Rose Day কি ?

আজকে আমরা Rose Day সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করব। এমনিতে এই সব বিষয় পূর্বের থেকেই পোস্ট করা রয়েছে। তবেও আজকে বিশেষ কিছু Special.
তো চলুন আমরা ধীরে ধীরে আলোচনা দিকে অগ্ৰসর হই।

সামনে আর কয়েকটি দিন অতিবাহিত হলেই যেন #দেশদেশান্তরে প্রেমিক-প্রেমিকাদের এক বিশাল উৎসব যা এক সপ্তাহ ধরে পালিত হবে। তখন সমগ্ৰ #Puppy_loveপ্রেমিক_প্রেমিকাগণ এই উৎসব মেতে উঠবেন। এটি ঠিক যে এখন ও সরকারি ভাবে দিনটি উদযাপন করার জন্য ঘোষিত করা হয়নি। কিন্তু কি জানি কালকে সরকার দিনটি উদযাপন করার জন্য ঘোষণা ও করে দিতে পারেন কারণ জগৎ যেই দিকে অগ্ৰসর হচ্ছে। কোন দিকে অগ্ৰসর হচ্ছে তা আপনারাই পরিলক্ষিত করতে পারছেন। এমনিতে বাইবেলের বিপক্ষে বহু দেশে নানা ধরনের নিয়ম ও পাশ হয়ে গেছে। যদি আমরা বাইবেলের এই কথাটি দেখি তো বতর্মান দিনে কত সত্যি তা আপনারা উপলব্ধি করতে পারেন।
👇👇👇
2 তীমথিয় 3:1-5 পদ
কিন্তু ইহা জানিও, শেষ কালে বিষম সময় উপস্থিত হইবে। কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্ম্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদ্‌বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ব্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয় হইবে; লোকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারকারী হইবে; তুমি এরূপ লোকদের হইতে সরিয়া যাও।
👆👆👆
কোথায় বলতে গেলে যদি দিনটি উদযাপন করার জন্য ঘোষণা করা হয়। তো আমাদের Puppy love প্রেমিক-প্রেমিকাগণরা অনেকেই উপকার হয়ে যাবেন কারণ এক সপ্তাহ ধরে মুক্ত আকাশে উড়ে বেড়াবেন।
প্রেমিক-প্রেমিকাদের সপ্তাহ শুরু হয়। প্রথম দিন Rose Day.

●Rose Day 7 ফেব্রুয়ারি ?

এই দিন প্রেমিক-প্রেমিকা দিন। একজন প্রেমি ও প্রেমিকা তার আপনজনকে গোলাপ ফুল দিয়ে #Happy_Rose_Day_Wish করে।
যদি খুলে বলি একজন প্রেমিক ও প্রেমিকা তার আপনজনকে #গোলাপ_ফুল দিয়ে ভালোবাসার প্রদান করে। প্রদান করে বোঝাতে চায় যে আমি তোমায় কত ভালোবাসী। সাধারণত গোলাপ ফুলকে প্রেম, শ্রদ্ধা,শান্তি ও পবিত্রতার প্রতীক বলা হয়।
 এটি জাগতিক বিষয় বস্তু যেটাতে ব‍্যভিচারের প্রথম ধাপ শুরু হয়ে যায়।তা বলে এটা বলছি না যে এর আগে ব‍্যভিচার করা হয়নি বলে তা কিন্তু নয়।তা তো হয়েই থাকে। এখানে যে শব্দ প্রয়োগ করা হয়েছে
👇👇
হয়েই থাকে
👆👆
এটার অর্থ এটা নয় যে আমরা #Support করছি বলে তা কিন্ত নয়। বরং বাক‍্য হিসেবে ব‍্যভিচার প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের যুবক-যুবতীদের পাপের পতিত ভূল থেকে আমরা ফিরে আনতে চাইছি তাই এমন ধরনের পোস্ট দেওয়া হয়। হয়ত অনেকের এই সব পোস্ট অনেক তিতা/তেত লাগলেও লাগতে পারে।এখানে অনেক লোক চিৎকার করে বেড়ায় ভাই আপনি কি #ঠিকা নিয়ে নিয়েছেন না কি লোকের মন্দকে প্রকাশ করার জন‍্য ?
যারা এমন ধরনের ভাষা প্রকাশ করেন তাদের প্রতি আমার কিছু বলার নেই। হাঁ তারা লাফালাফি তো করবেই কারণ তাদের মন্দ প্রকাশ হয়ে যাচ্ছে।

#জানলেনজাগতিক_Rose(#গোলাপ) #ফুলেরমহত্ব।

কিন্তু আমি এখন আপনাদের এক #রোচক কথা বলতে চাই।এখানে যে রোচক শব্দটি ব‍্যবহার করা হয়েছে তা #হিন্দি শব্দ। আপনারা কি জানেন আসল গোলাপ ফুল কে ?

এই আসল গোলাপ কেউ আর নয় স্বয়ং ঈশ্বর পুএ যীশু।
বাক‍্য বলে
👇👇👇
পরমগীত 2:1 পদ
আমি শারোণের গোলাপ, তলভূমির শোশন পুষ্প।
👆👆👆
এখানে শারোণ দেশ ঈশ্বরের লোকের প্রতীক বোঝায়। আর শারোণের গোলাপ প্রভূ যীশুর প্রতীক। পুরাতন নিয়মে যেমন শারোণের শোভা ঈশ্বরের মাধ্যমে প্রদর্শন হত।
👇👇👇
যিশাইয় 32:1-2(SBCL) পদ
মরু-এলাকা ও শুকনা জমি খুশী হবে; মরুভূমি আনন্দ করবে আর ফুল ফোটাবে। বসন্তের প্রথম ফুলের মত তাতে অনেক ফুল ধরবে; মরুভূমি খুব আনন্দ করবে এবং আনন্দে চিৎকার করবে। তাকে লেবাননের গৌরব দেওয়া হবে, দেওয়া হবে কর্মিল আর শারোণের সৌন্দর্য; লোকেরা সদাপ্রভুর গৌরব দেখতে পাবে, দেখতে পাবে আমাদের ঈশ্বরের সৌন্দর্য।
👆👆👆
ঠিক সেই রকম নূতন নিয়মে প্রভূ যীশু নিজের কাজ, প্রেম, স্বভাব, দ্বারা সবাইকে শোভিত করেছিলেন। তো আমাদেরকেও শারোণের গোলাপ রকম হওয়া উচিত মানে প্রভূ যীশুর মতোন।
👇👇👇
ফিলিপীয় 2:5 পদ
খ্রীষ্ট যীশুতে যে ভাব ছিল, তাহা তোমাদিগেতেও হউক।
👆👆👆
বতর্মান সময়ে মানুষেরা সেই শারোনে গোলাপকে ভূলে গেছেন মানে #প্রভূযীশুকে। কিন্তু #জাগতিকগোলাপে কখনও ভূলতে পারেন না।তা যেন হৃদয়ে মধ্যে সঞ্চিত করে রাখা হয়েছে। জাগতিক গোলাপের  মাধ্যমে আমাদের #খ্রিষ্টীয়বিশ্বাসীগণআনন্দ খুঁজে বেড়ায়।হতে পারে এই আনন্দ পেয়েও যাবেন কিন্তু এই আনন্দ ক্ষণেকের জন‍্য। আমাদের খ্রিষ্টীয় যুবক-যুবতীদের মজা তো তখন লাগে যখন জগতের গোলাপ অন‍্যকে প্রদান করে।
দেখলেন জগতের গোলাপ আর শারোণের গোলাপ মানে প্রভূ যীশুর মধ্যে পার্থক্য।
যদি আমাদের শারোণের গোলাপ মানে প্রভূ যীশুর মতো হতে হয়।আমাদেরকে মন ফেরাতে হবে।মন ফিরিয়ে ঈশ্বরের চরণে নিজেকে অর্পণ করতে হবে এবং বাইবেলে বাড়তে হবে।তবেই আমাদের শারোণের গোলাপ মানে প্রভূ যীশুর মতো শোভা প্রদর্শন হবে। এর জন্য কাউকে জাগতিক #Red_Rose দিতে হবে না।
যারা জাগতিক #Rose_Day পালণ করেন তাদেরকে এই বাক‍্যের সাহায্য পরিবর্তন হওয়া উচিত।
👇👇👇
1 পিতর 1:14 পদ
আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্ব্বকার অজ্ঞানতাকালের অভিলাষের অনুরূপ হইও না,
👇👇👇
ইফিষীয় 5:10-11 পদ
প্রভুর প্রীতিজনক কি, তাহার পরীক্ষা কর। আর অন্ধকারের ফলহীন কর্ম্ম সকলের সহভাগী হইও না, বরং সেগুলির দোষ দেখাইয়া দেও।
👇👇👇
ইফিষীয় 5:17 পদ
এই কারণ নির্ব্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝ।
👆👆👆
 প্রিয়তমরা,জগত অনেক মন্দ।জগত মন্দ বিষয়কে ভালো বলে প্রদান করে। এবং সেই মন্দ কখন যে ধ্বংসের পথে দিকে ঠেলে দিবে আপনি বুঝতেই পারবেন না।
আপনি Rose Day পালণ করবেন কি না নিণয় আপনার উপরে।

ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন
what-is-rose-day

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া