পৃথিবীতে যা হোক না কেন, বিশ্বাসে যেন আমরা সবল হই

ভূমিকা: যীশু একসময় বলেছিলেন,
"কিন্তুু মনুষ্য পুত্র যখন আসবেন তখন কি তিনি পৃথিবীতে বিশ্বাস দেখতে পারবেন ?"
লূক ১৮:৮
বর্তমান পরিস্থিতি: একটা রিপোর্ট দেখলাম 76% সুইডেনের নাস্তিক অথবা তারা কোন ধর্মের না বলে স্বীকৃতি দিয়েছে । পৃথিবীতে সুইডেনের মত অনেক দেশে এই অবস্থায় নেমে আসবে এমনকি এরচেয়ে আরও খারাপ হবে ।
আমরা যেসব দেশ খ্রীষ্টান দেশ হিসাবে মনে করতাম তার অবস্থা আর সেরকম কিছু নেই। মানুষ এতটাই ভোগবাদী হয়েছে যে তাদের নিয়ন্ত্রণের কোন বলগা নেই, খ্রীষ্টীয় বিশ্বাসতো অনেকেই অনেক দিন হারিয়েছ । এখন শুধু চার্চ গুলো যাদুঘর অথবা ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থান হিসেবে দাড়িয়ে আছে অথবা অন্য ধর্মের মানুষ ব্যবহার করছে।
যীশুর চিন্তা :
প্রভু যীশু প্রার্থনা সম্পর্কে শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন ------'
"কিন্তুু মনুষ্য পুত্র যখন আসবেন তখন কি তিনি পৃথিবীতে বিশ্বাস দেখতে পারবেন? "
বাস্তবিক বর্তমান সময়টা অনেকের কাছে বড় চিন্তার বিষয় । প্রভু যীশু তাঁর কথায় বুঝাতে চেয়েছেন তিনি যখন পুনরায় আসবেন , তখন পৃথিবীতে সত্যিকারের বিশ্বাসীদের সংখ্যা খুবই কম থাকবে। হবে অনেকটা নোহের সময়ে মত ( লূক ১৭: ২৬) । নোহের সময়ে মাত্র আটজন লোক পরিত্রাণ পেয়েছিল । যীশু নিজেও তাঁর আগমনের লক্ষন গুলো পূর্বেই বলেছেন যে তাঁর আগমনে পৃথিবীতে বিশ্বাসীদের উপর অত্যাচার এবং ভ্রান্ত নবীদের ভ্রান্ত শিক্ষা, ধর্ম নিন্দা, সত্য হতে দূরে সরে যাবে (মথি ২৪: ৯-১৩,২৪)
খ্রীষ্ট বিশ্বাসীদের ভয়ের কারণ নেই:
খীষ্ট বিশ্বাসীদের সমস্ত বিষয় খ্রীষ্ট ও তাঁর শিষ্যদের দ্বারা আগেই জানানো হয়েছে যেন প্রকৃত বিশ্বাসী ভয় না পায় ।
প্রভু যীশু বললেন এতো ভয় পেও না কারণ এই সকল বিষয় হবেই হবে (মথি ২৪: ৬ )
কিন্তুু পৃথিবী রসাতলে যাক বা এর অবস্থা যাই হোক না কেন পৃথিবীতে আপনার বিশ্বাস কোথায়? আপনার পরিত্রাণের বিশ্বাস কোথায় , সন্তানদের বিশ্বাস কোথায়, দয়া করে পরীক্ষা করুন ।
খ্রীষ্টীয় বিশ্বাস বৃদ্ধির বাইবেলের উপদেশ হচ্ছে :
১) আপনার বিশ্বাস বৃদ্ধির জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন (মার্ক ৯: ২৪ , মথি ৭:৭)
২) পবিত্র শাস্ত্র নিয়মিত পড়ুন (রোমীয় ১০: ১৭ , ১পিতর ২: ২)
৩) পবিত্র বাণী পালন করুন (যাকোব ১ অধ্যায়)। পড়ে গেলে প্রভুর শক্তিতে উঠুন , আবার শুরু করুণ । মানুষ সুযোগ না দিলেও ঈশ্বর সুযোগ দান করেন ।
৪) ঈশ্বরের বাক্যের পরীক্ষা ও আস্বাদন করুন কেননা তা মংগলময় (মালাখী ৩: ৯-১১, যাকোব ১: ২-৩; গীত ৩৪:৮)
৫) সমস্ত অবস্থায় প্রভুর ধন্যবাদ ও প্রশংসা করুন (১থিষ: ৫:১৮)
৬) পাপে জীবন চলা বন্ধ করুণ:
পাপ ঈশ্বরের সাথে মানুষের বিচ্ছেদ জন্মায়। ঈশ্বর আমাদের পবিত্রতার জন্য আহ্বান করেছেন
(যিশা: ৫৯:২, ১ পিতর ১:১৫)
৭) বিশ্বাসীদের সাথে একই সহভাগিতায় থাকুন ।
সামান্য বিষয়ে ঝগড়া থেকে দৃরে থাকুন । নিজেদের মধ্যে ক্ষতি মেনে নিন
(ইব্রীয় ১০:২৫, ১ করি: ৬)
উপসংহার: শেষে ঈশ্বরের কাছে বিনীত নিবেদন এই যে তিনি যেন আমাদের তাঁর বিশ্বাসে দৃঢ় করেন ও পবিত্র জীবন যাপনের সামর্থ্য দান করেন যেন তাঁর আগমনে আমাদের মধ্যে তাঁর প্রদত্ত বিশ্বাস দেখতে পান। আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Whatever-is-on-earth-we-should-be-strong-in-faith

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া