হাল্লেলুইয়া শব্দের অর্থ কি?
"হাল্লেলুইয়া" ( “Hallelujah” হিব্রু 'הללויה)
একটি যৌগিক শব্দ যা হালেলু [“Hallelu- הללו) ও ইয়া “Yah” (יה) শব্দ দুটি থেকে এসেছে। হালেলু শব্দটি hillel বা হিলেল ক্রিয়াপদ থেকে আগত যা দ্বারা প্রশংসা করা বুঝায় ।
হালেলু শব্দ দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণাবলীর প্রশংসা করতে ব্যবহৃত হয় যা ইংরেজি " Praise বা বাংলায় " প্রশংসা " শব্দকে বুঝায় ।
হালেলু শব্দ দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণাবলীর প্রশংসা করতে ব্যবহৃত হয় যা ইংরেজি " Praise বা বাংলায় " প্রশংসা " শব্দকে বুঝায় ।
.ইয়া বা “Yah” (יה) ইয়াহূয়ে “YHVH” (יהוה) – যা ইস্রায়েলের ঈশ্বরের নাম যা ইস্রায়েল জাতির সাথে নিয়ম বা চুক্তির সাথে সম্পর্কযুক্ত । এই নাম যিহৃদীদের কাছে অত্যন্ত পবিত্র নাম যা উচ্চারণ করতে ভয় পেত। বস্তুত কেউ জানে না এই নাম কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয় । পুরাতন কালে যিহুদীরা শব্দের মধ্যে vowel বা স্বরবর্ণের উচ্চারণ করত না কিন্তু শুধু ব্যঞ্জনবর্ণ বা consonent ব্যবহার করত। যিহুদী ও খ্রীষ্টিয়ান অনুবাদকেরা
“YHVH,” শব্দের অনুবাদ করেছেন প্রভু শব্দ দ্বারা। প্রভু শব্দের হিব্রু সমার্থক শব্দ
এদোনাই (אֲדונָי- Adonai) বা God ।
“YHVH,” শব্দের অনুবাদ করেছেন প্রভু শব্দ দ্বারা। প্রভু শব্দের হিব্রু সমার্থক শব্দ
এদোনাই (אֲדונָי- Adonai) বা God ।
“YHVH” শব্দটি ইংরেজী অনুবাদে সবসময়ই বড় হাতের LORD শব্দটি ব্যবহৃত হয়েছে ।
অতএব, হাল্লেলুইয়া ( Hallelujah) শব্দ দ্বারা
Praise the LORD বা প্রভুর প্রশংসা হোক বুঝায় ।।
Comments
Post a Comment