প্রকৃত ক্ষমার অভিজ্ঞতা ছাড়া শান্তি নাই

Edgar Allen , ১৮০০ খ্রী: মধ্য শতাব্দীর আমেরিকান ছোট গল্পাকার ও কবি ছিলেন। তিনি একটি ছোট গল্প লিখেছিলেন , " The Tell-Tale Heart নামে যা ১৮৪৩ খ্রী: ছাপা হয় । গল্পের ভাষ্যকার যিনি একজন খুনী তা নিজে বলতে ছিলেন । তিনি বলছিলেন যে , তিনি একজন বৃদ্ধকে খুন করে অতি সাবধানতার সাথে মৃত দেহের বিভিন্ন অংগ কেটে কেটে সুন্দর করে প্যাকেট করে সেই বৃদ্ধের ঘরের কাঠের ফ্লোরের নিচে রেখে দেয় যেন কেউ জানতে না পারে । পরবর্তীতে যখন পুলিশ আসে তখন খুনী নিজেই পুলিশকে সেই ঘর তন্নতন্ন করে খুঁজতে বলেন যখন তিনি বৃদ্ধ লোকটিকে যেখানে কাঠের ফ্লোরের নিচে রেখেছিলেন সেখানেই বসে ছিলেন। তখন তিনি শুনতে পাচ্ছিলেন বৃদ্ধ লোকটির হৃদ স্পন্দন । তার কাছে মনে হচ্ছিল বৃদ্ধলোকটির হৃদ স্পন্দন জোরে জোরে বাড়তে ছিল । খুনী লোকটি এ থেকে রেহাই পেতে ছিল না, সেই শব্দ তার কানে বার বার বাজতে ছিল । কিন্তু শেষে তিনি বিবেক যন্ত্রণায় সেই খুনের কথা স্বীকার করেন ।
রাজা দায়ুদও দীর্ঘদিন তার কৃত পাপ গোপন রাখার চেষ্টা করেছিলেন কিন্তু ঈশ্বর ভাববাদী নাথনকে পাঠান তাঁর পাপ দেখিয়ে দেওয়ার জন্য । রাজা দায়ুদ একাধারে ব্যভিচার, খুন করে ও পরের উপরে দোষ চাপিয়ে নিজের পাপ ঢাকতে চেয়েছিলেন । কিন্তু তিনি তা গোপন রাখতে পারেনি । পরে তিনি প্রকৃত পাপ স্বীকারের মধ্য দিয়ে পুনরায় পরিত্রাণের আনন্দ পেয়েছিলেন এবং সেই পরিস্থিতিতে গীত ৫১ রচনা করেন যা সবসময়ের জন্য অনুতাপের গান হিসাবে পরিচিত হয়ে থাকবে।
পবিত্র আত্মা চায় না আমরা আমাদের পাপ কবর দেই কিন্তু তা স্বীকার করে ত্যাগ করি। আমাদের প্রয়োজন ঈশ্বরের সাক্ষাতে সেই পবিত্র হৃদয় যা খ্রীষ্টের রক্ত দ্বারাই পাওয়া সম্ভব । আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন. ধন্যবাদ🙏. 
Without-forgiveness-there-is-no-peace

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া