খ্রীষ্টেতে আপনি কে ?

আপনি জগত পত্তনের পূর্বে খ্রীষ্টে নিরূপিত এক জন,
যিনি সৃষ্টিকতার অতি আপন জন ।
আপনাকে তার ধার্মিকতার রাজ্যে আহবান করা হয়েছে ,
মন পরিবর্তনের বারতা গ্রহন করার শক্তি প্রভু দিয়েছে ।
আপনাকে গণনা করা হয়েছে ধার্মিক ,
তাই ঈশ্বরের সাক্ষাতে বিচারে আপনি নিভিক ।
আপনাকে দেওয়া হয়েছে পবিত্র আত্মার মুদ্রাংক,
জাগতিক জীবনে পবিত্রাচরণে যেন হোন সিদ্ধ ।
আপনি ঈশ্বরের আত্মিক ও দত্তক সন্তান,
যেন আব্রাহামের কাছে প্রতিশ্রুত সমস্ত আশীর্বাদ পান ।
আপনি এ প্রজন্মে সৎ কাজের জন্য সৃষ্ট,
যেন পিতা ঈশ্বর আপনাতে থাকেন প্রীত ।
আপনি হয়তো ছিলেন অনেকের কাছে জঘন্য বা নগন্য ,
তখন আপনার পাপ হরন করে করা হয়েছে ধন্য ।
আপনি খ্রীষ্টতে কষ্টিত, নির্যাতিত হয়ত পতিত ,
প্রতি টি ঘটনায় তিনি করেন আমাদের নম্রীত ।
আপনি বিচারের দিনে স্বর্গদূতদের বিচারক,
শাস্র দিয়েছে তার চাক্ষুষ স্মারক ।
আপনি খ্রীষ্টের সাথে রাজত্ব কারী ,
এই সকল আশীর্বাদ গুলো স্বরন করে ;
চলুন হই আমরা প্রভুর ধন্যবাদ ও প্রশংসাকারী ।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Who-are-you-in-Christ

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া