অপবাদ থেকে সাবধান থাকুন
ঈশ্বর তাঁর প্রজাদের অনেক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে অন্যতম নির্দেশনা হচ্ছে, অপবাদ থেকে বিরত থাকা।কারণ তা একজনের অনেক ক্ষতির কারণ যা তার প্রাপ্য না। ঈশ্বর ভাববাদী মোশির মধ্য দিয়ে বলেছেন ,
🛑"তুমি মিথ্যা জনরব উত্থাপন করিও না; অন্যায় সাক্ষী হইয়া দুর্জনের সহায়তা করিও না।"
[যাত্রা ২৩:১]
[যাত্রা ২৩:১]
🔮"তুমি অপবাদকারী হইয়া আপন লোকদের মধ্যে ইতস্ততঃ ভ্রমণ করিও না, এবং তোমার প্রতিবাসীর রক্তপাতের জন্য উঠিয়া দাঁড়াইও না; আমি সদাপ্রভু।"
[লেবীয় ১৯:১৬]
[লেবীয় ১৯:১৬]
অপবাদ আসলে কি ? অপবাদ মানে মানহানি, অপযশ, নিন্দা, অবমূল্যায়ন।( Google translation )
এ সম্পর্কে William Cowper (English poet) বলেছেন , “He that slanders me paints me blacker than I am, and he that flatters me, whiter. They both daub me, and when I look in the mirror of conscience, I see myself disguised by both.”
অনেক কারণে মানুষ অপবাদ করে । উদাহরণস্বরূপবলা যায়, মিসরের ফৌরণের কর্মকর্তা পটিফরের স্ত্রী যাকবের ছেলে যোষেফের বিরুদ্ধে অপবাদ দিয়েছিলেন যখন তার মন্দ ইচ্ছা পূরণ হয়নি [আদি ৩৯ :১-২৩]। তাছাড়া মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য , অহংকার প্রকাশ করার জন্য , স্বার্থপরতা মনোভাবের জন্য ও মানুষের পাপ স্বভাবের চরিতার্থ করার জন্য অপবাদ দিয়ে থাকে।
অপবাদ সম্পর্কে ঈশ্বরের সাবধান বাণী :
পবিত্র বাইবেল এ কথা বলে ,
🎀"যে জন গোপনে প্রতিবাসীর পরীবাদ করে, তাহাকে আমি উচ্ছেদ করিব; যাহার অহংকার দৃষ্টি ও গর্বিত হৃদয়, তাহাকে সহ্য করিব না।"
গীত ১০১:৫
প্রভু যীশু তাঁর শিক্ষায় বলেছেন ,
🎀"আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে, বিচার-দিনে সেই সকলের হিসাব দিতে হইবে।কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে।"
[মথি ১২:৩৬,৩৭]
[মথি ১২:৩৬,৩৭]
কিভাবে অপবাদ থেকে নিজেকে মুক্ত করবেন :
প্রথমতঃ প্রার্থনা করা প্রয়োজন :
গীত রচক প্রার্থনা করেছিলেন এভাবে ,
গীত রচক প্রার্থনা করেছিলেন এভাবে ,
🛑"দুঃসাহসজনিত [পাপ] হইতেও নিজ দাসকে পৃথক রাখ, সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক; তখন আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে শুচি হইব।আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হউক, হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা।:
(গীত ১৯:১৩,১৪)
(গীত ১৯:১৩,১৪)
দ্বিতীয়তঃ ঈশ্বরের বাক্য গুলি মুখস্থ ও ধ্যান করুন যেন হৃদয়ে থাকে : শয়তান সবসময়ই ঈশ্বরের বাক্য আপনার কাছ থেকে চুরি করতে চায় । আমাদের হৃদয়ে প্রচুর ঈশ্বরের বাক্য প্রয়োজন যেন প্রলোভনের দিন গুলোতে দাড়াতে পারি। যীশু নিজের প্রলোভনে ঈশ্বরের বাক্য ব্যবহারে শয়তানের প্রলোভনকে পরাজিত করেছেন।
সেইজন্য প্রভুর বাক্য বলে,
🔷️🔶️🔷️"তোমার বচন আমি হৃদয়মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি।"
[গীত ১১৯:১১]
🔷️🔶️🔷️"তোমার বচন আমি হৃদয়মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি।"
[গীত ১১৯:১১]
তৃতীয়তঃ যাচাই ও পরীক্ষা করুণ । সত্য জানার জন্য সময় দরকার । মিডিয়ার বা প্রচারিত সব কিছু বিশ্বাস করা ঠিক না । অনেক সময় সংবাদ সংস্থা গুলো Biased News প্রকাশ করে যা আমার পাঠকবর্গ অবগত আছেন।সেই জন্য যাচাই ও পরীক্ষা করুণ । আমাদের ব্যক্তিগত পরিচর্যা কাজে অনেক মিথ্যা শিক্ষা ও মিথ্যা গুরুর সম্মুখীন হই যারা ভ্রান্ত শিক্ষা দেয় তাদের থেকে সাবধান হতে বলা হয়েছে খ্রীষ্ট বিশ্বাসীদের ,
🔶️🔷️🔶️"তোমরা বহুবিধ এবং বিজাতীয় শিক্ষা দ্বারা বিপথে চালিত হইও না; "
[ইব্রীয় ১৩:৯]
🔶️🔷️🔶️"তোমরা বহুবিধ এবং বিজাতীয় শিক্ষা দ্বারা বিপথে চালিত হইও না; "
[ইব্রীয় ১৩:৯]
আপনি যদি অপবাদের স্বীকার হোন তাহলে খ্রীষ্ট কতৃক শিক্ষার নীতিমালা প্রয়োগ করুন যা মথি ১৮ অধ্যায়ে [ ১৫ থেকে ২০ পদে ] আছে।
শেষে বলব , অপবাদ দেওয়া একটি সামাজিক মহাব্যধি ও পাপ যা করার প্রবণতা সবার আছে। কিন্তু ঈশ্বরের অনুগ্রহে আমরা এই পাপ থেকে মুক্তি পেতে পারি। এখন সময় এসেছে নিজেকে সংশোধন করার ও অন্যকে ক্ষমা করার । আসুন আমরা প্রকৃত অনুতাপের মধ্য দিয়ে পরিবর্তিত জীবন যাপন করি কারণ এই জন্যই খ্রীষ্ট আমাদের পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছিলেন ও পুনরুত্থান করেছিলেন যেন ধার্মিকতার পথে গমনাগমন করি । আমেন ।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Comments
Post a Comment