খ্রীষ্ট নিজেকে কিভাবে শূন্য করেছেন?

📖শাস্ত্রীয় অংশ: "কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন;"
(ফিলিপীয় ২:৭)
🌍👉📣খ্রীষ্ট নিজেকে কিভাবে শূন্য করেছেন?
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
ভূমিকা: প্রভু যীশু ঈশ্বরের স্বরূপ হয়ে শুধু মানুষ হিসাবে জন্মই নেননি তিনি নিজেকে শূন্য করলেন । তার মানে কি ? আজকের আলোচনায় আমরা দেখব যীশু কিসে কিসে নিজেকে শূন্য করেছেন ।
🎗"শূন্য করার" শাব্দিক অর্থ
প্রেরিত পৌল "শূন্য করার " শব্দটি
"একে-ন-সেন" (ekenosen) ক্রিয়া পদটি ব্যবহার করেছেন । এই ক্রিয়া পদ থেকে ধর্ম তাত্ত্বিক শব্দ বিশেষ্য কেনোসিস ( kenosis) শব্দটি এসেছে যা দ্বারা যীশুর শূন্য করার অবস্থাকে প্রকাশ করা হয়েছে । মূলত খ্রীষ্ট যীশু মানুষ হওয়ার সময় ( Incarnation) নিজেকে শূন্য করেছেন।
এই শূন্য হওয়া বলতে আত্মত্যাগ বুঝায় খ্রীষ্টের ঈশ্বরত্বের ত্যাগ করে শূণ্য হওয়াকে বুঝায় না , বুঝায় না ঈশ্বরত্বের পরিবর্তে মানবিক দেহ গ্রহণ ( ফিলিপীয় ২:৬ দেখুন ,ঈশ্বরের স্বরূপবিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না,)। প্রকৃতপক্ষে যীশু নিজেকে শূন্য করার সময় স্বর্গীয় পদমর্যাদা ও সুবিধা( status and privelege) তিনি মানুষ হওয়ার সময় সেগুলো ব্যবহার করেনি যেন তিনি পাপীর জন্য পরিত্রাণ সম্পন্ন করত পারেন ।
📖👉উল্লেখিত পদের অর্থ:
খ্রীষ্ট ধর্মতত্ত্ববিদ Wayne Grudem এ সম্পর্কে বলেন , "আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে শাস্ত্রীয় অংশ , ঈশ্বর পুত্র তাঁর ঈশ্বরত্বের কিছু গুণাবলি ত্যাগ করেছেন এ কথা বলে না । শাস্ত্রীয় অংশ আমাদের এই কথা বলে যে , প্রভু যীশু নিজেকে শূন্য করেছেন তাঁর স্বর্গীয় গুণাবলি ত্যাগ না করে । তিনি কি করেছেন? তিনি দাসের মত হলেন এবং ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হলেন যা খ্রীষ্টের চুড়ান্ত নম্রতার প্রকাশ ঘটিয়েছেন । "
( Wayne Grudem, Systematic Theology- pg 550)
নিচে আমরা সংক্ষেপে যীশু নিজেকে শূন্য করার মাহাত্ম্যের বিষয়টি নিচে সংক্ষেপে আলোচনা করব :
Dr. John Macarthur খ্রীষ্টের শূন্য হওয়া সম্পর্কে ৫ টি কারণ বলেছেন ।
👉প্রথমত: প্রভু যীশু জগতে আসার সময় নিজের মহিমা ত্যাগ করেছিলেন । ত্যাগ করেছিলেন পিতা ঈশ্বরের সাথে সামনাসামনি সম্পর্ক ও মহিমা দর্শন । যীশু নিজে সেই মহিমার কথা বলেছিলেন এভাবে ,
"আর এক্ষণে, হে পিতঃ, জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত কর।"(যোহন ১৭:৫)
👉দ্বিতীয়ত : খ্রীষ্ট নিজেকে শূন্য করার সময় নিজের স্বতন্ত্র বা স্বাধীন কর্তৃত্ব ত্যাগ করেছিলেন । জগতে থাকাকালীন সময়ে তিনি পিতার ইচ্ছার কাছে সম্পূর্ণ রূপে সঁপে দিয়েছিলেন। তাইত তিনি বলেছিলেন,
"পরে তিনি কিঞ্চিৎ অগ্রে গিয়া উবুড় হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন, হে আমার পিতঃ, যদি হইতে পারে, তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাউক; তথাপি আমার ইচ্ছামত না হউক, তোমার ইচ্ছামত হউক।"
(মথি ২৬:৩৯ )
তুলনীয়, " আমি আপনা হইতে কিছুই করিতে পারি না; যেমন শুনি তেমনি বিচার করি; আর আমার বিচার ন্যায্য, কেননা আমি আপনার ইচ্ছা পূর্ণ করিতে চেষ্টা করি না, কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূর্ণ করিতে চেষ্টা করি।"
(যোহন ৫:৩০) (আরও তুলনা করতে পারেন ইব্রীয় ৫:৮)
👉তৃতীয়তঃ স্বর্গীয় অধিকার অনুশীলনে নিজেকে শূন্য করেছেন । যার কারণে খ্রীষ্ট জগতে থাকাকালীন সময়ে স্বর্গীয় মহিমা প্রদর্শন করননি বরং পবিত্র আত্মার নির্দেশনায় পরিচালিত হয়েছেন । ( মথি ২৪:৩৬ তুলনীয় যোহন ১:৪৫-৪৯)
👉চতুর্থত : স্বর্গীয় সমৃদ্ধি ও ধনাঢ্যতে নিজেকে শূন্য করেছেন । জগতে থাকাকালীন সময়ে খ্রীষ্ট অত্যন্ত গরিব ছিলেন । নিজের বলতে তেমন কিছু ছিল না (২ করি: ৮:৯)
👉পঞ্চমত: পিতা ঈশ্বরের সাথে প্রভু যীশুর সম্পর্কে নিজেকে শূন্য করেছেন । প্রভু যীশু যখন ক্রুশে পাপীর পাপের বে াঝা কাঁধে নিয়েছিলেন তখন পিতার সাথে প্রভু যীশুর সম্পর্কে চির ধরেছিল । তাই তিনি বলেছিলেন,
"আর নয় ঘটিকার সময়ে যীশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, ‘‘এলী এলী লামা শবক্তানী,” অর্থাৎ “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ?”
মথি ২৬:৪৬
প্রেরিত পৌল একই বলেছেন,
"যিনি পাপ জানেন নাই, তাঁহাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন, যেন আমরা তাঁহাতে ঈশ্বরের ধার্মিকতাস্বরূপ হই।"
(২ করি: ৫:২১)। (John Macarthur Study Bible, page- 1823)
তাইত খ্রীষ্ট ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার বহন করেছেন (যোহন ১:২৯)
👉উপসংহার: জগতে থাকাকালীন সময়ে খ্রীষ্টের শূন্য করার দৃষ্টান্তকে অনেকে তাঁর দুর্বলতা মনে করে। মনে করে তিনি ঈশ্বর নয়। কিন্তু আমরা যখন পবিত্র বাইবেলের সঠিক ব্যাখ্যা ত পবিত্র আত্মার মধ্য দিয়ে পরিচালিত হই তখন আমরা বুঝতে পারি খ্রীষ্ট প্রভু নিজেকে কিভাবে , কেন নিজেকে শূন্য করেছেন । তাঁর স্বর্গ থেকে জগতে আগমন বিশ্বের সমস্ত ঘটনাকে পিছনে ফেলে দেয় একটাই কারণ পাপী মানুষ যেন পুনরায় খ্রীষ্টের মৃত্যু ও পুনরুত্থানের মধ্যে দিয়ে পাপের ক্ষমা ও পরিত্রাণ পেতে পারে । তাই আর সন্দিহানে না থেকে তাঁরই পরশে শক্তিশালী হয়ে তাঁর প্রদত্ত জীবনে প্রত্যাশা রেখে বাকী জীবনটা কাটাই। আমেন ।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
How-Christ-has-emptied-himself

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া