Chocolate Day(9 February) কি ?

আজকের বিষয় ও একটু অন‍্য ধরনের তো চলুন কথা না বাড়িয়ে সংক্ষেপে আলোচনা করি‌।
Valentines week এর Chocolate Day বলতে কি বোঝায় ?
সাধারণত চকলেট দিন প্রেমিক ও প্রেমিকাদের দিন। এই দিন প্রেমিরা একের অপরকে
Chocolate দিয়ে থাকেন যেন এই Chocolate এর মতো তাঁদের প্রেমর সম্পর্ক মিষ্টি হয়ে থাকে। এই মিষ্টি স্বাদ ও ওই প্রেমকে প্রদর্শন করেন। একেই সাধারণ ভাষায় Chocolate_Day বলে।
আচ্ছা আপনি একটু ভাবুন তো এই চকলেট এর মধ‍্য দিয়ে কোন প্রেমের সম্পর্কে মিষ্টি/ভালো হয় কি বা করতে পারবে কি ?
অনেকের ভাবার শক্তি এখন নেই। যারা অন্ধ প্রেমি তারা তো বলেই ফেলবে যে হাঁ দিতে পারে।
আমি এখানে অন্ধ প্রেমিদের জন‍্য কিছু বলতে চাই না। তাঁদের এখন সব কিছু ভালোই লাগবে।
আমি আমার খ্রিষ্টীয়ত অন্ধ প্রেমিদের মানে যুবক যুবতীদের কিছু বলতে চাই দয়া করে আপনারা পোস্ট গুলো ভালো করে পড়ুন। আর এই সব জগতের মায়া থেকে দূর হোন।
আপনি কি জানেন এই Chocolate থেকে বহু গুন ভাল স্বাদ আপনার জন‍্য কিছু আছে বা দেওয়া হয়েছে। যেই স্বাদ স্বয়ং আপনাকে খেয়ে/চেখে দেখতে হবে।

আমার প্রিয় যুবক যুবতীগণ সেই স্বাদ আস্বাদন করেছেন কি ?
সেই স্বাদের সম্বন্ধে বাক‍্য বলে
👇👇👇
গীতসংহিতা 34:8 পদ
আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময়; ধন্য সেই ব্যক্তি, যে তাঁহার শরণাপন্ন।
👆👆👆
সেই স্বাদ যে আস্বাদন করেছেন তখন এই বাক‍্যের মতোন তার মনে এই ভাষা উওলে উঠবে।
👇👇👇
গীতসংহিতা 119:103 পদ
তোমার বচন সকল আমার তালুতে কেমন মিষ্ট লাগে! তাহা আমার মুখে মধু হইতেও মধুর!
গীতসংহিতা 19:10 পদ
তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু।
👆👆👆
আমাদের খ্রিষ্টীয় যুবক_যুবতীগণদের যখন কোন  খ্রিষ্টীয় ভ্রাতা ও ভগিনী ও পাষ্টার উওম আত্মিক বচন দেওয়া চেষ্টা করে তখন সেটা তাদের ভালো/মিষ্টি লাগে না কিন্তু অনেক তিতা লেগে যায়।আর যখন কোন আপজন সেই জাগতিক chocolate প্রেমসহকারে দিতে চায় তখন আর বলা যায় না।খুশি খুশি গ্ৰহণ করে ন‍্যায়। কারণ হচ্ছে তখন যে সেই chocolate এর মধ্যে থেকে মিষ্টি ঝরে পড়ে যাচ্ছে। ( দুঃখিত এখানে একটু কঠিন ভাষাশালী প্রয়োগ করার জন‍্য)।
জগতের মিষ্টি আর আত্মিক মিষ্টির পার্থক্য বুঝুন।
যারা আত্মিক স্বাদ আস্বাদন করেছেন তাদের আর জগতের chocolate স্বাদ মিষ্টি লাগবে না। যাদের আপজনের chocolate মিষ্টি লাগতে তারা এখন ও ঈশ্বরকে ও তার বচনকে আস্বাদন করেনি।
বাক‍্য বলে
👇👇👇
ইব্রীয় 6:4-5 পদ
কেননা যাহারা একবার দীপ্তি প্রাপ্ত হইয়াছে, ও স্বর্গীয় দানের রসাস্বাদন করিয়াছে, ও পবিত্র আত্মার ভাগী হইয়াছে, এবং ঈশ্বরের মঙ্গলবাক্যের ও ভাবী যুগের নানা পরাক্রমের রসাস্বাদন করিয়াছে,
👆👆👆
তো দেখলেন  আপনার মুখের জন্য চকলেট মিষ্টি নয়।বরং ঈশ্বরের বাক‍্যেই মিষ্টি।আপনার দ্বারাই অন‍্য জন এই আত্মিক মিষ্টি স্বাদ আস্বাদন করবে/অনুভব করতে পারবে। যদি না আপনি এই জগতের chocolate এর পিছনে দৌড় দৌড়ি করেন।
খ্রিষ্টীয় প্রিয় যুবক-যুবতীগণ ঈশ্বর এই বাক‍্যের দ্বারা আপনাদের কিছু বলছেন তা বলে এটা বলছি না যে এই বাক‍্য শুধু যুবক-যুবতীদের জন্য প্রযোজ্য হয় তা কিন্তু নয় বাক‍্য উভয়ের জন‍্যই প্রযোজ্য হয়।
👇👇👇
মথি 5:14 পদ
তোমরা জগতের দীপ্তি; পর্ব্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না।
1 থিষলনীকীয় 5:5 পদ
তোমরা ত সকলে দীপ্তির সন্তান ও দিবসের সন্তান; আমরা রাত্রিরও নই, অন্ধকারেরও নই।
👆👆👆👆
উপসংহার খ্রিষ্টীয়ত প্রিয় ভ্রাতা ও ভগিনী জগতের অভিলাষকে আপন করবেন না। হয়ত এই সব অভিলাষ ক্ষনেকের জন‍্য আপনাকে সুখ দিলেও দিতে পারে কিন্তু পরিনাম মন্দ/খারাপ‌। তাই বাইবেল সুস্পষ্ট ভাবে বলে।
👇👇👇
1 যোহন 2:15-17
তোমরা জগৎকে প্রেম করিও না, জগতীস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে; কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী।
👆👆👆
#বিঃদ্রঃ বাইবেলে অধ‍্যায় করে বাড়তে থাকুন।
#ধন্যবাদ।‌।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
What-is-chocolate-day-9-February


Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া