সময়োপযোগী সাহায্য ক্ষুদ্র হলেও মাহাত্ম্য আছে : বর্সিল্লয়ের জীবন থেকে অনুপ্রেরণা

কে এই বর্সিল্লয় ?
তিনি ছিলেন বৃদ্ধ এক প্রভুর দাস । যিনি যর্দনের পূর্বপারের অঞ্চল গিলিয়দ নিবাসী পাহাড়ি এলাকা রোনলিমের বাসিন্দা ছিলেন । তিনি অত্যন্ত ধনী, নম্র, ঈশ্বর নির্ভরশীল ও ন্যায়পরায়ণ লোক ছিলেন ।
কেন তিনি বিখ্যাত হয়ে আছেন ?
যুদ্ধের সময় সাধারণ মানুষ আশে পাশের দেশ বা অঞ্চলে আশ্রয় নেয় । রাজা দাউদ তাঁর ছেলের বিদ্রোহের হাত থেকে রক্ষার জন্য তিনি যর্দনের পূর্ব পারে মহনয়িমে আশ্রয় নেন । তখন কিছু লোকের সাথে বসিল্লয় অনেক কিছু রাজা দায়ূদের কাছে নিয়েছিলেন । তার একটি ছোট লিষ্ট নিম্ন দেওয়া হলো :
"দায়ূদ মহনয়িমে উপস্থিত হইলে পর অম্মোন-সন্তানদের রব্বা-নিবাসী নাহশের পুত্র শোবি, আর লোদবার-নিবাসী অম্মীয়েলের পুত্র মাখীর, এবং রোগলীম-নিবাসী গিলিয়দীয় বর্সিল্লয় দায়ূদের ও তাঁহার সঙ্গী লোকদের জন্য শয্যা, ডাবর, মৃৎপাত্র,এবং আহারার্থে গম, যব, সুজি, ভাজা শস্য, শিম, মসূর, ভাজা কলাইমধু ও দধি, এবং মেষপাল ও গোদুগ্ধের পনির আনিলেন; কেননা তাঁহারা কহিলেন, লোকেরা প্রান্তরে ক্ষুধিত, শ্রান্ত ও পিপাসিত হইয়াছে।"
(২য় শমূয়েল ১৭: ২৭-২৯)
তিনি এমন একটা সময়ে রাজা দাউদকে সাহায্য করলেন যখন রাজা ও তাঁর সাথে শত শত লোক যারা ছিল মরুভূমিতে ক্ষুধিত, ক্লান্ত ও পিপাসিত যাদের সাথে খাবারের সে রকম কিছু ছিল না ।
বসিল্লয় রাজাকে রাজার মত সম্মান দিলেন। তিনি জানতেন রাজা দাউদ ঈশ্বরের মনের মত লোক । তবুও রাজা আজকে পলাতক অসহায় দুঃখী ও দরিদ্র । তারপরও তিনি রাজাকে তাঁর সাধ্য ও প্রভাব দ্বারা সাহায্য করেছিলেন । পরবর্তীতে রাজপুত্র অবশালেমের মৃত্যুর পর রাজা দাউদের যিরুশালেমে প্রত্যাবর্তনের সময় বর্সিল্লয় যর্দানের পারে এসে ছিলেন রাজা দাউদকে বিদায় জানাতে । রাজা দাউদ তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ যিরুশালেমে নিয়ে যেতে চেয়েছিলেন । কিন্তুু তিনি তা সম্মানের সহিত অগ্রাহ্য করেন । বরং তিনি তার নিজের এলাকায় মরতে চেয়েছেন । কিন্তুু তিনি তাঁর দাস সম্ভবত তার ছেলেকে রাজার সাথে নিয়ে যেতে বলেন । রাজা দাউদ তাঁর কথা রেখেছিলেন ।দাযূদের কৃতজ্ঞতা স্বরূপ তাঁর ছেলে কিনহেমকে বৈৎলেহেমে জায়গা দিয়েছিলেন । যা এই ঘটনার কয়েক বছর পরে যিরমিয় ভাববাদী লিপিবদ্ধ করেন ।
(যিরমিয় ৪১:২৭)
আমাদের জন্য যা করণীয়:
১.সময়োপযোগী সাহায্য করা অত্যন্ত জরুরী । বসিল্লয় সেই প্রমাণ আমাদের জন্য রেখে গেছেন । যদিও তাঁর সম্পর্কে বাইবেলে মাত্র ১০টি পদ আছে কিন্তুু তিনি আমাদের জন্য উৎসাহের আশীর্বাদ রেখে গেছেন যেন আমরা তা অনুসরণ করি ।
২.তাঁর সম্পদের সঠিক ব্যবহার করেছেন । খীষ্ট বিশ্বাসী হিসেবে আমরা সবাই ধনাধক্ষ । আমাদের ঈশ্বর যা দিয়েছেন তিনিই তার মালিক । আমাদের পবিত্র দায়িত্ব রয়েছে আমাদের সম্পদ প্রভুর কাজের ব্যবহার করা। যীশু নিজেও জগতের ধন ব্যবহার সম্পর্কে বলেছেন,
" আর আমিই তোমাদিগকে বলিতেছি, আপনাদের জন্যে অধার্মিকতার ধন দ্বারা মিত্র লাভ কর, যেন উহা শেষ হইলে তাহারা তোমাদিগকে সেই অনন্ত আবাসে গ্রহণ করে।"
[লূক ১৬:৯]
উপসংহার : প্রতিটি বিশ্বাসী যেন বর্সিল্লয়ের মত মানুষের প্রয়োজনের সময় কাছে থাকতে পারেন । ঈশ্বর আমাদের সেই জ্ঞান, বুদ্ধি, প্রেরণা ও জাগতিক উৎস দান করুন যেন সময়োপযোগী সবাইকে সাহায্য করতে পারি বিশেষত খ্রীষ্টীয় বিশ্বাসীদের,
"এই জন্য আইস, আমরা যেমন সুযোগ পাই, তেমনি সকলের প্রতি, বিশেষতঃ যাহারা বিশ্বাস-বাটীর পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি।"[গালাতীয় ৬:১০]
আমেন ।। 
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Inspiration-from-Barcelona-s-life

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া