ইষ্টারের তাৎপর্য

খ্রীষ্টের তিনটি অতুলনীয় চরিত্র দিয়েছে খ্রীষ্টকে পুনরুত্থানের অধিকার
সবাইকে খ্রীষ্টীয় ইস্টার পর্বের বিজয়ী শুভেচ্ছা ।
ইস্টার পর্ব স্মরণ করিয়ে দেয়, প্রভু যীশু খ্রীষ্ট মৃত্যুকে পরাজিত করে পুনরুত্থীত হয়েছেন যা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয় ঘটনা । আজকে আমরা দেখব খ্রীষ্টের পুনরুত্থানের সাথে সম্পর্কযুক্ত খ্রীষ্টের তিনটি মহৎ গুনাবলী যা খ্রীষ্টকে অনুসরণ করতে আমাদের সাহায্য করবে ।
প্রথমত: তিনি একমাত্র ব্যক্তি যিনি স্বর্গ থেকে এসেছেন।
দ্বিতীয়ত : তিনি একমাত্র ব্যক্তি যিনি পবিত্র ও
তৃতীয়ত : তিনি একমাত্র ব্যক্তি যিনি মৃত্যুকে পরাজিত করে পুনরুত্থিত হয়েছেন।
আসুন আমরা এই তিনটি খ্রীষ্টের গুনাবলী সংক্ষেপে আলোচনা করি:
1. প্রথমেই আমরা আলোচনা করবো খ্রীষ্টের আগমন স্বর্গ থেকে: এক রাতে নীকদীম নামে একজন যিহূদী অধ্যক্ষ যীশুর কাছে এসেছিলেন । খ্রীষ্ট যীশু নীকদীমকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন নতুন জন্ম না হলে কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না ।খ্রীষ্ট আরও স্পষ্ট করে বলেছিলেন তাঁকে ক্রুশে মরতে হবে এবং পুনরুত্থান করতে হবে । আর খ্রীষ্টের মৃত্যু থেকে পুনরুত্থানের মধ্য দিয়ে নতুন জন্মের ব্যবস্থা হয়। খ্রীষ্ট যীশু নীকদীমকে বলেছিলেন,
"আর স্বর্গে কেহ উঠে নাই; কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন, সেই মনুষ্যপুত্র, যিনি স্বর্গে থাকেন ।আর মোশি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেইরূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে,যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পায়।"(যে।হন 3:13-15)
প্রভু যীশু তিনি নিজে তাঁর সম্পর্কে বলেছেন এভাবে,
"তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা অধঃস্থানের, আমি ঊর্ধ্বস্থানের; তোমরা এ জগতের, আমি এ জগতের নহি।"(যে।হন 8:21)
খ্রীষ্ট একমাত্র ব্যক্তি যিনি স্বর্গ থেকে এসেছিলেন যেন তাঁর মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে নতুন জন্ম ও অনন্ত জীবন দানের মহিমায় পাপী মানুষকে ঈশ্বরের রাজ্যে নিয়ে যেতে পারেন ও স্বর্গীয় স্হানে বসাতে পারেন (কলশীয় 3:1)
পৃথিবীতে আর কেউ কি আছেন এমন দয়া পাপী মানুষকে দেখাতে পারে?
2: দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করবো তা হল খ্রীষ্টের পবিত্রতা । খ্রীষ্টের জন্মের পূর্বে স্বর্গদূত মরিয়মকে বলেছিলেন,
"দূত উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন, এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে; এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন, তাঁহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে।" (যে।হন 1:35)
খ্রীষ্ট ছাড়া প্রতিটি মানুষের আদি পাপের স্পর্শ থাকে যেমনটি সাধু দায়ূদ 51 গীতে বলেছেন,
" দেখ, অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন।" (গীত 51:5)
খ্রীষ্ট যীশু নিজে দাবি করে বলেছেন, " তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে? (যে।হন 8:46)
এমন কি মন্দ আত্মারাও স্বীকার করেছেন প্রভু যীশুর পবিত্রতা, পবিত্র বাইবেল এই সত্যতার সাক্ষ্য এভাবে দিয়েছেন,
"সে উচ্চরবে চেঁচাইয়া কহিল, আহা, হে নাসরতীয় যীশু, আপনার সহিত আমাদের সমপর্ক কি? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি।" (লূক 4:34)
অধিকন্তু, যীশুর মৃত্যুর রায়দাতা দেশাধ্যক্ষ পীলাত জনতার সামনে সাক্ষ্য দিয়ে খ্রীষ্টের
দে।ষহীনতার সম্পর্কে বলেছিলেন,
"পীলাত তাঁহাকে বলিলেন, সত্য কি? ইহা বলিয়া তিনি আবার বাহিরে যিহূদীদের কাছে গেলেন, এবং তাহাদিগকে বলিলেন, আমি ত ইহার কোনই দোষ পাইতেছি না।"
(যে।হন 18: 38)
যীশুর ক্রুশীয় মৃত্যুর দন্ভ কার্যকারী শতপতি খ্রীষ্টের মৃত্যু পরে বলেছিলেন,
"যাহা ঘটিল, তাহা দেখিয়া শতপতি ঈশ্বরের গৌরব করিয়া কহিলেন, সত্য, এই ব্যক্তি ধার্মিক ছিলেন।" (লূক 23:47)
প্রভু যীশুর সেই ধার্মিকতা , পবিত্রতা ও নিষ্কলঙ্কতা প্রয়ে।জন ছিল যেন পাপী মানুষকে মুক্ত করে ঈশ্বর প্রদত্ত ধার্মিকতা ও পবিত্রতা দিতে যা কারও পক্ষে দেওয়া সম্ভব নয় কারণ প্রতিটি মানুষই পাপী , ঈশ্বরের গৌরব বিহীন হয়েছে । যীশু বলেছেন অন্ধ অন্ধদের পথ দেখাতে পারে না । তাই এমন একজন ব্যক্তিকে
প্রয়ে।জন ছিল যিনি সাধু,অহিংসুক, বিমল , পাপীগণ হইতে পৃথকীকৃত এবং স্বর্গ সকল অপেক্ষা উচ্চীকৃত। আর তিনিই সেই ব্যক্তি যিনি মুক্ত করার অধিকার রাখেন ।
এই সম্পর্কে প্রেরিত পিতর বলেছেন,
" তোমরা ত জান, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলীক আচার-ব্যবহার হইতে তোমরা ক্ষয়ণীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা, মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকস্বরূপ খ্রীষ্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ।"
(1 পিতর 1:18-19)
তাই আজকে কি সেই ব্যক্তি প্রয়ে।জন নয় যিনি আপনাকে পাপের কষাঘাত থেকে মুক্ত করে পবিত্র জীবন দিতে পারে ?
তৃতীয়ত : খ্রীষ্টের মৃত্যু থেকে পুনরুত্থান একটি অবিস্মরণীয় ঘটনা যার কে।ন তুলনা হয় না। খ্রীষ্টের পুনরুত্থানের সাক্ষী তাঁর 11 জন শিষ্যসহ , মগ্দলীনি মরিয়ম, যীশুর ভাই যাকবসহ 500 জনের অধিক মানুষ যারা খ্রীষ্টের মৃত্যু ও পুনরুত্থানের সাক্ষী ছিলেন যাদেরকে ঈশ্বর পূর্বে মনোনীত করে রেখেছিলেন । তিনি মৃত্যুকে পরাজিত করে পুনরুত্থিত হয়েছেন যেন তাঁর প্রতি বিশ্বাসীদের অমরত্বের পুনরুত্থান, ধার্মিকতা , পবিত্র আত্মার দান ও নতুন জীবন সহ আরও বিভিন্ন আশীর্বাদ দান করতে পারেন।
তাঁর এই অদ্বিতীয় আশ্চর্য ঘটনা এই পৃথিবীতে দিয়েছে পাপী মানুষকে একমাত্র মন পরিবর্তনের অন্তিম চিহ্ন ।
সেই চিহ্ন কি আপনি অনুসরণ করবেননা ?
ধরুন আপনি কে।ন রাস্তা ধরে হাঁটতে শুরু করেছেন হঠাৎ দেখতে পেলেন রাস্তাটা দু'ভাগে বিভক্ত । কে।ন রাস্তা অনুসরণ করবেন তা আপনি জানেন না । তারপর আপনি দু'জন ব্যক্তিকে দেখতে পেলেন একজন মৃত , আরেকজন জীবিত । এখন প্রশ্ন হচ্ছে আপনি কাকে অনুসরণ করবেন: জীবিত না মৃত ব্যক্তিকে । আমি সিদ্ধান্ত নিয়েছি যিনি জীবিত তাঁকেই অনুসরণ করব ।
প্রভু যীশু দাবী করেছেন,
"আমিই পুনরুত্থান ও জীবন; যে আমাতে বিশ্বাস করে, সে মরিলেও জীবিত থাকিবে;"
(যে।হন 11:25)
পরিশেষে আজকে এই সময়ে প্রকৃত সত্য ধর্মের কথা যদি চিন্তা করে থাকেন তাহলে আলোচিত খ্রীষ্টের তিনটি মহান গুন গুলো পরীক্ষা করুন যা শুধু খ্রীষ্টের ক্ষেত্রেই প্রযোজ্য । পৃথিবীর ইতিহাসে খ্রীষ্ট ছাড়া কে।ন ব্যক্তির পক্ষে এই গুন গুলো দাবী করা সম্ভব হয়নি , পারবেও না কারণ খ্রীষ্টই একমাত্র স্বর্গ থেকে এসে মানুষের মুক্তির জন্য নিজের জীবন বলিদানের মধ্য দিয়ে নতুন জন্মের ব্যবস্থা করেছেন।
তাঁর পবিত্রতার মধ্য দিয়ে যারা তাঁর উপর বিশ্বাস করে তারা তাঁর রক্তে শুচি ও পবিত্র হয় এবং তিনিই একমাত্র ব্যক্তি যিনি মৃত্যুকে পরাজিত করে পুনরুত্থান করেছেন যেন মানুষের শেষ শত্রু মৃত্যুকে পরাজিত করে শয়তানের কর্তৃত্বকে ধবংশ করে স্বর্গ রাজ্যের দরজা উন্মুক্ত করেন।
তাই আসুন আমরা তাঁকে এই ইস্টারের সময় আরও জানি ও তাঁকে বিশ্বাস করে অনুসরণ করি।।
আবারও সবাইকে পবিত্র ইস্টারের শুভেচ্ছা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করি।
ঈশ্বর আমাদের সবাইকে ইস্টারের মর্মার্থ বুঝতে সাহায্য করুণ ।। আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
The-significance-of-Esther

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া