তিক্ততা যখন মিষ্টতায় রূপান্তর হয়
শাস্ত্রাংশ- “দেখ, আমার শান্তির নিমিত্তই আমার তিক্ততা, তিক্ততা উপস্থিত হইল; কিন্তু তুমি প্রেমেই আমার প্রাণকে বিনাশকূপ হইতে উদ্ধার করিলে, তুমি ত আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ।” ( যিশাঃ ৩৮ : ১৭ )
✝রাজা হিষ্কিয় ছিলেন দক্ষিণ রাজ্য যিহুদার রাজা। যিহুদার ২০ জন রাজার মধ্যে ৮ রাজা ভাল ছিলেন । তার মধ্যে রাজা হিষ্কিয় রাজা ছিলেন অন্যতম । কিন্তু তাঁর একসময় অনেক বড় রোগ হয় ।তখন ভাববাদী যিশাইয়, রাজা হিষ্কিয়কে এসে বলেন মৃত্যুর জন্য যেন প্রস্তুত হও। তখন রাজা হিষ্কিয় অনেক চোখের জলে প্রার্থনা করলেন। ঈশ্বর তাঁর প্রার্থনা শুনেছিলেন এবং তাঁর আয়ু ১৫ বছর বাড়িয়ে দিয়েছিলেন। তার প্রমাণ স্বরূপ ঈশ্বর তাঁকে ছায়ার চিহ্ন দিয়েছিলেন। ( যিশাঃ ৩৮ :৭-৮)
তখন শিলালিপিতে এর ইতিহাস বা গান লিখেন যা যিশাঃ৩৮:৯-২০ পদে আছে যা তার যন্ত্রে (String Instrument) গাওয়ার কথা বলা হয়েছে ( যিশাঃ৩৮:২০ )
এর মধ্যে এই লাইন গুলো আমার ভাল লাগে ,”
“দেখ, আমার শান্তির নিমিত্তই আমার তিক্ততা, তিক্ততা উপস্থিত হইল; কিন্তু তুমি প্রেমেই আমার প্রাণকে বিনাশকূপ হইতে উদ্ধার করিলে, তুমি ত আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ।” ( যিশাঃ৩৮:১৭)।
✝প্রয়োগ: অনেক তিক্ততা আমাদের জীবনে আসে যা সহ্য করা কঠিন । কিন্তু ঈশ্বর সেই তিক্ততা আশিবাদে রূপান্তর করতে পারেন।
অন্যদিকে , যীশু আমাদের জীবনের পাপ রোগের আরোগ্য দেয়ার জন্য ক্রুশে তিক্ততার পানপাত্র পান করেছিলেন যেন আমাদের পাপের তিক্ততার জীবন থেকে পরিত্রাণের মিষ্টতা দিতে পারেন। আপনিও যীশুর কাছে এসে মিস্টতার জীবন জল পান করতে পারেন।
প্রভু যীশু যেমন বলেছেন ,
“কেহ যদি তৃষ্ণার্ত হয়, তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে ( পবিত্র আত্মা).”
( যোহন ৭:৩৭-৩৮)।
✝উপসংহার: বস্তত: আমরা প্রভু যীশুর মৃত্যু ও পুনুরুত্থানের মধ্য দিয়ে মিষ্টতার আশীর্বাদ লাভ করি। আজকে যদি আপনার জীবনে কোন তিক্ততার আলামত পান তাহলে খ্রীষ্টের কাছে আসার অনুরোধ রইল কেননা তিনিই বুঝেন আপনার তিক্ততা ।। আমেন ।।
Comments
Post a Comment