৫০টি কারণে যীশু মৃত্যুবরণ করতে এসেছিলেন

(১) ঈশ্বরের ক্রোধ শান্ত করার জন্য (গালাতীয় ৩ঃ১৩; রোমীয় ৩ঃ২৫; ১যোহন ৪ঃ১০)
(২) স্বর্গীয় পিতাকে সন্তুষ্ট করা (যিশাইয় ৫৩ঃ১০; ইফিষীয় ৫ঃ২)
(৩) আজ্ঞাবহতা ও সিদ্ধতা শিক্ষা করার জন্যে (ইব্রীয় ২ঃ১০, ৫ঃ৮)
(৪) মৃতদের থেকে নিজের পুনরুত্থান অর্জনের জন্যে (ইব্রীয় ১৩ঃ২০-২১)
(৫) পাপীর জন্যে ঈশ্বরের ভালোবাসার ও অনুগ্রহের ভান্ডার দেখানোর জন্যে (রোমীয় ৫ঃ৭-৮, যোহন ৩ঃ১৬, ইফিষীয় ১ঃ৭)
(৬) আমাদের প্রতি খ্রীষ্টের ভালোবাসা প্রকাশের জন্যে (ইফিষীয় ৫ঃ২;ইফিষীয় ৫ঃ২৫; গালাতীয় ২ঃ১০)
(৭) আমাদের বিরুদ্ধে আইনের দাবীকে বিলুপ্ত করা (কলসীয় ২ঃ১৩)
(৮) অনেকের পরিবর্তে খ্রীষ্টের জীবন মুক্তির মূল্যরূপে দেওয়া (মার্ক১০ঃ৪৫)
(৯) আমাদের পাপের ক্ষমার জন্যে (ইফি ১ঃ৭; মথি ২৬ঃ২৮)
(১০) আমাদের ধার্মিকতা প্রদান করার জন্যে (রোমীয় ৫ঃ৯; রোমীয়৩ঃ২৪; রোমীয় ৩ঃ২৮)
(১১) আমাদের ধার্মিকতার জন্যে আজ্ঞাবহতা সমাপ্ত করা (ফিলিপীয় ২ঃ৮; রোমীয় ৫ঃ১৯; ২করিন্থীয় ৫ঃ২১; ফিলিপীয় ৩ঃ৯)
(১২) আমাদের দন্ডাজ্ঞা সরিয়ে নেওয়ার জন্যে (রোমীয় ৮ঃ৩৪)
(১৩) আমাদের পরিত্রাণের জন্যে ত্বকচ্ছেদ ও অনান্য বাহ্যিকধর্মসূত্রের বিলুপ্ত করা (গালাতীয় ৫ঃ১১; গালাতীয় ৬ঃ১২)
(১৪) আমাদের জীবনে বিশ্বাস ও বিশ্বস্ত রাখার জন্যে (মার্ক১৪ঃ২৪)
(১৫) আমাদের নিষ্কলঙ্ক ও সিদ্ধ করার জন্যে (ইব্রীয় ১০ঃ১৪; কলসীয়১ঃ২২; ১করিন্থীয় ৫ঃ৭)
(১৬) আমাদের সৎ বিবেক দান করার জন্যে (ইব্রীয় ৯ঃ১৪)
(১৭) আমাদের জন্যে যা কিছু উত্তম তা অর্জন করার জন্যে (রোমীয়৮ঃ৩২)
(১৮) আমাদের নৈতিক ও শারীরিক সুস্থতা অর্জনের জন্যে (যিশাইয়৪৩ঃ৫; মথি ৮ঃ১৬-১৭)
(১৯) যারা খ্রীষ্টকে বিশ্বাস করে তাদের অনন্তজীবন দান করার জন্যে (যোহন ৩ঃ১৬)
(২০) বর্তমান মন্দ যুগ থেকে রক্ষা করার জন্যে (গালাতীয় ১ঃ৪)
(২১) ঈশ্বরের সাথে পুনঃমিলনের জন্যে (রোমীয় ৫ঃ১০)
(২২) আমাদের ঈশ্বরের কাছে আনার জন্যে (১পিতর ৩ঃ১৮; ইফিষীয়২ঃ১৩)
(২৩) আমরা যেন তাঁর ঈশ্বরের হতে পারি (রোমীয় ৭ঃ৪; ১করিন্থীয়৬ঃ১৯-২০; প্রেরিত ২০ঃ২৮)
(২৪) আমরা যেন মহা প্রবিত্র স্থানে যেতে পারি সেই সাহস দানকরা (ইব্রীয় ১০ঃ১৯)
(২৫) ঈশ্বরের সাথে মিলনের স্থান হওয়ার জন্যে (যোহন ২ঃ১৯-২১)
(২৬) পুরাতন নিয়মের পুরোহিতন্ত্র বিলুপ করে অনন্তকালীন মহাপুরোহিত বা যাজক হওয়া (ইব্রীয় ৭ঃ২৩-২৭; ইব্রীয় ৯ঃ২৪-২৬;১০ঃ১১-১২)
(২৭) আমাদের জন্যে সহানুভূতিশীল ও দয়ালু যাজক হওয়া (ইব্রীয়৪ঃ১৫-১৬)
(২৮) আমাদের পিতৃ পুরুষের অলীক আচার-আচরণ থেকে মুক্ত করারজন্যে (১পিতর ১ঃ১৮-১৯)
(২৯) পাপের দাসত্ব থেকে মুক্ত করা (প্রকাশিত বাক্য ১ঃ৫-৬; ইব্রীয়১৩ঃ১২)
(৩০) আমরা যেন পাপের পক্ষে মরে ধার্মিকতার জন্যে জীবিত থাকি (১পিতর ২ঃ২৪)
(৩১) তিনি মরেছেন যেন ব্যবস্থার মৃত্যু হয়ে ঈশ্বরের জন্যে ফলউৎপন্ন হয় (রোমীয় ৭ঃ৪)
(৩২) খ্রীষ্টের মৃত্যু আমাদের জন্যে নয় বরং খ্রীষ্টের জন্যে যেন জীবিত থাকি (২করিন্থীয় ৫ঃ১৫)
(৩৩) আমাদের সমস্ত গর্বের ভিত্তি যেন ক্রুশ হয় (গালাতীয় ৬ঃ১৪) 
(৩৪) বিশ্বাসে যেন তাঁর জন্যে জীবিত থাকি (গালাতীয় ২ঃ২০) 
(৩৫) খ্রীষ্টিয় বিবাহকে গভীর অর্থ প্রকাশের জন্যে (ইফিষীয় ৫ঃ২৫) 
(৩৬) সৎকাজ করার জন্যে উদ্যেগী লোক তৈরী করা (তীত ২ঃ১৪) 
।(৩৭) খ্রীষ্টের ন¤্রতা ও মহামূল্যবান ভালবাসার আর্দশ অনুসরণ করারজন্যে আহবান যেন করতে পারেন (১পিতর ২ঃ১৯-২১; ইব্রীয় ১২ঃ৩-৪;ফিলিপীয় ২ঃ৫-৮)
(৩৮) ক্রুশারোপিত অনুসরণকারীর দল তৈরী করা (লূক ৯ঃ২৩; মথি১০ঃ৩৮)
(৩৯) মৃত্যুর ভয়ের দাসত্ব থেকে আমদের মুক্ত করা (ইব্রীয় ২ঃ১৪-১৫)
(৪০) আমরা যেন মৃত্যুর পরে তাঁর কাছে যেতে পারি (১থিষলনীকিয়৫১০ঃ; ফিলিপিয় ১ঃ২১,২৩; ২করিন্থীয় ৫ঃ৮) 
(৪১) আমাদের মুত্যুর পরে পুনরুত্থানকে নিশ্চিত করা (রোমীয় ৬ঃ৫;রোমীয় ৮ঃ১১; তিমথীয় ২ঃ১১) 
(৪২) শয়তানের শক্তিকে ধ্বংশ করতে পারেন (কলসীয় ২ঃ১৪-১৫; ১যোহন৩ঃ৮) 
(৪৩) সুসমাচারে যে ঈশ্বরের পরাক্রম আছে তা প্রকাশ করা (১করিন্থীয় ১ঃ১৮; রোমীয় ১ঃ১৬) 
(৪৪) বিভিন্ন জাতির মধ্যে বিরোধ ধ্বংশ করা (ইফিষীয় ২ঃ১৪-১৬) 
(৪৫) প্রতিটি বংশ, ভাষা ও জাতি ও লোক বৃন্দের মূল্য দ্বারা ক্রয় করা (প্রকাশিতবাক্য ৫ঃ৯)
(৪৬) সমস্ত পৃথিবী থেকে তাঁর মেষদের (প্রজাদের) সংগ্রহ করা (যোহন ১১ঃ৫১-৫২; যোহন ১০ঃ১৬) 
(৪৭) শেষ বিচার থেকে রক্ষা করা (ইব্রীয় ৯ঃ২৮) 
(৪৮) তাঁর (খ্রীষ্টের) ও আমাদের আনন্দ অর্জন করা (ইব্রীয় ১২ঃ২) 
(৪৯) তিনি যেন গৌরবের ও সম্মানের মুকুটে ভূষিত হতে পারেন।
(৫০) সবচেয়ে খারাপ বিষয় (খ্রীষ্টের ক্রুশারোপণ) যেন ঈশ্বরের কাছে উত্তমতার প্রকাশ করার জন্যে (প্রেরিত ৪ঃ২৭-২৮) 
ঈশ্বর সবাইকে খ্রীষ্টের মৃত্যুর তাৎপর্য বুঝার শক্তি দান করুন । 
আমেন
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Jesus-came-to-die-for-50-reasons

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া