অনুতাপ করার পরেও অতীত করা ভুল কেন কুড়ে কুড়ে খায় ?

আমরা অতীত মুছে ফেলতে পারি না । সেই কারণে তার পরিবর্তে ঈশ্বর যে তাঁর করুণায় অপরাধ ও পাপের শক্তি থেকে মুক্ত করেছেন তা স্নরণ করে তাঁর অনুগ্রহের জন্য আনন্দ করা উচিত ।
সাধু পৌল নিজের সম্পর্কে বলেছেন এভাবে  "তিনি পাপীদের অগ্রগণ্য বা প্রধান পাপী" কারণ তিনি খ্রীষ্ট বিশ্বাসীদের অত্যাচার করতেন."
সাধু পৌল নিজের কথা মনে করতে পারেন ,
"আমি যদি নিজের দিকে তাকাই তাহলে প্রধান পাপী , কিন্তু তা আমার প্রকৃত পরিচয় না। আমার প্রকৃত পরিচয় খ্রীষ্টের সাথে যিনি আমাকে ঊর্ধ বা স্বর্গীয় স্হানে বসিয়েছেন । আমি যখন অপরাধে ও পাপে মৃত ছিলাম তখন আমি প্রকৃতগত ভাবে ক্রোধের সন্তান ছিলাম কিন্তু খ্রীষ্টই সে অবস্থা থেকে মুক্ত করেছেন । এখন তাঁর মধ্য দিয়েই আমার নতুন পরিচয় ।"
প্রেরিত পিতর এ কথা খ্রীষ্ট বিশ্বাসীদের বলেছেন,
"আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়ানুযায়ী বিচার করেন, তাঁহাকে যদি পিতা বলিয়া ডাক, তবে সভয়ে আপন আপন প্রবাসকাল যাপন কর।তোমরা ত জান, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলীক আচার-ব্যবহার হইতে তোমরা ক্ষয়ণীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা, মুক্ত হও নাই,কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকস্বরূপ খ্রীষ্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ।তিনি জগৎ পত্তনের অগ্রে পূর্বলক্ষিত ছিলেন, কিন্তু কালের পরিণামে তোমাদের নিমিত্ত প্রকাশিত হইলেন;তোমরা তাঁহারই দ্বারা সেই ঈশ্বরে বিশ্বাসী হইয়াছ, যিনি তাঁহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন ও গৌরব দিয়াছেন; এইরূপে তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের প্রতি রহিয়াছে।"
তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভ্রাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরসপর একাগ্রভাবে প্রেম কর;কারণ তোমরা ক্ষয়ণীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য ॥ভ * (বা) জীবন্ত ও চিরস্থায়ী ঈশ্বরের বাক্য। * দ্বারা পুনর্জাত হইয়াছ।
কেননা
‘‘মর্ত্যমাত্র তৃণের তুল্য
ও তাহার সমস্ত কান্তি তৃণপুষেপর তুল্য;
তৃণ শুষ্ক হইয়া গেল, এবং পুষপ ঝরিয়া পড়িল,
কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে।”
আর ইহা সেই সুসমাচারের বাক্য, যাহা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে।"
১ পিতর ১: ১৭-২৫
একজন পালক বন্ধু আমাকে একটি সুন্দর গল্প বলেছিলেন। একজন মহিলা ছিলেন যিনি পালকের কাছে আসতেন এবং উপাসনাকালীন সময় অনেক কাঁদতেন । একদিন পালক উপাসনার পরে সেই মহিলাকে ডেকে নিয়ে বললেন ,
আমি কি আপনার সাথে কথা বলতে পারি ?
আপনি হয়ত কে।ন বিষয়ে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন।
মহিলা পালককে বললেন ,
"সত্যিই আমার পাপের ক্ষমা হতে পারে না কারণ আমি Abortion বা ভ্রুণ হত্যা করেছি।
আমার মন থেকে মুছে ফেলতে পারছি না কারণ আমি সেই ব্যক্তি যে তার বাচ্চাকে হত্যা করেছে।"
পালক তার কথা শুনে মহিলাকে বললেন ,"আপনি জানেন যাকব এই ভিত্তিতে কি বলেছেন, " এইজন্য তোমরা একে অন্যের কাছে পাপ স্বীকার কর এবং একে অন্যের জন্য প্রার্থনা কর, যেন তোমরা সুস্থ হতে পার।" (যাকব ৫:১৬)
পরে মহিলা পালককে বললেন,
"পালক ঘোষনা করলেন, খ্রীষ্টের নামের গুনে আপনার পাপ ক্ষমা হয়েছে।"
মহিলা আরও বলেন,
"আমি যে Abortion করেছি তার কি হবে ? "
পালক প্রত্যুত্তরে বললেন,
"Abortion এর কথা বলছ ? প্রকৃত পক্ষে যদিও আমরা নিজের ক্ষমা না করি , ঈশ্বর কিন্তু সত্যিই ক্ষমা করেন ও ভুলে যান ।।
আমেন ।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Why-is-it-wrong-to-make-mistakes-in-the-past-even-after-repentance

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া