আসলে কারা নরকে যাবে ?
ভূমিকা: ঈশ্বর স্বর্গ ও নরক উভয়ই তৈরী করেছেন যেখানে মানুষ অনন্তকালীন ভাবে বসবাস করবে। হয় ঈশ্বরের প্রদত্ত সুসমাচারের বাধ্য হয়ে স্বর্গে অনন্তকালীন সময় ধরে থাকবে, না হয় সুসমাচারের অবাধ্য হয়ে নরকে অনন্তকালীন থাকবে।
প্রভুর বাক্য আমাদের পরিষ্কার করে বলে ,
"বাস্তবিক ঈশ্বরের কাছে ইহা ন্যায্য যে, যাহারা তোমাদিগকে ক্লেশ দেয়, তিনি তাহাদিগকে প্রতিফলরূপে ক্লেশ দিবেন,এবং ক্লেশ পাইতেছ যে তোমরা, তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দিবেন, [ইহা তখনই হইবে] যখন প্রভু যীশু স্বর্গ হইতে তাঁহার পরাক্রমশালী দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন,এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন।"
(২ থিষলনীকিয় ১:৬-৮)
(২ থিষলনীকিয় ১:৬-৮)
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ঈশ্বরকে জানা যায়?
পুত্রের মধ্য দিয়েই পিতা ঈশ্বরকে জানা যায় ( আর কোন পথ নাই sorry যোহন ১৪:৬)
"সকলই আমার পিতা কর্তৃক আমাকে সমর্পিত হইয়াছে; আর পুত্রকে কেহ জানে না, কেবল পিতা জানেন; এবং পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন, এবং পুত্র যাহার নিকটে তাঁহাকে প্রকাশ করিতে ইচ্ছা করেন, সে জানে।"
(মথি ১১:২৭)
(মথি ১১:২৭)
সুসমাচার কি ?
🛑⭕🛑🌍
🛑⭕🛑🌍
"ফলতঃ প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, এবং ইহা আপনিও পাইয়াছি যে, শাস্ত্রানুসারে খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন, ও কবর প্রাপ্ত হইলেন,
আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন;"( ১ করিন্হীয় ১৫:৩,৪)
আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন;"( ১ করিন্হীয় ১৫:৩,৪)
প্রভু যীশুর মৃত্যু ও পুনরুত্থানের সাথে সুসাচারের সম্পর্ক :
🌍🛑⭕🌏🔮🌍🛑⭕🌏🔮
"সেই যীশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন, এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন।"
(রোমীয় ৪:২৫)
🌍🛑⭕🌏🔮🌍🛑⭕🌏🔮
"সেই যীশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন, এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন।"
(রোমীয় ৪:২৫)
নরক থেকে বাঁচার জন্য আপনার কি করণীয়:
🌍🛑⭕🌏🔮🌍🛑⭕🌏🔮🌍🛑⭕🌏
🌍🛑⭕🌏🔮🌍🛑⭕🌏🔮🌍🛑⭕🌏
"কারণ তুমি যদি ‘মুখে’ যীশুকে প্রভু বলিয়া স্বীকার কর, এবং ‘হৃদয়ে’ বিশ্বাস কর যে, ঈশ্বর তাঁহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে।"
(রোমীয় ১০:৯)
উপসংহার: আসুন সুসমাচারের বাধ্য হয়ে আজই অনন্তজীবন লাভের পবিত্র সুযোগ গ্রহণ করি, কারণ দেরী করার সময় নাই। আজই হয়ত হতে পারে শেষ সুযোগ।
"কেননা তিনি কহেন, ‘‘আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা শুনিলাম, এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম।” দেখ, এখন সুপ্রসন্নতার সময়; দেখ, এখন পরিত্রাণের দিবস।"
(২ করিন্হীয় ৬:২)
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
(২ করিন্হীয় ৬:২)
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Comments
Post a Comment