দু'জন্ম এক মৃত্যু আমার
মৃত্যুর জন্যেই পৃথিবীতে জন্ম আমার
খ্রীষ্টের জন্যই নতুন জন্ম আমার,
পৃথিবীর মৃত্যু পরাজিত হলো
খ্রীষ্টের পুনরুত্থানে নতুন জন্ম এলো।
পৃথিবীর মৃত্যু পরাজিত হলো
খ্রীষ্টের পুনরুত্থানে নতুন জন্ম এলো।
ধূয়া : নতুন জন্মে নেই কখনও মৃত্যুর স্বাদ
নতুন জন্মে নেই কখনও ধূলির স্বাদ ।
নতুন জন্মে নেই কখনও ধূলির স্বাদ ।
১। যে ভাবে মরি এ জগতে
ভাবনা এখন নাই আমার,
জীর্ণ দেহের ক্ষয় হবে
সময় তরায় হবে যাবার ।।
ভাবনা এখন নাই আমার,
জীর্ণ দেহের ক্ষয় হবে
সময় তরায় হবে যাবার ।।
২। চলে যাবার পর ক্ষণে
যাব তোমার অনন্ত ঘরে,
অপেক্ষায় থাকব তোমার আগমনের
মহিমার দেহের তরে ।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন
যাব তোমার অনন্ত ঘরে,
অপেক্ষায় থাকব তোমার আগমনের
মহিমার দেহের তরে ।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন
Comments
Post a Comment