পৈত্রিক ধর্ম যখন মিথ্যা তখন ঈশ্বরের অনুগ্রহে অব্রাহাম সেই ধর্ম ত্যাগ করেছিলেন : আপনি কি করবেন?
ঈশ্বরের বাক্য অব্রাহামের পূর্বের ধর্ম সম্পর্কে বলে ,
🎀🔶️🌏"তখন যিহোশূয় সকল লোককে কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, পুরাকালে তোমাদের পিতৃপুরুষেরা, অব্রাহামের পিতা ও নাহোরের পিতা তেরহ [ফরাৎ] নদীর ওপারে বাস করিত; আর তাহারা অন্য দেবগণের সেবা করিত।"
(যিহোশূয় ২৪:২)
(যিহোশূয় ২৪:২)
কিন্তু তিনি ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে পৈতৃক ধর্ম ত্যাগ করে কনান দেশের দিকে অর্থাৎ প্রতিজ্ঞাত দেশে আসলেন যেন জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারে । তাঁর পরবর্তী প্রজন্ম ইসহাক ও যাকোব তাদের উর দেশের ধর্মে ফিরে যায় নি।
🌏🔶️🛑আপনার বর্তমান ধর্ম মিথ্যা হলে সেখান থেকে বেরিয়ে আসুন । সত্য ঈশ্বর সম্পর্কে জ্ঞাত হোন যেন খ্রীষ্টেতে স্বাধীনতা, মুক্তি ও ঈশ্বরের সাথে মিলিত হতে পারেন - শান্তি পেতে পারেন।
প্রেরিত পৌল বলেছেন ,
"কারণ তাহারা নিজেরা আমাদের বিষয়ে এই বার্তা প্রচার করিয়া থাকে যে, তোমাদের নিকটে আমরা কিরূপে উপস্থিত হইয়াছিলাম, আর তোমরা কিরূপে প্রতিমাগণ হইতে ঈশ্বরের দিকে ফিরিয়া আসিয়াছ, যেন জীবন্ত সত্য ঈশ্বরের সেবা করিতে পার,
এবং যাঁহাকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, যিনি আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্তা, যেন স্বর্গ হইতে তাঁহার সেই পুত্রের অর্থাৎ যীশুর অপেক্ষা করিতে পার।"
(১ থিষলী ১: ৯,১০)।
(১ থিষলী ১: ৯,১০)।
ঐতিহাসিক জায়গা থিষলনীকীয়দের মণ্ডলীর লোকজন পৈতৃক ধর্ম ত্যাগ করে প্রভু যীশুকে বিশ্বাসের মধ্য দিয়ে সত্য ঈশ্বরের পরিচয় পেয়েছিলেন যেন জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারেন।
🌏🛑🌏আজকে আপনার অবস্থা কি ? আপনি কি কোন অসার ধর্মের সাথে যুক্ত । তাহলে চিন্তা করেন মুক্ত হওয়ার জন্য । জীবন্ত ঈশ্বর আপনার মুক্তির জন্য সব কিছুই সম্পন্ন করেছেন ।
ঈশ্বরের বাক্য আমাদের নিশ্চিত করে ,
"
🛑তোমরা ত জান, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলীক আচার-ব্যবহার হইতে তোমরা ক্ষয়ণীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা, মুক্ত হও নাই,কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকস্বরূপ খ্রীষ্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ।"🛑
"
🛑তোমরা ত জান, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলীক আচার-ব্যবহার হইতে তোমরা ক্ষয়ণীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা, মুক্ত হও নাই,কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকস্বরূপ খ্রীষ্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ।"🛑
(১ পিতর ১:১৮,১৯)
🎀🌎🎀তাই আজকে প্রভুর অনুগ্রহে মিথ্যা ধর্ম থেকে মুক্ত হোন , প্রভুর রাজ্যে যুক্ত হোন।।আমেন।।

Comments
Post a Comment