পুনরুত্থিত খ্রীষ্টের শক্তি আমাদের জীবনে কি ভাবে আমরা দেখতে পাই ?

বিভিন্ন খ্রীষ্টিয় পত্রপত্রিকা পড়তে পড়তে একটি article এর সম্মুখীন হলাম ।
লিখেছেন Morling Bible College এর principal Rev. Dr. Ross Clifford (Title : God's love in action- the Death and Resurrection of Jesus Christ.)
তিনি পুনরুত্থীত খ্রীষ্টের শক্তির মহিমা সম্পর্কে দারুণ উৎসাহ জনক কথা বলেছেন যা আমি মনে করলাম শেয়ার করা উচিত।
যারা পুনরুত্থিত যীশুকে "প্রভু" বলে স্বীকার করে তাদের জীবনে এই আশীর্বাদের গুলি সহবতী হবে ।
👉প্রথমত : শক্তি পাবেঃ জীবন এত সহজ না । জীবনে সামনে যাওয়ার জন্য অনেক শক্তি প্রয়োজন। সেই শক্তি ঈশ্বর খ্রীষ্টীয় জীবনের জন্য শক্তি দান করেন (২করি ১১ :১৬ , ১২ :১০) পদ পড়লে বুঝতে পারি । প্রেরিত পৌল কি ভাবে আবেগগত, শারিরীক , আত্মিক কষ্ট ও নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন । তার পরেও তিনি বলেছিলেন যখন আমি দূর্বল তখন আমি সবল ।"তাই খ্রীষ্টের জন্য দুর্বলতায়, অপমানে, যন্ত্রণায়, অত্যাচারে এবং অসুবিধা-ভোগে আমি সন্তুষ্ট, কারণ যখন আমি দুর্বল তখনই আমি শক্তিশালী।" (২ করি ১২:১০)
👉দ্বিতীয়ত : দুশ্চিন্তাগ্রস্ত আত্মার জন্য কোন কি বিশ্রামের জায়গা আছে ? প্রেরিত পিতর বলেন সমস্ত চিন্তার ভার আমরা যেন প্রভুর উপর ছেড়ে দেই
"তোমাদের সব চিন্তা-ভাবনার ভার তাঁর উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। " তোমাদের সব চিন্তা-ভাবনার ভার তাঁর উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন।" ( ১ পিতর ৫:৭)
👉তৃতীয়ত : বন্ধুত্ব : একাকীত্বের অভিজ্ঞতা সবারই আছে । ইব্রীয় লেখক আমাদের স্মরণ করিয়ে দেয়, " যীশু খ্রীষ্ট কালকে যেমন ছিলেন, আজকেও তেমনি আছেন এবং চিরকাল তেমনি থাকবেন।" ( ইব্রীয় ১৩:৮)
👉চতুর্থ : অন্তরে তৃপ্তি :
একমাত্র যীশুই অন্তরের তৃষ্ণা মেটাতে সক্ষম কারণ সবাই আত্মীক ভাবে জীবনের অর্থ খুঁজে বেড়ায় । যীশু সেই প্রতিশ্রুতি দিয়েছেন " কিন্তু আমি যে জল দেব, যে তা খাবে তার আর কখনও পিপাসা পাবে না। সেই জল তার অন্তরের মধ্যে উথলে-ওঠা ফোয়ারার মত হয়ে অনন্ত জীবন দান করবে।” (যোহন ৭:১৪)
👉পঞ্চমত: কেন জীবনে অনেক কিছু ঘটে কিন্তু উত্তর খুঁজে পাই না :
একজন খ্রীষ্টান বুঝে খ্রীষ্টই আমাদের জীবনের হতাশা তুলে নিয়েছেন এবং দুর্দশা থেকেই মঙ্গল করেন । কেননা প্রভুর বাক্য আমাদের সান্ত্বনা দেয়,
"আমরা জানি যারা ঈশ্বরকে ভালবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্যমত যাদের ডেকেছেন তাদের মংগলের জন্য সব কিছুই একসংগে কাজ করে যাচ্ছে।" (রোমীয় ৮ঃ ২৮)
👉ষষ্ঠত : যীশুর ক্রশে মৃত্যু , পুনরুত্থানে ঈশ্বরের কাছে গ্রহনযোগ্যতা ও ক্ষমার নিশ্চয়তা রয়েছে । (রোমীয় ৪:২৫)
👉সপ্তমত : পরিচর্যা কাজে আত্মা দান করেনঃ
যীশুতে আমরা অন্যের পরিচর্যার পরিচারক হই যা আমাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করে । যা বিশুদ্ধ জীবনের পথ হিসেবে স্বীকৃত ।
👉অষ্টমত : অনন্ত জীবনঃ
আমরা যীশুর পুনরুত্থানের অনন্তকালীন জীবনের নিশ্চিত হতে পারি । খীষ্টের পুনরুত্থান প্রমাণ করে জীবনের বাইরে আরেকটি জীবন আছে । (যোহন ১১:২৫)
👉নবমত : নিদের্শনাঃ 
পবিত্র বাইবেলে খ্রীষ্টিয় বিশ্বাসীদের নিদর্শনা দেওয়া আছে । পূনরুত্থিত যীশু পবিত্র বাইবেলে সেই নির্দেশনা নিশ্চিত করে ।
শেষে তিনি Sir Lionels ঘটনা বলে শেষ করেন।
Sir Lionels একজন বিখ্যাত আইন জীবি ছিলেন । অস্ট্রেলিয়া প্রেস কনফারেন্সে তাঁকে প্রশ্ন করা হয়েছিল ?
কেন আপনি অস্ট্রেলিয়া এসেছেন ? 
উওরে তিনি বলেছিলেন, Well, if Dr. Salk had kept quiet about the vaccine he had discovered to help polio sufferers, what a tragedy that would have been ! And I have found Jesus to be the answer to the problems we have , both personal and national, I must share it with other."
-মুল কথা হচ্ছে Dr. Salt যদি পলিও টিকা তার আবিস্কারের কথা যদি গোপন রাখতেন তাহলে পৃথিবীতে কত দুদশা তৈরী হত ! আমি যীশুকে পেয়েছি যিনি সমস্যার উত্তর । তাঁর কথা অবশ্যই শেয়ার করতে হবে।।
👉উপসংহার: জীবনের পথ চলাটা এত সহজ নয় । প্রতিদিন চলার জন্য অনেক শক্তি ও সাহস দরকার । নানা কারণে আমরা দূর্বল হয়ে পড়ি। কিন্তু খ্রীষ্টের পুনরুত্থান আমাদের বিজয়ের শক্তিতে রূপান্তরিত করে ।
আমি আশা করি একজন খ্রীষ্টিয় বিশ্বাসী হিসেবে প্রভু যীশুর পূনরুথানের শক্তিতে শক্তিশালী হয়ে সামনের দিকে এগিয়ে যাবেন । পড়ে গেলে আবার উঠবেন ও এই অস্হায়ী তাম্বুর জীবন বিশ্বস্তভাবে দৌড়াবেন ।
আমেন ।।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
How-do-we-see-the-power-of-the-resurrected-Christ-in-our-lives

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া