ঈশ্বর কি কি বিষয়ে ধিক্কার দেন ?
✝ভূমিকা : ভাববাদী হবককূক মানুষের অত্যাচারে, মিথ্যা ধর্মের প্রভাবে ও নৈতিকতার পতনে চিন্তিত হয়ে পড়েছিলেন । তিনি ঈশ্বরকে বলেছিলেন কেন তিনি চুপ করে আছেন । তারপর ঈশ্বর ভাববাদী হবককূককে পতিত জনদের জন্য পাঁচটি ধিক্কার দিয়েছিলেন যা খ্রীষ্টভক্তদের জানা উচিত ।
✝হবককূক ভাববাদীর পুস্তকের পটভূমি :
নবূখদনিৎসরের সমসাময়িক বাবিলের নবূখদনিৎসর ৩ বার ইস্রায়েল আক্রমণ করেন , ৬০৫ খৃস্টপূর্বাব্দ, ৫৯৭খৃস্টপূর্বাব্দ, ৫৮৭ -- ৮৬ খৃস্টপূর্বাব্দ । হবককূক প্রথম অধ্যায় থেকে বুঝা যায় ভাববাদী হবককূক সমসাময়িক ঘটনার সাথে পরিচিত ছিলেন । সেই কারণে ভাববাদী হবককূক ছিলেন নহূম, সফনি ও যিরমিযের সমসাময়িক ভাববাদী l
✝বিষয় বস্তু : ভাববাদী হবককূক ঈশ্বরকে প্রশ্ন করেছিলেন কেন তিনি তাঁর লোকদের উপর দুষ্টতা, অত্যাচার, অন্যায় হতে দেন । (হবককূক ১ : ২-৪ পদ )। পরে ঈশ্বর ভাববাদী কে দর্শনের মধ্যে দিয়ে উত্তর দেন যা তিনি ভাববাদীকে পাথরের ফলকে লেখার কথা বলেন । ঈশ্বর বাবিলের বিরুদ্ধে পাঁচটি ধিক্কার ছুড়ে দেন যা আমাদের শিক্ষার প্রয়োজন যেন আমারা সাবধান হই ।
✝১) প্রথম ধ্বিক্কার :যারা পরের ধনে বড়লোক হয় । এখানে বাবিলে অনেক লোক দেশের বিশেষ করে যিরুশালেম থেকে অনেক লূট করেছিল । যারা ঋণের টাকা দিতে পারে নাই , তাদের কৃতদাস বানিয়ে ছিল ( নহূম ৫: ১- ৫) ।
বিচার ঘোষনা - অন্য জাতিরা বাবিলের অর্থ সম্পদ লুট করবে । পরবর্তীতে পারসিকরা বাবিলের পতন করে নিজেদের সাম্রাজ্য কায়েম করেন ।
প্রয়োগ :- অনেক খ্রীষ্টানদের পরের ধনে পোদ্দারি করার প্রবনতা আছে । এখনই সেই প্রবনতা বন্ধ করা উচিত ।
✝২. দ্বিতীয় ধ্বিক্কার : যারা অন্যায় ভাবে আয় করে । ন্যায়নীতির কথা চিন্তা না করে অন্যায় অবিচারের মধ্যে দিয়ে জীবন যাপন করার প্রয়াস যা বাবিল রাজা করেছিলেন । অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের জীবন ধ্বংস নিয়ে এসেছিল । তাদের এ অত্যাচার এমন এক পর্যায়ে পৌঁছে ছিল যে মনে হয় এমন কি প্রাণহীন জীবন ও দেওয়ালের পাথর গুলোও নালিশ জানাবে । তাদের চরম শাস্তি সম্পর্কে ভাববাদী যিরমিয় পূর্বাভাস দিয়েছিলেন (যিরমিয় ২২:১৩-১৭) ।
প্রয়োগ : অন্যায় অবিচারের মধ্যে দিয়ে লাভের পথ খ্রীষ্টানদের কাজ নয় । ফিরে আসা ছাড়া উপায় নেই । এই রকম আচরণ থাকলে সক্কেরের মত ফিরিয়ে দেওয়া উচিত ।
✝তৃতীয় ধিক্কার : যারা রক্ত পাত ঘটায় । ভাববাদী নহূম নীনবীকে রক্ত পাতের শহর বলেছিল ( নহূম ৩:১ পদ )। যিরুশালেমে অনেক বাবিলেরা অনেক রক্ত পাত করেছে ।
বিচার ঘোষনা-- বাবিলের পরিশ্রমের ফল ধ্বংস হয়ে যাবে । যিরমিয় ভাববাদী সেই কথা বলেছেন (৫১:৫৮ )। ঈশ্বর কতৃক পরবর্তীতে তা বাস্তবায়ন হয়েছিল । কেননা ঈশ্বরই যুদ্ধকর্তা ( ২য বংশাবলী ২০ : ১৫-১৭) ।
প্রয়োগ : ---- খ্রীষ্ট বিশ্বাসীরা রক্তপাত না করলেও মনে প্রাণে দেহে সেই ভাব থাকতে পারে । এর পরিমান হচ্ছে আপনার পরিশ্রমের ফল আপনি ভোগ করতে পারবেন না ।
✝চতুর্থ ধিক্কার : যে প্রতিবেশীর উলংগতা দেখার জন্য মদ খাওয়ায় । উলংগতা দেখানো শাস্তি হিসাবে বিবেচিত হত ( নহূম ৩ :৫) । বাবিলেরা মদ খাওয়ানোর লোভ দেখাত ও তামাসা করত । এ ভাবে মানহানি করা হত । নোহের জীবন থেকে জানি নোহ কিভাবে তাঁর সন্তান হামকে অভিশাপ দিয়ে মছিল
(আদি ৯:২২-২৭) । বাবিলের পাপ অধিক ছিল কারণ তারা ইচ্ছা কৃত ভাবে অপমান করেছিল ।
বিচার ঘোষনা- বাবিল লজ্জায পূর্ণ হবে । ঈশ্বরের রাগের পেয়ালা বাবিলের উপর ঢেলে দেওয়া হবে ।
প্রয়োগ : আমাদের উচিত পরের লজ্জা ঢেকে দেওয়া উন্মুক্ত করা নয় ।
✝পঞ্চম ধিক্কার : --- প্রতিমা পূজা করা : বাবিল প্রতিমা পূজার মধ্যে দিয়ে তারা মঙ্গল খুঁজত । তারা প্রতিমার কাছে তাদের নিদর্শনা খুঁজত । প্রকৃতপক্ষে প্রতিমার কোন শক্তি নেই
(গীত ১৩৫: ১৫--১৭) । যারা প্রকৃত ঈশ্বরের পথ না খুঁজে পাথর, কাষ্ঠ, মাটির তৈরির কাছে প্রার্থনা করে তারা মিথ্যা শিক্ষাই পায় (যিশা ১২:২) । তারা ভ্রান্তির মধ্যে থাকে ।( ১ম করি ১২:২ ) ।
(গীত ১৩৫: ১৫--১৭) । যারা প্রকৃত ঈশ্বরের পথ না খুঁজে পাথর, কাষ্ঠ, মাটির তৈরির কাছে প্রার্থনা করে তারা মিথ্যা শিক্ষাই পায় (যিশা ১২:২) । তারা ভ্রান্তির মধ্যে থাকে ।( ১ম করি ১২:২ ) ।
✝ঈশ্বরের উপদেশ : প্রকৃত প্রত্যাদেশ আসে ঈশ্বরের পবিত্র মন্দির থেকে । তাঁর কাছে নীরবে আসতে হবে- যা নমনীয় ও মহিমা প্রকাশ করে (গীত ৪৬:১০) । এই নীরবতা শুধু ইস্রায়েল এর জন্য নয় কিন্তু সমস্ত পৃথিবীর জন্য কেননা ঈশ্বরের কাছে নত থাকা অত্যন্ত জরুরী (গীত ২২:২৭ ) ।
প্রয়োগ : --- খ্রীষ্ট বিশ্বাসীদের সমস্ত বাহ্যিক ও পাপের সমস্ত প্রতিমা ত্যাগ করতে হবে ।
প্রেরিত যোহন বলেছেন,
"বৎসেরা, তোমরা প্রতিমাগণ হইতে আপনাদের রক্ষা কর।"
[১ যোহন ৫:৩১]
প্রেরিত যোহন বলেছেন,
"বৎসেরা, তোমরা প্রতিমাগণ হইতে আপনাদের রক্ষা কর।"
[১ যোহন ৫:৩১]
✝উপসংহার : --- এই পাঁচটি ধিক্কারের মধ্যে দিয়ে ঈশ্বর বাবিলের বিরুদ্ধে তাঁর বিচার দন্ড ঘোষণা করেছিলেন ।
----যারা পরের ধনে বড়লোক হয়
-----যারা অন্যায় ভাবে আয় করে
------যারা রক্ত পাত ঘটায়
-----যে প্রতিবেশীর উলংগতা দেখার জন্য মদ খাওয়ায়
-------প্রতিমা পূজা করা
আজকে আমাদের যদি একই পাপ থেকে থাকে , তবে ফিরে এসে প্রভুর রক্তে ধৌত হয়ে নতুন জীবনে চলা উচিত । ।
----যারা পরের ধনে বড়লোক হয়
-----যারা অন্যায় ভাবে আয় করে
------যারা রক্ত পাত ঘটায়
-----যে প্রতিবেশীর উলংগতা দেখার জন্য মদ খাওয়ায়
-------প্রতিমা পূজা করা
আজকে আমাদের যদি একই পাপ থেকে থাকে , তবে ফিরে এসে প্রভুর রক্তে ধৌত হয়ে নতুন জীবনে চলা উচিত । ।
আমেন ।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Comments
Post a Comment