ঈশ্বর কি ভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করেন ?
✝ভূমিকা : ভুলে যাওয়াই আমাদের বৈশিষ্ট্য, তাই ঈশ্বরকেও আমরা ভুলে যাই । ভুলে যাই তাঁর দয়া, অনুগ্রহ, ভালবাসা ও ক্ষমা । কিন্তুু পিতা ঈশ্বর চান না তাঁর সন্তানেরা তাকে ভুলে যাক । বিভিন্ন কারণে আমরা ঈশ্বরকে ভুলে যাই । কিন্তু পবিত্র শাস্ত্রনুসারে আমরা দেখতে পাই বিভিন্ন ভাবে ঈশ্বর তাঁর লোকদের মনোযোগ আকর্ষণ করেন ।
Toby DeHay and Dr. Charles Stanly বেশ কয়েকটি ঈশ্বরের মনোযোগের আকর্ষণের কথা বলেছেন । আসুন তা সংক্ষেপে আলোচনা করি:
✝প্রথমত :অস্থিরতা ও নিদ্রাহীনতার মধ্যে দিয়ে ঈশ্বর মনোযোগ আকর্ষণ করেন :
উদাহরণ স্বরূপ বলা যায় পারস্য রাজ অহশ্বেরস কথা যিনি ইষ্টের রানীকে বিয়ে করেছিলেন । সেই সময়ে হামন নামের একজন রাজার মন্ত্রী ছিআ যিনি যিহুদা জাতিকে ধ্বংস করার পরিকল্পনা করেন । হামন এদিকে ইষ্টের কাকা মর্দখয় কে ফাঁসিতে ঝুলিয়ে মারার সব পরিকল্পনা করেন । কিন্তুু সেই রাতেই রাজা অহশ্বেরসের নিদ্রা দূর হয় । তিনি ইতিহাস পুস্তক আনতে বলেন । তিনি জানতে পারেন মদখর তাঁকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে ছিলেন কিন্তু প্রতিদান দেওয়া হয় নাই ( ইষ্টের ৬: ১-৩) ।
ঈশ্বর রাজাকে নিদ্রাহীনতা দিয়ে পারস্যের মহারাজের মনোযোগ আকর্ষণ করেছিলেন যেন মর্দখয় তথা সমসাময়িক যিহুদারা যেন রক্ষা পায় । আপনার নিদ্রাহীনতা বা অস্হিরতার অনেক কারণ থাকতে পারে কিন্তু আপনার জীবনের ইতিহাস তথা অবস্থাগুলোর পর্যালোচনা করুন দেখুন ঈশ্বর কি বলতে চায়।
উদাহরণ স্বরূপ বলা যায় পারস্য রাজ অহশ্বেরস কথা যিনি ইষ্টের রানীকে বিয়ে করেছিলেন । সেই সময়ে হামন নামের একজন রাজার মন্ত্রী ছিআ যিনি যিহুদা জাতিকে ধ্বংস করার পরিকল্পনা করেন । হামন এদিকে ইষ্টের কাকা মর্দখয় কে ফাঁসিতে ঝুলিয়ে মারার সব পরিকল্পনা করেন । কিন্তুু সেই রাতেই রাজা অহশ্বেরসের নিদ্রা দূর হয় । তিনি ইতিহাস পুস্তক আনতে বলেন । তিনি জানতে পারেন মদখর তাঁকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে ছিলেন কিন্তু প্রতিদান দেওয়া হয় নাই ( ইষ্টের ৬: ১-৩) ।
ঈশ্বর রাজাকে নিদ্রাহীনতা দিয়ে পারস্যের মহারাজের মনোযোগ আকর্ষণ করেছিলেন যেন মর্দখয় তথা সমসাময়িক যিহুদারা যেন রক্ষা পায় । আপনার নিদ্রাহীনতা বা অস্হিরতার অনেক কারণ থাকতে পারে কিন্তু আপনার জীবনের ইতিহাস তথা অবস্থাগুলোর পর্যালোচনা করুন দেখুন ঈশ্বর কি বলতে চায়।
✝দ্বিতীয়ত : ঈশ্বরের লোকের মধ্যে দিয়ে :
দাযূদ রাজা পাপ করার পর ঈশ্বর ভাববাদী নাথনকে পাঠিয়ে ছিলেন তাঁর পাপ দেখিয়ে দেওয়ার জন্য । এর পূর্বে রাজা দাযূদ ছিলেন আত্মিক ভাবে অন্ধ । কিন্তু ভাববাদী নাথনের মধ্য দিয়ে ঈশ্বর দায়ূদের অপরাধ দেখিয়ে দেয়। রাজা দায়ূদ তাঁর মহাঅপরাধের জন্য অনেক অনুতপ্ত হয়েছিলেন ও শাস্তি পেয়েছিলেন । কিন্তু ঈশ্বরের অনুগ্রহে রাজা দায়ূদ ক্ষমার জীবন লাভ করেন ।
অনেক সময় আমরা পাপ করতে করতে অন্ধ হয়ে পড়ি । অনেক সময় ঈশ্বর তাঁর দাসদের মধ্য দিয়ে, হতে পারে সেই লোক পালক বা গুরুজনের মধ্যে দিয়ে অনুযোগর বাণী পাঠাতে পারেন । আপনি সেই বাক্যে অবধান করে ঈশ্বরের মহা অনুগ্রহ ও ক্ষমা লাভ করতে পারেন ।
দাযূদ রাজা পাপ করার পর ঈশ্বর ভাববাদী নাথনকে পাঠিয়ে ছিলেন তাঁর পাপ দেখিয়ে দেওয়ার জন্য । এর পূর্বে রাজা দাযূদ ছিলেন আত্মিক ভাবে অন্ধ । কিন্তু ভাববাদী নাথনের মধ্য দিয়ে ঈশ্বর দায়ূদের অপরাধ দেখিয়ে দেয়। রাজা দায়ূদ তাঁর মহাঅপরাধের জন্য অনেক অনুতপ্ত হয়েছিলেন ও শাস্তি পেয়েছিলেন । কিন্তু ঈশ্বরের অনুগ্রহে রাজা দায়ূদ ক্ষমার জীবন লাভ করেন ।
অনেক সময় আমরা পাপ করতে করতে অন্ধ হয়ে পড়ি । অনেক সময় ঈশ্বর তাঁর দাসদের মধ্য দিয়ে, হতে পারে সেই লোক পালক বা গুরুজনের মধ্যে দিয়ে অনুযোগর বাণী পাঠাতে পারেন । আপনি সেই বাক্যে অবধান করে ঈশ্বরের মহা অনুগ্রহ ও ক্ষমা লাভ করতে পারেন ।
✝তৃতীয়ত : ব্যর্থতার মধ্যে দিয়ে :
ইসরাইল জাতি কনান দেশ প্রবেশের পর প্রথম নগর যিরিহো দখল করেন । কিন্তুু আখনের পাপের কারণে অয় নগর দখল করতে ব্যর্থ হয়। । তাকেই এই ব্যর্থতার জন্য দায়ী করা হয় । আখনের লোভ ও চুরি ইস্রায়েল জাতিকে জয়ী হতে দেয় নাই। ঈশ্বর সেই ব্যর্থতার মধ্যে দিয়ে ইস্রায়েল জাতির মনোযোগ আকর্ষণ করেন ।
ইসরাইল জাতি কনান দেশ প্রবেশের পর প্রথম নগর যিরিহো দখল করেন । কিন্তুু আখনের পাপের কারণে অয় নগর দখল করতে ব্যর্থ হয়। । তাকেই এই ব্যর্থতার জন্য দায়ী করা হয় । আখনের লোভ ও চুরি ইস্রায়েল জাতিকে জয়ী হতে দেয় নাই। ঈশ্বর সেই ব্যর্থতার মধ্যে দিয়ে ইস্রায়েল জাতির মনোযোগ আকর্ষণ করেন ।
আজ আপনি লক্ষ্য করুন আপনার ব্যর্থতার কারণ কি ? যদি তা কোন পাপের জন্য হয় তাহলে প্রভুর কাছে ফিরে আসুন । প্রভু অবশ্যই আপনাকে তাঁর অনুগ্রহ অনুসারে সফলতা দান করবেন ।
✝চতুর্থত : অর্থনৈতিক পতনের মধ্য দিয়ে :
অর্থনৈতিক পতনের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের মনোযোগ আকর্ষণ করেও থাকেন । বিচারকতৃগনের সময়ে ইস্রায়েল জাতি যখন পাপ করত, তখন ঈশ্বর তাদের বিভিন্ন জাতির কাছে বিক্রি করে দিতেন । অনেক সময় ফসল বিনিষ্ট করত । আবার তারা খাদ্য দ্রব্য, মেষ গরু বা গাদা যা কিছু তাদের ছিল তা নিয়ে যেত (বিচার ৬: ১-৫) । তাদের এই অর্থনৈতিক পতনের জন্য ঈশ্বরের কাছে তারা ক্রন্দন করত আর ঈশ্বর ইস্রায়েল জাতিকে নিস্তার দিতেন।
অর্থনৈতিক পতনের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের মনোযোগ আকর্ষণ করেও থাকেন । বিচারকতৃগনের সময়ে ইস্রায়েল জাতি যখন পাপ করত, তখন ঈশ্বর তাদের বিভিন্ন জাতির কাছে বিক্রি করে দিতেন । অনেক সময় ফসল বিনিষ্ট করত । আবার তারা খাদ্য দ্রব্য, মেষ গরু বা গাদা যা কিছু তাদের ছিল তা নিয়ে যেত (বিচার ৬: ১-৫) । তাদের এই অর্থনৈতিক পতনের জন্য ঈশ্বরের কাছে তারা ক্রন্দন করত আর ঈশ্বর ইস্রায়েল জাতিকে নিস্তার দিতেন।
আজ যদি আপনার পরিবারে অর্থনৈতিকভাবে সমস্যা দেখতে পান ,যদি মনে তা কোন পাপের কারণে তা হলে এখনই মনযোগী হোন ।
✝পঞ্চমত : মৃত্যু ও দুঃখ জনক ঘটনার মধ্যে দিয়ে :
এ সম্পর্কে পবিত্র বাইবেল অনেক ঘটনা আছে ।
যেমন ইস্রায়েল জাতি মরুভূমিতে থাকার সময় খাবার ও পানির জন্য ঈশ্বর ও মোশির বিরুদ্ধে বচসা করেছিল ।যার কারণে ঈশ্বর ভয়ংকর সাপ পাঠায় ও সাপের কামড়ে অনেক লোকের মৃত্যু হয় । মৃত্যুতে ইসরাইল জাতি তাদের পাপ বুঝতে পারে । অনুতপ্ত হয়ে তারা ক্ষমা ও আশীর্বাদ পায় (গননা ২১:৪--৭)।
এ সম্পর্কে পবিত্র বাইবেল অনেক ঘটনা আছে ।
যেমন ইস্রায়েল জাতি মরুভূমিতে থাকার সময় খাবার ও পানির জন্য ঈশ্বর ও মোশির বিরুদ্ধে বচসা করেছিল ।যার কারণে ঈশ্বর ভয়ংকর সাপ পাঠায় ও সাপের কামড়ে অনেক লোকের মৃত্যু হয় । মৃত্যুতে ইসরাইল জাতি তাদের পাপ বুঝতে পারে । অনুতপ্ত হয়ে তারা ক্ষমা ও আশীর্বাদ পায় (গননা ২১:৪--৭)।
✝৬ষষ্ঠ : অসুস্থতা ও কষ্টের মধ্যে দিয়ে:
রাজা হিস্কিয় অনেক দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়েছিল এবং মৃত্যু ছিল অবশ্যম্ভাবী । ঈশ্বর এই রোগের মধ্যে দিয়ে রাজা কে নম্র করেন এবং অনুতপ্ত হতে সাহায্য করেন ।
(২ বংশা ৩২ : ২২ ---২৩ )।
(২ বংশা ৩২ : ২২ ---২৩ )।
✝৭মত : স্বপ্ন ও দর্শনের মধ্যে দিয়ে :
ঈশ্বর বাক্য এ কথা বলে , "স্বপ্নের মধ্যে, রাতের দর্শনের মধ্যে, বিছানায় শুয়ে যখন মানুষের ঘুম গাঢ় হয়, তখন তিনি তাদের কানে কানে কথা বলেন আর সাবধানবাণী দিয়ে তাদের ভয় দেখান, যেন মানুষ তার অন্যায় কাজ থেকে ফেরে আর অহংকার থেকে দূরে থাকে।" (ইয়োব ৩৩:১৫ -১৭ ) ।
ঈশ্বর বাক্য এ কথা বলে , "স্বপ্নের মধ্যে, রাতের দর্শনের মধ্যে, বিছানায় শুয়ে যখন মানুষের ঘুম গাঢ় হয়, তখন তিনি তাদের কানে কানে কথা বলেন আর সাবধানবাণী দিয়ে তাদের ভয় দেখান, যেন মানুষ তার অন্যায় কাজ থেকে ফেরে আর অহংকার থেকে দূরে থাকে।" (ইয়োব ৩৩:১৫ -১৭ ) ।
স্বপ্ন ও দর্শনের মধ্য দিয়ে ঈশ্বর আজও তাঁর সন্তানদের সাথে যোগাযোগ করেন ।তাই এ বিষয়ে যদি ঈশ্বর কিছু আপনাকে দেখান তাহলে গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত উক্ত দর্শন বা স্বপ্নে কোন সাবধান বাণী আছে কিনা ।
পবিত্র বাইবেলে এ রকম অনেক উদাহরণ দেখতে পাই । যেমন ঃ ঈশ্বর যাকোবের শ্বশুর লাবনকে সাবধান করে দিয়ে ছিলেন যেন যাকোব কে ভাল মন্দ কিছু না বলেন ( আদি ৩১: ২৪) পদ । ফৌরনের কারনে ইস্রায়েল জাতি যোষেবের মধ্যে দিয়ে বেঁচে যায় । ভাববাদী দানিয়েল অনেক স্বপ্ন ও দর্শনের কথা উল্লেখ করেছেন ,যা আমাদের মনোযোগ আকর্ষণ করেন ।
এখানে সাতটি বিষয় মাত্র উল্লেখ করা হয়েছে । ঈশ্বর চান বিভিন্ন ভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করতে কারন তিনি আমাদের ভালোবাসেন ।
✝খ্রীষ্টের প্রতি মন পরিবর্তনই ঈশ্বরের প্রত্যাশা :
সর্বোপরি, ঈশ্বর চান পাপী মানুষ মন পরিবর্তন করে তাঁর পুত্র যীশুকে তাদের মুক্তিদাতা ও প্রভু হিসাবে বিশ্বাস করে ,কেননা তাঁর ক্রুশীয় মৃত্যু ও পুনরুত্থানের মধ্যে দিয়ে মানুষের সর্বোচচ প্রত্যাশা অনন্ত জীবনের ব্যবস্থা করেছেন । তাই ঈশ্বরের অনুগ্রহে তাঁর কাছে ফিরে আসুন কেননা , "প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন- যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে- কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসহিষ্ণু; কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মনপরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পারে, এই তাঁহার বাসনা।"
[২ পিতর ৩:৯]
[২ পিতর ৩:৯]
✝উপসংহার: Dr. Standly বলেন , " আমাদের বিশ্বাস যাত্রায় আমরা কোন অবস্থানে আছি তা পিতা ঈশ্বর জানেন এবং জানেন কি ভাবে মনোযোগ আকর্ষণ করতে হয় । সে জন্য সব সময়ই সজাগ থাকতে হবে । সাবধান থাকুন উপরোক্ত স্বগীয় উপায় গুলো আপনার জীবনে ঘটে কি না । সাবধান হোন ও প্রভুর দিকে ফিরে আসুন । প্রভু কে জিজ্ঞেস করুন তিনি আপনার কাছে কি চান। শুধু শ্রোতার মত না হয়ে তাঁর বাক্য পালনের জন্য জীবন যাপন করুন । "
তাই আসুন আমরা সবাই প্রভুর ভালোবাসায় ও তার মনোযোগ আকর্ষণের পথ গুলো চিহ্নিত করে প্রভুর ইচ্ছা মত চলার চেষ্টা করি।
আমেন ।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Comments
Post a Comment