প্রশ্ন: খ্রীষ্টিয়ানদের বাপ্তিস্মের গুরুত্ব কতখানি?

উত্তর: বাইবেল অনুসারে, খ্রীষ্টিয়ানদের বাপ্তিস্ম হচ্ছে বিশ্বাসীর জীবনে ঘটে যাওয়া পরিবর্তনের সাক্ষ্য বাইরে প্রকাশ করা। খ্রীষ্টিয়ানদের বাপ্তিস্ম মূলত খ্রীষ্টের সংগে মৃত্যু, কবর এবং পুনরুত্থানের দৃষ্টান্ত হিসাবে বিশ্বাসীদের পরিচিতি বহন করে। বাইবেল ঘোষণা দিয়েছে, “এই কথা কি জান না যে, আমরা যারা খ্রীষ্ট যীশুর মধ্যে বাপ্তিস্ম গ্রহণ করেছি, আমরা তাঁর মৃত্যুর মধ্যে অংশ গ্রহণ করেই তা করেছি? আর সেইজন্য সেই বাপ্তিস্মের দ্বারা খ্রীষ্টের সংগে মরে আমাদের কবরও হয়েছে, যেন পিতা ঈশ্বর তাঁর মহাশক্তি দ্বারা যেমন খ্রীষ্টকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন তেমনি আমরাও যেন নতুন জীবনের পথে চলতে পারি” (রোমীয়৬:৩-৪)। খ্রীষ্টিয়ানদের বাপ্তিস্ম হচ্ছে জলের মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়া, যা খ্রীষ্টের সাথে মৃত্যু ও কবরস্থ হওয়ার প্রতীকী। আর জলের মধ্য থেকে উঠে আসা খ্রীষ্টের পুনরুত্থানের ছবি।

খ্রীষ্টিয়ানদের বাপ্তিস্মের মধ্যে রয়েছে দুটি দিক, যা একজন ব্যক্তি বাপ্তিস্ম গ্রহণ করার আগে পালন করবে: ১) যে ব্যক্তি বাপ্তিস্ম নেবে সে অবশ্যই যীশু খ্রীষ্টকে উদ্ধারকর্তা বলে বিশ্বাস করবে, এবং ২) সেই ব্যক্তিকে অবশ্যই বুঝতে হবে বাপ্তিস্ম মানে কি। যদি একজন ব্যক্তি প্রভু যীশুকে উদ্ধারকর্তা বলে জানে এবং বুঝতে পারে যে, খ্রীষ্টিয়ানদের বাপ্তিস্ম গ্রহণ করা মানে জনগণের সামনে প্রকাশ্যে খ্রীষ্টের প্রতি তার বাধ্যতা প্রদর্শনের ধাপ। যখন সে বাপ্তিস্ম নিতে ইচ্ছুক হয় তখন বিশ্বাসী হিসাবে বাপ্তিস্ম নিতে তার আর কোন বাধা থাকে না। বাইবেল অনুসারে, খ্রীষ্টিয়ানদের বাপ্তিস্ম গুরুত্বপূর্ণ- কারণ তা বাধ্যতার একটি ধাপ এবং খ্রীষ্টকে প্রকাশ্যে বিশ্বাসে স্বীকার করে তাঁর প্রতি বিশ্বস্থ থাকার অংগীকার করা; যা কিনা খ্রীষ্টের সাথে মৃত্যুবরণ করা, কবরস্থ হওয়া ও পুনরুত্থিত হওয়ার চিহ্ন।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
How-important-is-baptism-to-Christians

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া