হৃদয়ের সমস্যাটা কেন এত বড় ? সমাধানই বা কি ?

পবিত্র বাইবেল আমাদের স্নরণ করিয়ে দেয়, " অন্তঃকরণ বা হৃদয় সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে?" (যিরমিয় : ১৭ :৯ )
প্রতি বছরই মিলিয়ন মিলিয়ন মানুষ হৃদ রোগ বা হার্টের রোগের সাথে যুক্ত হচ্ছে । এ রোগে প্রতিদিন মারা যায় অনেক লোক । পৃথিবীতে অন্যতম মৃত্যুর হার হচ্ছে এই হার্ট ডিজিস বা হ্দরোগ । সঠিক সময়ে চিকিৎসা করলে হার্টের রোগী অনেক দিন বাঁচতে পারে । অনেক ভালো চিকিৎসা ব্যবস্থারও ব্যবস্থা আছে । কিন্তুু আমাদের অদৃশ্য হৃদয়কে বা অন্তঃ করণকে ঈশ্বর বঞ্চক বা প্রতারক হিসেবে স্বীকৃতি দিয়েছে । যে রোগের চিকিৎসা মানুষের হাতে নেই ।
অন্য দিকে প্রভু যীশু তাঁর অষ্ট কল্যাণ বাণীতে বলেছেন ,
"ধন্য যাহারা নির্মলান্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে "(মথি ৫:৮)
তাহলে পাপী মানুষ কি ভাবে ঈশ্বরের দর্শন পাবে ?
তাই প্রথমে অন্তঃকরণে রোগের লক্ষন গুলো জেনে নেই ।*
Jerry Bouey একটা লিস্ট দিয়েছেন :
১) জেদী
২) গর্বিত মন ।
৩) গাড়তেড়া
৪) প্রতারণা
৫) ভীত ।
৬) লোভ ।
৭) অবাধ্যতা ।
৮) ভন্ডামী
৯) বোকামি
১০) বিদ্রোহী
১১) উলংগতা প্রকাশ করা
১২) ঈশ্বরের সত্য থেকে দূরে যাওয়া ।
১৩) যাদুকরের জোতিসবিদ্যা গণকের প্ররোচনায় চলা এবং এরকম অনেক লক্ষন ।
এখন আমরা সঠিক রোগের নির্ণয় ( Spiritual Medical Test) বা ডায়গোনোসিস ( Diagnosis )দেখব ।
=============================
এই অন্তঃকরণে প্রতিকার সমন্ধে ঈশ্বরের বানী হচ্ছে অপ্রতিকার্য অথাৎ মানুষের কাছে অসম্ভব ।
ঈশ্বরই মানুষের অন্তঃকরণে ডাযগোনোসিস কথা বলেছেন ,
♥️"আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি; আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণানুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি।"
(যির : ১৭ :১০)
আর ঈশ্বর আমাদের পরীক্ষা বা ডায়গোনোসিস করতে পারে এবং সুস্থও রাখতে পারে ।
তিনি আপনার আমার চিকিৎসার দায়িত্ব নিতে চান ।
🎀প্রভু যীশু বলেন , "সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, কিন্তু পীড়িত লোকদেরই প্রয়োজন আছে। আমি ধার্মিকদিগকে নয়, কিন্তু পাপীদিগকেই ডাকিতে আসিয়াছি, যেন তাহারা মন ফিরায়।" ( লূক ৫: ৩১, ৩২)
আপনার হৃদয়ে সমস্ত সমস্যা মানে সব পাপ যা ঈশ্বরই পরিস্কার করে নতুন হৃদয় দিতে পারে । কেননা তিনি বলেছেন,
🎀"আর আমাদিগকে নতুন হৃদয় দিব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব।" (যিহিস্কেল ৩৬ :২৬)
যীশু কি ভাবে নতুন হৃদয় দেয়?
যীশু আপনার Open Heart Surgery করে নতুন হৃদয় দেয় ।
আমাদের করণীয় :-
প্রকৃত বিশ্বাস ও অনুতাপ করা :
বাইবেল এই শিক্ষা হচ্ছে বিশ্বাস , অনুতাপের সাথে সম্পর্ক যুক্ত । আর এই দান প্রভু যীশুর মৃত্যু ও পূণরুত্থানের মধ্যে দিয়ে এসেছে । কেননা শাস্র আমাদের সান্ত্বনা দেয় ,
🎀 "আর তাকেই ঈশ্বর আধিপত্য বা ত্রাণকর্তা করিয়া মন পরিবর্তন ও পাপ মোচন দান করেন ।(প্রেরিত ৫:৩১ )
বাইবেল নিশ্চিত করে বলে মন পরিবর্তন প্রভুর দান :
🔶️"ঈশ্বর পরজাতীয় লোকদিগকেও জীবনাফল মন পরিবর্তন দান করিয়াছেন ।" প্রেরিত ১১: ১৮ পদ ।।
অর্থাৎ প্রভু যীশু খ্রীষ্টের মৃত্যু বা পুনরুত্থান হচ্ছে নতুন হৃদয় পাওয়ার ভিত্তি । তিনি রক্ত ঝরা পথ পেরিয়ে এই দান তাদেরই দেন যারা তাকে অনুতাপে বিশ্বাস করে এবং প্রভুকে পরিত্রাণ কর্তা হিসেবে গ্রহণ করে ( রে।মীয় ১০:৯)
মনপরিবর্তনের উপহার :-
১) ঈশ্বর আপনাকে ধার্মিক বলে গননা করেন
(রোমীয় ৩:২৫ ২৬ , গালাতীয় ২:১৬,তীত ৩:৭) 

২) আপনাকে পবিত্র আত্মায মুদ্রন করে ( ইফিষীয় ১:১৩)
৩) নতুন জন্ম দেন ( যে।হন ৩:১ ১৬ ,তীত ৩:৫ ১ পিতর ১:৩)
৪) সৎ কাজ করার প্রবনতা দেন ( ইফি ২:৯ ,ইব্রীয় ১৩:১৬ )
৫) পড়ে গেলে শাসন করে কিন্তু ক্ষত বেঁধে দেন ( ইব্রীয় ১২:৫-৬)
৬) আজীবন রক্ষা করেন আগত অনন্ত রাজ্যের জন্য ( যোহন ৬:৩৭) সহ আরও বিভিন্ন আশীর্বাদ ।।
তাই আজকে প্রভুর দেওয়া নতুন ও সুস্থ হৃদয় পাওয়ার আশা আছে।
চলুন আমরা প্রভুর প্রতিজ্ঞা শুনি ,
♥️"কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। 8আমরা যদি বলি যে, আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই, এবং সত্য আমাদের অন্তরে নাই। 9যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন, এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। যদি আমরা বলি যে, পাপ করি নাই, তবে তাঁহাকে মিথ্যাবাদী করি, এবং তাঁহার বাক্য আমাদের অন্তরে নাই।" ( ১ যোহন ১: ৬-৯)
শেষে বলি, প্রথমে আমরা দেখেছি আমাদের হৃদয়ের সমস্যার সমাধান অপ্রতিরোধ্য । লক্ষন গুলো দেখলে মনে হচ্ছে সবারই হার্টের সমস্যা আছে । এর সমাধান হচ্ছে ডাক্তার যীশু । তিনিই পারেন আমাদের কালিময় হৃদয়কে আলোকিত করতে।
তিনিই আপনার নতুন হৃদয়ে ধার্মিকতার বস্র পড়িয়ে পবিত্র আত্মার দ্বারা স্বগীয় বিষয়ের অনুধাবন করা সহ নানা আশীর্বাদ দিতে পারেন।
আসুন আমরা প্রভুর প্রদও নতুন হৃদয় নিয়ে নতুন পথ চলার যাত্রার শুরু করার চেষ্টা করি ।।
আমেন ।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Why-is-the-heart-problem-so-big-What-is-the-solution

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া