খ্রীষ্ট বিশ্বাসীর অতীত যেমনি হোক

একজন খ্রীষ্টিয়ানের ইতিহাস নিচে উল্লিখিত ব্যক্তিদের মতই হতেই পারে কিন্তু তবুও ঈশ্বরের অনুগ্রহে খ্রীষ্ট যীশুতে মুক্তি প্রাপ্ত , সাধু ,পবিত্র ও অনন্তজীবনের জন্য মনোনীত।
যেমনঃ
পুরাতন নিয়মে দেখি :-
📖📖📖📖
আদমের মত পতিত
হবার মত শয়তান দ্বারা প্রতারিত
নোহের মত দ্রাক্ষারসে মত্ত
অব্রাহামের মত সত্য-মিথ্যায় সমন্বয়কারী
ইসহাকের মত সন্তান দ্বারা প্রতারিত
যাকোবের মত প্রবঞ্চক
ভাববাদী মোশির মত রাগী
ইস্রারেল জাতির মত শক্তগ্রীব
বেশ্যা রাহবের মত পতিতা
রাজা দায়ুদের মত খুনী ও ব্যভিচারি
রাজা শলোমনের মত ঈশ্বরের প্রতি অর্ধ হৃদয় ও পতিত
যিহূদা বংশের প্রজাদের মত অবাধ্য 
নতুন নিয়মে দেখতে পাই :
শিষ্য পিতরের মত প্রভুকে অস্বীকারকারী
শিষ্য যোহন ও যাকোবের মত পদের লোভী
ক্রুশে মৃত্যুদন্ড প্রাপ্ত দস্যু
প্রেরিত পৌলের মত অত্যাচারি
যোহন মার্কের মত অযোগ্য লোকসহ অনেক কিছুই হতে পারে 
তবুও
সুসমাচারে বিশ্বাসের কারণে খ্রীষ্ট বিশ্বাসীর জীবন পরিবর্তিত, রূপান্তরিত ও পবিত্র আত্মার ফলে পূর্ণ হয় । আমি যাদের নাম উল্লেখ করেছি বিশেষ করে নতুন নিয়ম থেকে ঈশ্বর তাদের পরিবর্তিত করে অনেককে অনেক স্বর্গীয় আশীর্বাদে পূর্ণ করেছিলেন । যেমন : অত্যাচারী শৌল থেকে পরিবর্তিত প্রেরিত পৌল যিনি নতুন নিয়ম মন্ডলী প্রতিষ্ঠায় অনেক অগ্রণী ভূমিকা পালন করেছেন। পবিত্র আত্মায় লিখেছেন নতুন নিয়মের ১৩টি পত্র । এশিয়া ও ইউরোপে যিহূদী ও পরজাতীয়দের কাছে প্রভুর বাণী ও মন্ডলী স্হাপন করেছেন । সর্বশেষে নিজে সম্রাট নীরোর আমলে সাক্ষ্যমর হয়েছেন। ঈশ্বরের কি মহা দয়া !

কারণ প্রভু যীশু
আত্ম-ধার্মিকদের জন্য নয় কিন্তু পাপীদের ত্রাণ করার জন্য এসেছেন। একজন খ্রীষ্ট বিশ্বাসী উপরে list করা পাপীদের চেয়েও মহাপাপী হতে পারেন তবুও ঈশ্বর প্রদত্ত তাঁর পুত্র যীশুর সুসমাচারের কারণে একজন মহাপাপীকে ধার্মিক করে স্বর্গীয় প্রজা করতে পারেন। এই সত্যিই মহাদান ।এই দানের সাথে পবিত্রতা জড়িত।
🛑ঈশ্বর তিনটি ধাপে প্রভু যীশুতে বিশ্বাসীদের পবিত্র করেন :
প্রথমতঃ যখন কেউ প্রভু যীশুকে বিশ্বাস করেন তখন তারা খ্রীষ্টের মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে ধার্মিক গণিত হয় । ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পায় । পবিত্র আত্মার বিভিন্ন দান পায় । অব্রাহামের কাছে প্রতিজ্ঞাত সমস্ত আশীর্বাদ পায় ।(রোমীয় ৩:২২-২৫, ৪:২৫, ৫ অধ্যায়, ৮ অধ্যায়)
দ্বিতীয়তঃ এই ধাপে পবিত্রকরণ প্রক্রিয়া সারা জীবন চলে । ঈশ্বর তাদের প্রতিদিন পরিবর্তন করেন যেন প্রভু যীশুর মত হতে পারেন। এই সময় অনেক challenge এর সময় । পাপের সাথে অর্থাৎ পাপের ব্যবস্থার সাথে আত্মার ব্যবস্থার সবসময়ই যুদ্ধ হয় । কিন্তু ঈশ্বর তাদের এক ছেড়ে দেন । তাদের পাশে থেকে সবসময়ই পবিত্র করেন ।
কিভাবে? শাসনের মধ্য দিয়ে, ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে প্রতিদিন পরিষ্কৃত করেন, অনুতাপ -পাপ স্বীকারের দানের মধ্য দিয়ে, প্রভু যীশুর রক্তে ধৌত করে ও পবিত্র আত্মায় পূর্ণ করে ।
খ্রীষ্টীয় জীবন -যাপনের জন্য প্রভু যীশু(মথি ৫ -৭ অধ্যায়) ও প্রেরিতেরা অনেক ব্যবহারিক শিক্ষা দিয়েছেন যা পবিত্র নতুন নিয়মে বিভিন্ন স্হানে লিপিবদ্ধ আছে।
(যোহন ১৫:১-৬ রোমীয় ৮:২৮-৩৬ , ১ যোহন ১ অধ্যায়, ১ করিন্হীয় ১২ অধ্যায়, ইফিষীয় ৪-৬ অধ্যায় ইব্রীয় ১২ অধ্যায়সহ অনেক অংশ )
তৃতীয়ত: খ্রীষ্ট বিশ্বাসীদের পুনরুত্থানের সময়। এই সময় প্রতিটি বিশ্বাসী খ্রীষ্টের মত পবিত্র অবস্থায় থাকবে। যেহেতু স্বর্গে কোন পাপ নেই সেহেতু খ্রীষ্ট বিশ্বাসীদের আর পাপের চিহ্ন থাকবে না কারণ তখন তারা প্রতাপান্বিত হবেন (রোমীয় ৮:২৮-২৯, ১ থিষলী ৪:১৩-১৭, প্রকাশিত বাক্য ২১)
প্রতিজ্ঞাত আশীর্বাদ: এখন খ্রীষ্ট বিশ্বাসীদের এই বাক্য থেকে শিক্ষা নেওয়া উচিত প্রভু আপনাকে ধরেছেন ছাড়ার জন্য না । তিনি প্রতিজ্ঞা করেছেন ,
"পিতা যে সমস্ত আমাকে দেন, সেই সমস্ত আমারই কাছে আসিবে; এবং যে আমার কাছে আসিবে, তাহাকে আমি কোন মতে বাহিরে ফেলিয়া দিব না।"(যোহন ৬:৩৭)
সেইজন্য আজকে আপনার যে অবস্থা থাকুক না প্রভু আপনার সহবর্তী। পাপে পতিত হলেও প্রভুর অনুগ্রহে ফিরে আসুন । প্রভুর বাক্য আমাদের এ ভাবে সান্ত্বনা দেয় ,
"হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি, যেন তোমরা পাপ না কর। আর যদি কেহ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক যীশু খ্রীষ্ট। আর তিনিই আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক।"
(১ যোহন ২:১-২)
পাপের ফলাফল :
প্রভু ক্ষমা করেন সত্যি কিন্তু জাগতিক শাস্তির ফলাফল ভোগ করার জন্য অনেকের তৈরী থাকতে হবে। আপনার অপরাধের কারণে শাসন ও শাস্তি গ্রহণ করতে ইচ্ছুক থাকুন । প্রেরিত পৌল করিন্হীয় মন্ডলীর জনৈক ব্যক্তির পাপ সম্পর্কে উদ্ধৃতি দিয়েছিলেন কারণ তিনি মহাপাপ করেছিলেন । প্রেরিত পৌল সে ব্যক্তি সম্পর্কে পরামর্শ দিয়েছিলেন ,
"আমাদের প্রভু যীশুর পরাক্রম সহকারে তাদৃশ্য ব্যক্তিকে মাংসের বিনাশার্থে শয়তানের হস্তে সমর্পণ করিতে হইবে, যেন প্রভু যীশুর দিনে আত্মা পরিত্রাণ পায়।"(১ করিন্থীয় ৫:৫ )। তার অর্থ হচ্ছে, পাপের জন্য আপনার শরীরের শাসন ও শাস্তি হোক তবু প্রভুর আগমনে যেন আত্মা মুক্তি পায় । এই process সত্যিই কঠিন বাস্তবতা । সেইজন্য মনে রাখতে হবে ,
"বস্তুতঃ পাপ করিয়া চপেটাঘাত প্রাপ্ত হইলে যদি তোমরা সহ্য কর, তবে তাহাতে সুখ্যাতি কি? কিন্তু সদাচরণ করিয়া দুঃখভোগ করিলে যদি সহ্য কর, তবে তাহাই ত ঈশ্বরের নিকটে সাধুবাদের বিষয়।"
(১ পিতর ২:২০ )
খ্রীষ্ট বিশ্বাসীদের বর্তমান জীবন সম্পর্কে নির্দেশনা :
🔮🛑🔮🛑🔮🛑🔮🛑🔮🛑🔮🛑🔮🛑
প্রেরিত পৌল রোমীয় পত্রে বলেছেন ,
"তোমরা কাহারও কিছু ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও; কেননা পরকে যে প্রেম করে, সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে। কারণ ‘‘ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না,” এবং আর যে কোন আজ্ঞা থাকুক, সেই সকল এই বচনে সঙ্কলিত হইয়াছে, ‘‘প্রতিবাসীকে আপনার মত প্রেম করিও।” প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না, অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণসাধন। আর এইরূপ কর, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছ; ফলতঃ এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় উপস্থিত; কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম, তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরও সন্নিকট। রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়; অতএব আইস, আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি, এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। আইস, রঙ্গরসে ও মত্ততায় নয়, লমপটতায় ও স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ঈর্ষায় নয়, কিন্তু দিবসের উপযুক্ত শিষ্ট ভাবে চলি। কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান কর, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না।"
(রোমীয় ১৩:৮-১৪)
উপসংহার: অতএব, একজন খ্রীষ্ট বিশ্বাসীর জীবনের ইতিহাস জঘন্য হতে পারে কিন্তু ঈশ্বর তাকে ধৌত করে পবিত্র করেন যা তাঁরই দেওয়া দান । সে মানুষের দৃষ্টিতে অতি খারাপ থাকতে পারে কিন্তু ঈশ্বর তার অতীতে দেখে না । কারণ প্রভুর বাক্য আমাদের ঈশ্বর প্রদত্ত সেই সিদ্ধতার কথা বলে ,
"কারণ যাহারা পবিত্রীকৃত হয়, তাহাদিগকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন। আর পবিত্র আত্মাও আমাদের কাছে সাক্ষ্য দিতেছেন, কারণ অগ্রে তিনি বলেন, ‘‘সেই কালের পর, প্রভু কহেন, আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের চিত্তে তাহা লিখিব,” তৎপরে তিনি বলেন, ‘‘এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনও স্মরণে আনিব না।”(ইব্রীয় ১০:১৪-১৭) । কিন্তু আমাদের খ্রীষ্ট বিশ্বাসীদের মনে রাখতে হবে কেন এত মহাদয়া দেখানো হয়েছে ? ঈশ্বর পবিত্র জীবন -যাপনের জন্যই আমাদের আহবান করেছেন । কিন্তু কেউ যদি পতিত হয়, ঈশ্বরের অনুগ্রহে ফিরে নতুন জীবন যাপন করার চেষ্টা করুক। মন্ডলীর প্রাচীন লোকদের সাহায্য নেক। মনে রাখতে হবে খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে আমাদের অতীতের ইতিহাস জঘন্য থাকতে পারে কিন্তু বর্তমান জীবন পবিত্র হোক এ কামনায় এখানেই শেষ করি।
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Christ-the-believer-is-past

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া