"কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না।"
"কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না।"
আসন্ন মৃত্যু থেকে রাজা হিষ্কিয় কিভাবে বেঁচেছিলেন ?
ভূমিকা: যিহূদা রাজ্যে ২০ জন রাজা রাজত্ব করেছিলেন, তার মধ্যে ৮ জন রাজা ভালছিলেন। তাদের মধ্যে রাজা হিষ্কিয় অন্যতম। তাঁর সম্পর্কে পবিত্র বাইবেল বলে ,
🛑"হিষ্কিয় যিহূদার সর্বত্র এইরূপ করিলেন, আর তাঁহার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ভাল, ন্যায্য ও সত্য, তাহাই করিলেন।"
(২ বংশাবলি 31:20 ROVU)।তাঁর রাজত্বকাল : খীষ্টপূর্ব ৭১৫ থেকে ৬৮৬ অব্দ । তাঁর রাজত্বের এক পর্যায়ে ঈশ্বর যিশাইয় ভাববাদীর মধ্য দিয়ে তাঁর মৃত্যু সংবাদ পাঠিয়েছিলেন । পবিত্র বাইবেল এভাবে বলে ,
"তৎকালে হিষ্কিয়ের সাংঘাতিক পীড়া হইয়াছিল। আর আমোসের পুত্র যিশাইয় ভাববাদী তাঁহার নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন বাটীর ব্যবস্থা করিয়া রাখ, #কেননা #তোমার #মৃত্যু হইবে, #তুমি #বাঁচিবে না।"
(যিশাইয় 38:1 ROVU)
উপরের বাণী যে মানুষ শুনবে তার অনেক দুঃখ হবে , কষ্ট হবে ও বিহ্বল হবে। কিন্তু সেদিন রাজা হিষ্কিয় এর জন্য চুপ করে বসে ছিলেন না , তিনি কিছু করে ছিলেন। আসুন তা নিচে আলোচনা করি ।
প্রথমতঃ রোদন পূর্বক প্রার্থনা করেছিলেন :
পবিত্র বাক্য এই কথা বলে ,
"তখন হিষ্কিয় দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি, তুমি এখন স্মরণ কর; আমি তোমার সাক্ষাতে সত্যে ও একাগ্র চিত্তে চলিয়াছি, এবং তোমার দৃষ্টিতে যাহা ভাল, তাহাই করিয়াছি। আর হিষ্কিয় অতিশয় রোদন করিতে লাগিলেন।"
(যিশাইয় 38:2-3 ROVU)
দ্বিতীয়তঃ ঈশ্বর রাজার চোখের জলের প্রার্থনা শুনেছিলেন। শুধু তাই নয় তাঁর রাজ্য শত্রুদের হস্ত থেকে রক্ষার প্রতিজ্ঞা করেছিলেন। প্রভুর বাক্য এ কথা বলে ,
"যাও, হিষ্কিয়কে বল, তোমার পিতৃপুরুষ দায়ূদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম; আমি তোমার নেত্রজল দেখিলাম; দেখ, আমি তোমার আয়ু পনের বৎসর বৃদ্ধি করিব, এবং অশূরের রাজার হস্ত হইতে তোমাকে ও এই নগরকে উদ্ধার করিব; আমি এই নগরের ঢালস্বরূপ হইব।"
(যিশাইয় 38:5-6 ROVU)
তৃতীয়ত: রাজা হিষ্কিয়ের প্রতিক্রিয়া: কৃতজ্ঞতা ও ধন্যবাদসহকারে প্রভুর আরাধনা ও প্রশংসা করেছিলেন। তিনি এই সময় একটি তার যন্ত্রে গাওয়ার জন্য গান লিখেন। গানের মধ্যে তাঁর ব্যক্তিগত কষ্টের অভিজ্ঞতাসহ ঈশ্বরের গুণগান ব্যক্ত করেছেন।
তিনি এভাবে বলেছেন ,
"আমি বলিলাম, আমার আয়ুর মধ্যাহ্নে আমি পাতালের পুরদ্বারে প্রবেশ করিব, আমার বৎসরশ্রেণীর অবশিষ্টাংশে বঞ্চিত হইলাম। আমি বলিলাম, আমি সদাপ্রভুকে জীবিতদের দেশে সদাপ্রভুকে আর দেখিব না, জগন্নিবাসীদের সঙ্গে মনুষ্যকেও আর দেখিব না। মেষপালকের তাম্বুর ন্যায় আমার আবাস উঠাইয়া আমা হইতে স্থানান্তর করা গেল; আমি তন্তুবায়ের ন্যায় আপন আয়ু জড়াইলাম; তিনি তাঁত হইতে আমাকে কাটিয়া ফেলিলেন; তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে। আমি প্রাতঃকাল পর্যন্ত নীরব থাকিলাম; তিনি সিংহের ন্যায় আমার অস্থি সকল চূর্ণ করিলেন; তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে। তালচোঁচের ন্যায়, সারসের ন্যায় আমি চিঁ চিঁ শব্দ করিতেছিলাম, ঘুঘুর ন্যায় কাতরোক্তি করিতেছিলাম; ঊর্ধ্বদিকে দৃষ্টিপাত করিতে করিতে আমার চক্ষু ক্ষীণ হইল; হে সদাপ্রভু, আমি উপদ্রুত, তুমি আমার প্রতিভূ হও। আমি কি বলিব? তিনি আমাকে কহিলেন, এবং নিজেই সাধন করিলেন; আমার প্রাণের তিক্ততা প্রযুক্ত অবশিষ্ট বৎসর সকল আমি ধীরে ধীরে গমন করিব। হে প্রভু, এই সকলের দ্বারা লোকেরা জীবিত থাকে, কেবল ইহাতেই আমার আত্মার জীবন; আমাকে সুস্থ কর, আমাকে সঞ্জীবিত কর। দেখ, আমার শান্তির নিমিত্তই আমার তিক্ততা, তিক্ততা উপস্থিত হইল; কিন্তু তুমি প্রেমেই আমার প্রাণকে বিনাশকূপ হইতে উদ্ধার করিলে, তুমি ত আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ। পাতাল ত তোমার স্তবগান করে না; মৃত্যু তোমার প্রশংসা করে না; গর্তগামীরা তোমার সত্যের অপেক্ষা করে না। জীবিত, জীবিত লোকই তোমার স্তবগান করিবে, আমি যেমন অদ্য করিতেছি; পিতা সন্তানগণকে তোমার সত্য জ্ঞাত করিবে। সদাপ্রভু আমার পরিত্রাণ করিতে [সম্মত]; অতএব আমার সঙ্গীত-মালা আমার তারযুক্ত যন্ত্রে গান করিব, যত দিন জীবিত থাকি, সদাপ্রভুর গৃহে গাহিব।"
(যিশাইয় 38:10-20 ROVU)
🔮🌎🛑 ব্যক্তিগত প্রয়োগ : আমরা বর্তমানে যে সময় পার করছি , অনেকের কাছে এই বাণী সান্ত্বনার ও সাহসের হতে পারে। ঈশ্বর হয়ত কারণ জীবন নেওয়ার জন্য ভাববাদী যিশাইয়ের মত হয়ত কাওকে পাঠাবেন না কিন্তু অবস্থার প্রেক্ষিতে হয়ত ঈশ্বর বলছেন , "তোমার সময় শেষ"। এই বাণী যদি সত্যিই যদি আপনার অন্তরে দাগ কাটে তাহলে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা ছাড়া কোন উপায় দেখছি না। আমরা দেখি নতুন নিয়মে বিশ্বব্রম্মান্ডের বড় চিকিৎসক প্রভু যীশু যিনি জগতে থাকাকালীন সময়ে অনেক রোগীকে সুস্থ করেছেন ও মৃতকে জীবন দিয়েছেন । সর্বোপরি তিনি জগতের সবচেয়ে বড় রোগ পাপ ও অনন্ত মৃত্যু থেকে রক্ষার জন্য নিজের জীবন বলিদান করার মধ্য দিয়ে সুস্থতা দান পূর্বক ক্ষমা দানে নতুন জীবনের নিশ্চয়তা দিয়েছেন। এখন এই সংকটময় মূহূর্তে তিনি হয়ত দয়া করে আমাদের আয়ু বাড়িয়ে দিবেন যেন বাকী জীবনটা তাঁর প্রশংসা ও আরাধনায় কাটাতে পারি। যদি নাও করেন , তবুও খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে অনন্তকালীন প্রত্যাশা আছে যা তিনি দিতে প্রতিজ্ঞা করেছেন।
উপসংহার: রাজা হিষ্কিয়ের মৃত্যুজনক অবস্থা বর্তমান সময়ের জন্য একটি বড় আশার সংবাদ হতে পারে । তিনি রোদন পূর্বক প্রার্থনার উত্তর পেয়েছিলেন । পাপের ক্ষমা পেয়েছিলেন ও নতুন জীবন পেয়েছিলেন । আজকে যদি আপনি একই অবস্থার সম্মুখীন হয়ে থাকেন তাহলে জীবন্ত পিতা ঈশ্বরের কাছে পবিত্র আত্মার মধ্য দিয়ে প্রভু যীশু নামে নম্রতা ও অনুতাপ পূর্বক প্রার্থনা করেন যেন তিনি দয়া করে আপনাকে সুস্থ করে বাকী জীবনটা তাঁর গৌরবের জন্য বেঁচে থাকার সুন্দর সুযোগ দেন ।
ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে সবাইকে আশীর্বাদ করুন।
আমেন।।
🌏🛑🌏🛑🌏🛑🌏🛑🌐🌏🛑🛑🛑🌏🛑🛑🌎🌎🛑🌏🛑🌏🛑🌏🛑🌏🛑🌏🛑
হিষ্কিয় রাজা সম্পর্কে আরও জানতে পবিত্র বাইবেলের Reference :
২ রাজাবলি ১৬:২০-২০:২১
২ বংশাবলী ২৮:২৭-৩২:৩৩
যিশাইয় ৩৬:১-৩৯:৮
হিতোপদেশ ২৫:১
যিরমিয় ১৫:৪, ২৬:১৮-১৯
হোশেয় ১:১
মীখা ১:১
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
২ বংশাবলী ২৮:২৭-৩২:৩৩
যিশাইয় ৩৬:১-৩৯:৮
হিতোপদেশ ২৫:১
যিরমিয় ১৫:৪, ২৬:১৮-১৯
হোশেয় ১:১
মীখা ১:১
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Comments
Post a Comment