বিদ্রোহের পরিণাম মুন্ডুপাত : শেবের বিদ্রোহের থেকে সাবধান বাণী

👉শাস্ত্রাংশ :-- ২শমুয়েল ২০অধ্যায়।
👉পটভূমিকা :-রাজা দায়ুদের রাজত্ব কালীন সময়ে তাঁর ছেলে অবশালেম বিদ্রোহ করে । যার কারণে রাজা দায়ুদকে যিরুশালেম থেকে বেরিয়ে আসতে হয়।বিদ্রোহে তুমুল যুদ্ধ হয় । যুদ্ধ অবশালেম দায়ূদের সেনাপতি যোয়াবের নেতৃত্বে নির্মম ভাবে নিহত হয় । সে জন্য পুনরায় দায়ুদ যিরুশালেমে ফিরে আসার সাথে সাথে তিনি নতুন বিদ্রোহী শেবের বিদ্রোহের সম্মুখীন হন ।
👉শেব কে ?
রাজা শৌলের বংশ বিন্যামিনের বংশ অন্তর্ভুক্ত । তার পিতার নাম বিখ্রী যিনি পর্বতময় ইফ্রহিম প্রদেশের লোক ছিলেন । পবিত্র বাইবেল তাকে পাষণ্ড হিসাবে স্বীকৃতি দিয়েছে । দাযূদ যিরুশালেমে আসার পরে শেব যিহুদা বংশ ছাড়া অন্য দশ বংশের বিদ্রোহের ষড়যন্ত্রের স্বীকার করান । যার পরিনতি ছিল ভয়াবহ । আমরা শেবের বিদ্রোহের থেকে ২ শমূযেল ২০ অধ্যায়ের আলোকে তিনটি বিষয়ে আলোচনা করব ।
📣প্রথমত : শেব প্রকৃত কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল:
রাজা দাউদ ছিলেন ঈশ্বরের মনোনীত রাজা । তিনি দাউদ কে রাজা হিসেবে স্বীকৃতি দিয়েছে । কিন্তু শৌলের সম বংশীয় হওয়াতে তিনি দাযূদের রাজত্ব মেনে নিতে পারেনি । তিনি ঈর্ষা হিংসা ও বিদ্বেষে নিজেকে জড়িত করেন । প্রকৃত পক্ষে রাজার প্রতি তার কোন সম্মান ছিল না । তার মনোভাব ছিল এ রকম "আমাকে কেউ কিছু বলতে পারবেন না ,আমি জানি কি করতে হবে । আমি কাউকে পরয়া করি না ।" বিদ্রোহের সবার মাঝে কম বেশ কাজ করে । এমনকি আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য । প্রায়ই তারা স্কুলে শিক্ষকদের সাথে , বাড়িতে বাবা মা অবাধ্য হয় । আমাদের বড়দের মাঝে একই রূপ বিদ্যমান । পবিত্র বাইবেল শিক্ষা দেয় :
ইফি : ৬: ১," সন্তানেরা, তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য।"
রোমীয় ১৩: ১ ,"প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হউক; কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতিরেকে কর্তৃত্ব হয় না; এবং যে সকল কর্তৃপক্ষ আছেন, তাঁহারা ঈশ্বর নিযুক্ত।"
📣দ্বিতীয়ত : বিদ্রোহ শুধু নিজেকে না ,অন্যকেও আঘাত করে :
উদাহরণ স্বরূপ বলা যায় , সব দেশেই এলকোহল সেবন করে গাড়ি চালানো নিষেধ করে।
অনেকে হয়তো বেশ কয়েক বার এলকোহল সেবন করা অবস্থায ধরা খেয়েছেন। তবুও তারা নাছরবান্দা । এতে ফলাফল কি দাড়াঁয় : অনেক Road accidents, অনেক মৃত্যু। Drink Driving এর কারণে অনেক পরিবারে মৃত্যুর বিভীষিকার
শে।কের অন্ধকার নিয়ে আসে যাতে
অনেকই আঘাত পায় । Google করলে এর একটা ভাল পরিসংখ্যান পাওয়া যাবে ।
আমরা জানি যে যারা এলকোহল সেবন করে গাড়ি চালায় সাধারনত তারা মানুষ মারার জন্য গাড়ি চালায় না । কিন্তুু তারা বিদ্রোহ মনোভাবের এর কারনে driving করে অন্য কে আঘাত করে । তাছাড়া, আমাদের আলোচিত অধ্যায়ে দেখি রাজা দায়ূদের ছেলে অবশালেমের বিদ্রোহের কারণে ১০ জন নারীর স্বামী থাকলেও তাদের বিধবা জীবন যাপন করতে হলো ।
সেনাপতি যোয়াবের কারণে নতুন সেনাপতি অমাশার জীবন দিতে হলো ।
মনে রাখতে হবে ,বিদ্রোহ আপনার পাশে যারা আছে সবাই কে আঘাত করে ।
T. Michael Crews এর সমাধানে বলেছেন," If you dont repent of your rebillion, you will learn the hardest lesson of all." অর্থাৎ আপনি যদি আপনার বিদ্রোহ মনোভাবের জন্য অনুতপ্ত না হন, তাহলে আপনাকে অনেক কঠিন শিক্ষার মধ্যে শিখতে হবে । "
📣তৃতীয়ত : বিদ্রোহ আপনাকে ধ্বংস করবে :
আজকে আমাদের আলোচনার প্রধান চরিত্র শেব কে ধরার জন্য দাউদ প্রথমে নতুন সেনাপতি অমাশাকে পাঠিয়েছিলেন। কিন্তুু নির্ধারিত সময়ে যিহুদা অঞ্চলের লোকদের একত্রিত না করার কারণে রাজা দায়ূদ প্রাক্তন সেনাপতির যে।য়াবের ভাই অবীশয়কে দায়িত্ব দান করেন । পরে যোয়াব নেতৃত্বে গ্রহণ করে । শেবের পিছনে পিছনে অনুসারী হলেন তার দল । এ সুযোগে তিনি দায়ূদের নতুন সেনাপতি অমাশাকে হত্যা করে নিজের বিদ্রোহের পরিচয় দেন।
এর মধ্যে শেব আবেল বৈৎমাখা নামক নগরে আশ্রয় গ্রহণ করেন । এই পরিস্থিতিতে যোয়াবের নেতৃত্বে সেই নগরের দেওয়াল ভাঙা যখন শুরু হয় তখন সে নগরের একজন বুদ্ধি মতি মহিলার হস্তক্ষেপে যোযাবের কাছে শেবের কাটা মস্তক দিয়েছিল। একজনের অন্যায়ের কারণে সমস্ত নগর কেন নষ্ট হবে? এই ভাবে শেবের বিদ্রোহের পতন ঘটে । শেব হয়তো কখনো চিন্তা করেনি তার জীবনটা এই ভাবে শেষ হয়ে যাবে । তার নিজের গর্ব বিদ্রোহ তাকে ধ্বংস করে দিয়েছে । বিদ্রোহ তার ভবিষ্যত চুরি করেছে ।
👉👉👉প্রয়োগ :
🔔🔔🔔প্রথমত:' প্রত্যেকের জীবনে বিদ্রোহ আত্মা কাজ করে । হৃদয়ের একটা অংশ কারও কাছেই বাধ্য হতে চায় না । সমর্পণ করতে চায় না । কতৃত্বের অধীনে থাকতে চায় না । এমন কি ঈশ্বরের প্রতি । আমাদের মনে রাখতে হবে বিদ্রোহ খুবই smart যা আপনাকে শুধু ধ্বংস উপহার দিবে ।
🔔🔔🔔দ্বিতীয়ত: প্রভু যীশুর একটি বাধ্যতার, সততার অর্থাৎ ক্রশীয় বলিদানের দ্বারা আমাদের বিদ্রোহের মনোভাবের জন্য জীবন দিয়েছেন। অনুতাপে ও বিশ্বাসে আমরা এই মহা সমস্যা থেকে মুক্ত হতে পারি।
👉👉👉উপসংহারে বলতে হয়, বিদ্রোহ আপনার উপযুক্ত কর্তৃত্বের অধীনে থাকতে দিতে চাইবে না । আপনার বিদ্রোহের কারণে শুধু আপনি নন , আপনার পাশের সবাই কে কষ্ট দেয় এবং বিদ্রোহের পরিণাম ধ্বংস । তাই আজকে জ্ঞানী শলোমনের উক্তি দিয়ে শেষ করি (হিতো ২৯ : ১ ): "যে পুনঃ পুনঃ অনুযুক্ত হইয়াও ঘাড় শক্ত করে, সে হঠাৎ ভাঙ্গিয়া পড়িবে, তাহার প্রতীকার হইবে না।"
আমেন ।।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Result-of-rebellion-Mundupat-A-warning-from-Shebs-rebellion


Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া