comments
Post a Comment