একজন ঈশ্বর ভয়শীল মায়ের উদাহরণ: শিষ্য তীমথিয়ের মা উনীকি

ভূমিকা : সাধু পৌল তাঁর তীমথিয়ের প্রতি দ্বিতীয় পত্রে তীমথিয়ের মা উনীকি ও দিদিমা লোয়ীর সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন । যারা ছিলেন অত্যন্ত ঈশ্বর ভক্ত নারী । তীমথিয়ের মা যিহুদী ধর্ম থেকে খ্রীষ্ট বিশ্বাসী হয়েছিলেন (প্রেরিত ১৬ :১)
সাধুপৌল তাঁর পত্রে তীমথিয়কে বলেছেন , "তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যাহা অগ্রে তোমার মাতামহী লোয়ীর ও তোমার মাতা উনীকীর অন্তরে বাস করিত, এবং আমার নিশ্চয় বোধ হয়, তোমার অন্তরেও বাস করিতেছে।" [২ তীম: ১:৫]
তাই মা হতে পারে এক জনের জীবনে বড় আশীর্বাদ :
একজন ঈশ্বর ভক্ত মা তার সন্তানদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ । আপনি একজন মা হলে সন্তানদের জন্য আশীর্বাদের আকর হতে পারেন । তীমথিয়ের খ্রীষ্টের প্রতি বিশ্বাস এসেছে প্রকৃতপক্ষে তার মা ও তাঁর দিদিমার কাছ থেকে ।
ঈশ্বর ভক্ত মায়ের বৈশিষ্ট্য :-
¤¤১। ঈশ্বর ভক্ত মাদের প্রকৃত বিশ্বাস থাকে ।যদিও তীমথিয়ের বাবা একজন গ্রীক বা পৌত্তলিক ছিল কিন্তু তিনি প্রভু যীশুকে তাঁর মুক্তি দাতা ও মসীহ হিসাবে বিশ্বাস করেছিলেন
। তাই আজকে মা হিসাবে আপনার বিশ্বাসটা কোথায় ?
আপনার খ্রীষ্টের প্রতি বিশ্বাস কি আপনার সন্তানকে প্রভাবিত করতে পেরেছে ?
¤¤২। ঈশ্বর ভক্ত মা ঈশ্বরের বাক্যের সম্মান করে এবং তার সন্তানদের ঈশ্বরের বাক্যের আলোকে গড়ে তোলেন ।
সাধুপৌল তীমথিয়কে আবার স্মরণ করিয়ে দিলেন এভাবে :
"কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতেই স্থির থাক; তুমি ত জান যে, কাহাদের কাছে শিখিয়াছ । আরও জান, তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ, সেই সকল খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে।"
[২ তীম : ৩ :১৪-১৫]
আমাদের মনে রাখতে হবে যে , ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে সন্তানরা ভালবাসা ও সেবায় বৃদ্ধি পায় (যাকোব ১:১৮ )
নিচে প্রভুর বাক্য অধ্যয়নের উপকারীতা সংক্ষেপে আলোচনা করবো:
ঈশ্বরের বাক্য পবিত্র করে (যোহন ১৭:১৭)। কারণ
"ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, এবং সমস্ত দ্বিধার খড়্‌গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক; " [ইব্রীয় ৪:১২]
তারপর সাধু দায়ূদ তাঁর গানে লিখেছেন,
"সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক; সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয়, অল্পবুদ্ধির জ্ঞানদায়ক।সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্ধক; সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক।তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু।তোমার দাসও তদ্দ্বারা সুশিক্ষা পায়; তাহা পালন করিলে মহা ফল হয়।"
[গীত: ১৯:৭-১১]
আপনাদের সন্তানদের জন্য আপনি যা করতে পারেন তা হলো পবিত্র বাইবেলের সাথে পরিচয় করিয়ে দেওয়া : তারা তা পড়তে পারেন, পবিত্র বাইবেলের পদ মুখস্থ করতে পারেন,ধ্যান করতে পারেন, সান্ডে স্কুলে পাঠাতে পারেন । তা যদি পূর্বে আপনি না করে থাকেন তবে আজ থেকে শুরু করতে পারেন কারণ খ্রীষ্টের বাক্যই আয়না যা আমাদের পাপ দেখিয়ে দেয় যেন অনুতাপে ও বিশ্বাসে ঈশ্বরের প্রদত্ত ধার্মিকতা অর্জন করতে পারি।
পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করে :
পরিত্রাণ ঈশ্বরের দেওয়া দান যার মধ্য দিয়ে একজন পাপীর নতুন জন্মের মধ্য দিয়ে ঈশ্বরের পরিবারে জন্ম হয়। একজন শিশুর জন্য যেমন মার দুধ প্রয়োজন তদ্রূপ খ্রীষ্ট বিশ্বাসীদের ক্ষেত্রেও । প্রেরিত পিতর সেই ঈশ্বরের বাক্য সম্পর্কে বলেছেন,
"নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা কর, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও, --" [১ পিতর ২:২]
কেননা তিনি আরও বলেছেন,
" কারণ তোমরা ক্ষয়ণীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ।কেননা ‘‘মর্ত্যমাত্র তৃণের তুল্য ও তাহার সমস্ত কান্তি তৃণপুষেপর তুল্য; তৃণ শুষ্ক হইয়া গেল, এবং পুষপ ঝরিয়া পড়িল,কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে।” আর ইহা সেই সুসমাচারের বাক্য, যাহা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে।"[১ পিতর ১: ২৩-২৫]
তাই ঈশ্বরের বাক্যের অধ্যয়নের কোন বিকল্প নাই।
আমার সাক্ষ্য :- আমিও আমার মাকে পেয়ে ধন্য হয়েছি । মা ছিলেন অন্তান্ত সাধারণ কিন্তু ছিলেন ঈশ্বর ভক্ত নারী ।
তিনি আমাকে যীশুর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন । যদিও তিনি আজ নেই তবুও তিনি আছেন তাঁর পবিত্র জীবন ও ঈশ্বরের প্রতি ভক্তির কারনে । তাঁর ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভালবাসা, শ্রদ্ধা ও ঈশ্বরের বাক্যের প্রতি সম্মান আমাকে নতুন জীবন পেতে সাহায্য করে । আমি তাঁর কাছে চির কৃতজ্ঞ ।।
উপসংহার :- তাই আজকে তীমথিযের মার মত মা দরকার যারা তাদের সন্তানকে খ্রীষ্টের সাথে পরিচিত করিয়ে দিয়ে ধার্মিকতার পথে নিয়ে যাবেন । আপনি যদি ঈশ্বর ভক্ত মা হয়ে থাকেন, তাহলে আপনার সন্তান আজকে বড় আশীর্বাদের অংশীদার হলো।
প্রচারকের রাজপুত্র Spurgeon বলেছিলেন ,
" Never could it be possible for man to astimate what he own to a godly mothers "একইভাবে President Theodore Roosevelt বলেছিলেন : " The mother is the one supreme asset of the national life. She is more important, by far, than the successful statesman, or businessman, or artist, or scientist”
তাই মা দিবসের আবেদন থাকবে যেন ফলবান মা পেতে পারি যারা আমাদের প্রজন্মকে ঈশ্বরের সাথে পরিচয় করিয়ে দিবে।
আমেন ।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
An-example-of-a-God-fearing-mother

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া